সূরা “আল ফিল”– এর অনুবাদ

811

(আমি) আল্লাহর নামে (শুরু করছি), যিনি রাহমান (পরম করুণাময় সকল সৃষ্টির জন্যে), যিনি রাহিম (অসীম দয়াবান কিছু বিশেষ ব্যক্তিদের জন্যে)।

(হে নবী!) তুমি কি দেখোনি, তোমার প্রতিপালক (আবরাহার সেনাপতিত্বে কা’বা ঘর ধ্বংস করার জন্যে আগত) হস্তি আরোহীদের সাথে কিরকম আচরণ করেছেন।(১)
 
তিনি (তোমার প্রতিপালক) কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? (২)
 
আর তিনি তাদের (হস্তি বাহিনীর) উপরে (শায়েস্তা করার জন্যে) ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন,(৩)
 
যারা তাদের (হস্তি বাহিনীর) উপর শক্ত মাটির তৈরী কংকর নিক্ষেপ করে যাচ্ছিল। (৪)
 
(এ আক্রমন) অবশেষে তাদেরকে (হস্তি বাহিনীর লোকদেরকে) চিবানো খড় কুটোর ন্যায় পরিণত করে দিয়েছিল।(৫)

Related Post

সূরা “আল কাওসার”-এর অনুবাদ

Posted by - সেপ্টেম্বর ২, ২০১৯
(আমি) আল্লাহর নামে (শুরু করছি), যিনি রাহমান (পরম করুণাময় সকল সৃষ্টির জন্যে), যিনি রাহিম (অসীম দয়াবান কিছু বিশেষ ব্যক্তিদের জন্যে)।…

বেলায়েত সম্রাট মাওলা আলী কনফারেন্স

Posted by - এপ্রিল ২৩, ২০২২
মাওলা আলীর “বেলায়েত দিবস” উপলক্ষে ঢাকা মহানগর নাট্যমঞ্চের বশির মিলনায়তনে আয়োজিত মাওলা আলী (আঃ)-এর কনফারেন্সে বক্তব্য রাখছেন ইমামিয়া পাক দরবার…

মুসলমানদের জন্যে শহীদ হাজী সোলাইমানীর অবদান

Posted by - জানুয়ারি ১২, ২০২০
১০ই জানুয়ারি ২০২০ শুক্রবার “ইমামিয়া পাক দরবার শরীফ” আয়োজিত শোকসভায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের IRGC’র আল কুদস ব্রিগেডের কমান্ডার শহীদ জেনারেল…

সূরা “আল কাফিরুন”-এর অনুবাদ ও সামগ্রিক কিছু তথ্য

Posted by - ফেব্রুয়ারি ২৫, ২০২০
 بِسْمِ الّٰلهِ الرَّحْمٰنِ الرَحِيْمِ   (বলো! আমি) আল্লাহর নামে (শুরু করছি), যিনি রহমান (পরম করুণাময় সকল সৃষ্টির জন্যে), যিনি রহিম (অসীম…

সূরা আল ক্বাদর-এর অনুবাদ

Posted by - এপ্রিল ২৪, ২০২০
(আমি)আল্লাহর নামে(শুরু করছি), যিনি রাহমান(পরম করুণাময় সকল সৃষ্টির জন্যে), যিনি রাহিম(অসীম দয়াবান কিছু বিশেষ ব্যক্তিদের জন্যে)। আমরা নিশ্চিতরূপে তা ক্বদরের…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »