(আমি) আল্লাহর নামে (শুরু করছি), যিনি রাহমান (পরম করুণাময় সকল সৃষ্টির জন্যে), যিনি রাহিম (অসীম দয়াবান কিছু বিশেষ ব্যক্তিদের জন্যে)।
(আল্লাহ হস্তী বাহিনীকে ধ্বংস করেছেন) যেন ক্বুরাইশদেরকে (পরস্পরের সাথে এবং জনগণ ও খোদায়ী নিরাপত্তার হেরেমের সাথে) বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে দিতে পারেন।(১)
(আর তা ছাড়াও আল্লাহ) তাদেরকে শীতকালীন ও গ্রীষ্মকালীন (ব্যাবসায়ীক) ভ্রমনের সাথে ঘনিষ্ট সম্পর্ক সৃষ্টি করে দিবেন (যেন শান্তি ও নিরাপত্তার সাথে তাদের জীবন যাত্রা পরিচালনা করতে পারে)।(২)
তাই তাদের (ক্বুরাইশদের) এই (ক্বাবা) ঘবের প্রতিপালকের ইবাদাত করা উচিত,(৩)
যে (প্রতিপালক) তাদেরকে অনাহার থেকে মুক্ত করেছেন এবং (শত্রুর) ভয় থেকে নিরাপদ করেছেন।(৪)