মহা মযলুম ইমাম, মাওলানা ও মাওলাল মুভাহ-হিদিন, আমিরুল মু’মিনিন, সাইয়্যিদুল আয়িম্মা, উরাফা ওয়া আউলিয়া, ক্বুত্-বুল আক্বত্বাব, ক্বাসিমুন নারি ওয়াল জান্নাহ, খাইরুল বাশার, খাইরুল বারিয়্যা, শেষ নবীর দুনিয়া ও আখেরাতের ভাই, নবীর ওয়াসী, নবীর খলিফা, আহলে বাইতের ইতরাত, যুলফিক্বারের অধিকারী, লা ফাতাহ ইল্লা আলী, লা সাইফ ইল্লা যুলফিক্বার-এর মালিক, ওয়ালিউল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবু রাসূলিল্লাহ, মানবতার নিঃস্বার্থ বন্ধু ও সেবক, সুবিচার ও ন্যায়বিচারের অগ্রপথিক ও পথিকৃৎ, ইমাম আলী ইবনে আবি ত্ব-লিব আলাইহিমুস সালাওয়াতু ওয়াস সালামের মর্মান্তিক ও হৃদয় বিদারক শাহাদাতের রাত্রিতে সকল আশেকে রাসূল, আশেকে আহলে বাইত, সকল মযলুম, আত্মত্যাগী ও পরোপকারী মানুষদেরকে জানাই আন্তরিক শোক ও সমবেদনা 😭
