(আমি) আল্লাহর নামে (শুরু করছি), যিনি রাহমান (পরম করুণাময় সকল সৃষ্টির জন্যে), যিনি রাহিম (অসীম দয়াবান কিছু বিশেষ ব্যক্তিদের জন্যে)।
(হে নবী!) নিশ্চিতভাবে আমি তোমাকে কাওসার (প্রচুর পরিমানে মঙ্গল ও বরকত) প্রদান করেছি।(১)
আর তাই, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর এবং উট কুরবানী দাও।(২)
নিশ্চিত যে, তোমার কটাক্ষকারীরাই নির্বংশ।(৩)