র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !!

640

র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !!

হঠাৎ ঘোড়ার পা থে‌মে গেল !
এক পাও আর এগু‌চ্ছেনা !
তীব্র দাবদাহ !
মরুর শুষ্কতায় চৌ‌চির হ‌য়ে আছে সব।
ইমাম‌বিহীন জনপদ থে‌কে
হাজার হাজার বায়াতপত্র !
‌যে‌তে হ‌বে কুফা‌তে ।
 
দীর্ঘপথ পা‌ড়ি দি‌য়ে‌ছেন ,‌দি‌তে হ‌বে আরো!
প‌থিম‌ধ্যে ছিল কত বাঁধা !
‌সেনাপ‌তি হো‌রের বা‌হিনীকে পানি পান ক‌রি‌য়ে সব মশক শূণ্য!
 
‌কিন্তু ঘোড়া আর এগু‌চ্ছেনা !
‌নে‌মে জি‌জ্ঞেস কর‌লেন সেখানকার বা‌সিন্দা‌দের ।
নাম কি ভাই এ জায়গার ?
 
এ জায়গার নাম নায়‌নোয়া !
আ‌রেকজন বল‌লেন গা‌জে‌রিয়া!
‌কেউ বল‌লেন সা‌ত্তে ফোরাত !
আবার কে যেন ব‌লে উঠ‌লেন জায়গা‌টি হ‌চ্ছে কারবালা !!
এক মু‌সিব‌তের জায়গা !
 
নাম শু‌নেই ইমাম নে‌মে পড়‌লেন ঘোড়া থে‌কে !
এখা‌নেই আমা‌দের যে‌মে যে‌তে হ‌বে।
‌থে‌কে যে‌তে হ‌বেই এই কারবালায় !
হ‌বে স‌লিল সমা‌ধি !
এ‌কে একে সবাই ।
এমন‌কি ছয় মা‌সের ক‌চি আসগরও !
 
‌কিন্তু এটাই তো সেই
স্ব‌প্নে দেখা আকাঙ্খার মহা‌‌মিলনের স্থান!
 
‌সে‌দিন‌টি ছিল ২ মহররম।
অশ‌নি সং‌কেত পা‌নে অপেক্ষমান থাকা সে সফর সঙ্গী।
‌বেদনার আকা‌শের পু‌ন্জিভুত দূর্দশার মেঘ !
ই‌তিহা‌সের পাতায় ঠাঁয় ক‌রে নেয়া সব‌চে‌য়ে জঘন্যতম নিষ্ঠুর হত্যাকান্ডের সূচনার বীজ।
 
র‌ক্তিম ব‌র্ণের মি‌ছে খেলার বীজ ‌সে নয় !
পাপাত্না‌দের হা‌তে প‌বিত্র আত্না‌র নির্মম ব‌লি ।
তাজা র‌ক্তের ফিন‌কি দি‌য়ে বের হওয়া মজলুম‌দের প‌বিত্র শো‌ণি‌তের বাণে র‌ক্তিম সা‌ত্তে ফোরাতের খেলা !
‌বিধূর বা‌ষ্পে হা‌রি‌য়ে কুঁক‌ড়ে কুঁক‌ড়ে যন্ত্রনার প্র‌তিধ্ব‌নি গুণা !
 
আর মাত্র আটটি দিন ,
পা‌য়ে বে‌রি প‌ড়ি‌য়ে দেওয়া
সে র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !!
 
___মাসুদ রানা তরুন।

Related Post

ওহী গৃ‌হে আগুন ও প‌রিক্রমা !!

Posted by - জানুয়ারি ৩১, ২০২০
সদ‌্য বি‌য়োগান্ত পিতা ম‌র্মে বিষা‌দের পীড়ন ক্রন্দন ধ্ব‌নি আর প‌বিত্র অশ্রু ফোটার বর্ষণ ! সান্ত্বনার প্রবোধ নেই , কেবলই হতবাক…

সালাম হে জামানার ইমাম

Posted by - নভেম্বর ৮, ২০১৯
সালাম সালাম হে জামানার ইমাম।। লাখো সালাম তোমায় লাখো সালাম।। তোমারি আগমনে ধন্য ধরা, তোমারি পরশে জাতি হবে যে সেরা,…

বল‌বো না আর পিপাসার্ত !!

Posted by - অক্টোবর ১১, ২০১৯
আর বল‌বো না , বল‌বো না আমার পিপাসার কথা , চরম তৃষ্ণার্ততার কথা ! ‌তৃষ্ণার্ততায় পা‌নি ব‌ন্দি হ‌য়ে কেঁ‌দে‌ছিল ফোরাতকুল…

হুসাইন (আঃ) কে?

Posted by - সেপ্টেম্বর ৪, ২০১৯
(পর্ব-১) – নূরে আলম মুহাম্মাদী ———– হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন হচ্ছে সমুদ্র, মহাসমুদ্র। না, না,!!…

কালো রাতের মুসাফির

Posted by - আগস্ট ৬, ২০১৯
কালো রাতের মুসাফির __মোস্তফা কামাল সুমন একটি বিদঘুটে কালো রাত দির্ঘ প্রহর নিয়ে যেন এসেছে, পেঁচাদের লোমহর্ষক প্রতিধ্বনিত ডাক, আর…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »