স‌ত্যের নী‌লিমায় তু‌মি !!!

698
আ‌জো সদা জাগ্রত তু‌মি চির আকা‌শের নীল,
ঐ নী‌লিমায় ছুঁ‌য়ে আছো জা‌নি সদা জাগ্রত হে বীর!
দিন যায় মাস আসে ,
আ‌সে বছর শে‌ষে যুগ,
শতা‌ব্দীর ক্রা‌ন্তি শে‌ষেও কভূ ফুরায় না সে অমোঘ।
 
ধরাধা‌মের তব স্পৃহার স্ফু‌লি‌ঙ্গে না‌চি‌ছে যে অবিরাম,
গাই‌বে জা‌নি গাই‌বে তক কিয়ামত ‌সে স‌বিরাম।
ধূ‌লোস্মৃ‌তি ম‌নে জা‌গি‌ছে কত নাদান মি‌থ্যে পাল‌কের দল,
হা‌নি‌ছে আঘাত আজোব‌ধি সে স‌ত্যেকে ক‌রে কতল!
ভূখা নাঙ্গা পঙ্গ পাল‌কেরা ক্ষমতা পিয়াসু সবই,
‌পে‌রে‌ছিস কি নী‌লিমার সে অনন্ত সু‌খের রঙ কভূ গা‌য়ে মাখ‌তে নি‌রোব‌ধি?
 
‌ধোঁয়াশায় কেবল রই‌লি প‌ড়ে যতসব বেজন্মা মুনা‌ফি‌কী আস্ফ‌াল‌নে,
ক্ষ‌ণি‌কের লা‌গি কভূ প‌ড়ে‌নি ম‌নে স‌ত্যের সে কেত‌নের ত‌নে।
ঐশী র‌ঙে রাঙা‌নো নী‌লিমা ডা‌কে সদা আপন ইশারায়,
‌দি‌য়ে‌ছে যারা তব সে হাঁক বই‌বো মোরা তব সে
‌বিমূঢ় বন্দনায়।
 
তব নী‌লিমার সে বুক ফাটা কান্নায় আঁসু আনে‌নি ‌যে নয়‌নে ,
জা‌নি সে নি‌র্বোধ পাপাচারী মুনা‌ফিক ক‌হে জ‌নে।
ধা‌পে ধা‌পে ধাবমান সে ব‌হে চ‌লে ধরাধা‌মে,
‌শাশ্বত নী‌লিমার সে ঐশী রঙ মে‌খে চল অনন্তধা‌মে।
 
‌মিছে খেলায় মা‌তি ল‌ভি‌বে না কভূ জা‌নি,
ল‌ভি‌বে শুধুই পা‌থেয় ক‌রে পরজগ‌তের অঙ্গারখা‌নি।
‌দেখ সদা জা‌গি‌ছে আজো হাঁ‌কি‌ছে রব সে স‌ত্যের জয়বাণী,
ধূ‌লোস্সৃ‌তি মূ‌ছে ফে‌লে স‌ত্যের ঝাণ্ডা তু‌লে হও আগুয়া‌নি।
 
মরুর ধূ‌লোর সিক্ততা ডা‌কে গাই‌তে জয়গান,
ক‌চি যুব তাজা রক্তের বহতায় কভূ না‌হি সে ফুরায়।
অশ্রু সজ‌লের বা‌ণে কেঁপে‌ছিল সে‌দিন আরশ আসমান,
‌শো‌কে মূহ্যমান হ‌য়ে কেঁ‌দে‌ছিল ম‌র্ত্যের সব দৃশ্যমান।
 
‌কাঁ‌দে‌নি কেবল ছিল যারা সব ইয়া‌জি‌দি মুসলমান,
না‌হি দে‌খি সে আঁসু আজো তা‌দের দোসর দাঁ‌ড়োয়ান।
দ্যাখ চে‌য়ে ঐ হারা‌মির দল জা‌গে ঐ নীলিমায়,
শা‌ন্তির পতাকায় ডা‌কি‌ছে আজো সে স‌ত্যের উপমায়।
 
জাগ্রত হে সেনানী বীর,‌ চির জাগ্রত শোবাইর,
ডা‌কি‌ছে সদা স‌ত্যের পতাকায় নী‌লিমার ঐ নীল।।
___মাসুদ রানা (তরুন)

Related Post

শোকাবহ ৫ই মহররম

Posted by - সেপ্টেম্বর ৫, ২০১৯
হুসাইন(আ:) কে? (পর্ব-২) – নূরে আলম মুহাম্মাদী। ———– হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন নূর! হুসাইন আসমানসমুহ…

র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !!

Posted by - সেপ্টেম্বর ৩, ২০১৯
র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !! হঠাৎ ঘোড়ার পা থে‌মে গেল ! এক পাও আর এগু‌চ্ছেনা ! তীব্র দাবদাহ ! মরুর শুষ্কতায়…

রাসূলের শেষ বংশপ্রদ্বীপ

Posted by - নভেম্বর ৮, ২০১৯
আল্লাহ’র শেষ প্রমান– তুমি মাহদী —— রাসূলের শেষ বংশপ্রদ্বীপ — তুমি মাহদী —— হুসাইনের শেষ রক্তধারা — তুমি মাহদী ——…

কুফা থে‌কে দা‌মে‌স্কে কা‌ফেলা !!

Posted by - আগস্ট ৩০, ২০২০
কত ক্লা‌ন্তি নি‌য়ে ছু‌টে চলা মরুর বু‌কে ! সাগরসম বিরহ ,ব্যাথাতুর হৃদয় নি‌য়ে ! প্রচন্ড দাবদা‌হে না‌ভিশ্বাস হ‌য়ে উঠ‌ছে কা‌ফেলাবাসী…

কারবালার করুণ শোকগাঁথা

Posted by - জুলাই ৩০, ২০২২
এক: কারবালা ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ মঞ্চ প্রতিবছর মহররম মাস আসলে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় কারবালার শহীদদের শোকে মুহ্যমান হয়ে যান।…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »