(আমি) আল্লাহর নামে (শুরু করছি), যিনি রাহমান (পরম করুণাময় সকল সৃষ্টির জন্যে), যিনি রাহিম (অসীম দয়াবান কিছু বিশেষ ব্যক্তিদের জন্যে)।
(হে রাসূল! তুমি স্পষ্ট) বলে দাও! হে কাফেররা!(১)
আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করছো(২)
এবং তোমরাও তাঁর ইবাদতকারী নও যাঁর ইবাদত আমি করে থাকি(৩)
আর আমিও তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করে আসছো।(৪)
সাথে সাথে তোমরাও তাঁর ইবাদাতকারী নও যাঁর ইবাদাত আমি করে থাকি।(৫)
(এখন যখন এরকম অবস্থা, তখন) তোমাদের দ্বীন তোমাদের কাছেই থাক আর আমার দ্বীন আমার কাছে (অর্থাৎ এ ব্যাপারে কোন আপোষ নেই) ।(৬)