(আমি) আল্লাহর নামে (শুরু করছি), যিনি রাহমান (পরম করুণাময় সকল সৃষ্টির জন্যে), যিনি রাহিম (অসীম দয়াবান কিছু বিশেষ ব্যক্তিদের জন্যে)।
(হে মুহাম্মাদ!) বলো, আমি ভোরের প্রতিপালকের কাছে আশ্রয় কামনা করছি।(১)
(আশ্রয় কামনা করছি) সৃষ্ট সকল কিছুর অকল্যাণ থেকে।(২)
এবং (আশ্রয় কামনা করছি) রাতের অন্ধকারাচ্ছন্নতায় (বিভিন্ন ক্ষতিকর প্রাণীর) অনিষ্ট থেকে।(৩)
আর (আশ্রয় কামনা করছি) গিঁটের মধ্যে (যাদুটোনার মাধ্যমে) ফুৎকারী সকল ব্যক্তিদের ক্ষতি থেকে (৪)
এবং (আশ্রয় কামনা করছি) হিংসুকদের হিংসা থেকে নির্গত অনিষ্ট হতে।(৫)