(আমি) আল্লাহর নামে (শুরু করছি), যিনি রাহমান (পরম করুণাময় সকল সৃষ্টির জন্যে), যিনি রাহিম (অসীম দয়াবান কিছু বিশেষ ব্যক্তিদের জন্যে)।
(হে নবী!) তুমি কি দেখোনি, তোমার প্রতিপালক (আবরাহার সেনাপতিত্বে কা’বা ঘর ধ্বংস করার জন্যে আগত) হস্তি আরোহীদের সাথে কিরকম আচরণ করেছেন।(১)
তিনি (তোমার প্রতিপালক) কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? (২)
আর তিনি তাদের (হস্তি বাহিনীর) উপরে (শায়েস্তা করার জন্যে) ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন,(৩)
যারা তাদের (হস্তি বাহিনীর) উপর শক্ত মাটির তৈরী কংকর নিক্ষেপ করে যাচ্ছিল। (৪)
(এ আক্রমন) অবশেষে তাদেরকে (হস্তি বাহিনীর লোকদেরকে) চিবানো খড় কুটোর ন্যায় পরিণত করে দিয়েছিল।(৫)