✨ হাদিস নং ১
আল্লাহর রাসূল (সা.):
✨ হাদিস নং ২
হযরত আবুযার গিফারী রাদ্বিআল্লাহু তায়ালা আনহু পবিত্র কাবা ঘরের দরজা ধরে বলেন, আমি প্রিয় নবী (সঃ)-কে বলতে শুনেছি,
✨ হাদিস নং ৩
আল্লাহর রাসূল (সা.):
✨ হাদিস নং ৪
✨ হাদিস নং ৫
আল্লাহর রাসূল (সা.):
احَبُّ اهْلِ بَيْتى الَىَّ الْحَسَنُ وَ الحُسَيْنُ
✨ হাদিস নং ৬
আল্লাহর রাসূল (সা.):
انَّ الْحَسَنَ وَ الْحُسَينَ هُما رَيْحانَتاىَ مِنَ الدُّنْيا
✨ হাদিস নং ৭
✨ হাদিস নং ৮
✨ হাদিস নং ৯
✨ হাদিস নং ১০
✨ হাদিস নং ১১
✨ হাদিস নং ১২
রাসূল (সাঃ):
“রুগ্ন ব্যক্তিকে দেখতে যাও এবং মৃত ব্যক্তির জানাযাতে অংশ গ্রহণ করো। এগুলো তোমাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেবে।”
(মুসনাদ ইবনে হানবাল, ৪/৯৬, হাদিস নং ১১৪৪৫; আল্ আদাব আল্ মুফরাদ, পৃ: ১৫৮, হাদিস নং ৫১৮; সাহিহ্ ইবনে হাব্বান, ৭/২২১, হাদিস নং ২৯৫৫; আস্সুনান আল্ কুবরা, ৩/৫৩২, হাদিস নং ৬৫৭৮; কানযুল উম্মাল, ৯/৯৫, হাদিস নং ২৫১৪৩; আদ্ দাআওয়াত, পৃ: ২২৭, হাদিস নং ৬৩৫; ইরশাদুল কুলুব, পৃ: ১২; বিহারুল আন্ওয়ার, ৮১/২২৪, হাদিস নং ৩২)।
✨ হাদিস নং ১৩
রাসূল (সা.):
“রোজ কিয়ামতে সর্বাপেক্ষা অনুতপ্ত ব্যক্তি সে-ই, যে তার আখেরাতকে অন্যের দুনিয়ার জন্যে বিকিয়ে দিয়েছে।” (কানযুল উম্মাল, হাদিস নং ১৪৯৩৬)।
✨ হাদিস নং ১৪
রাসূল (সা.):
“দুনিয়া পরকালের শস্যক্ষেত্র।”
(আওয়ালি আল্ লাআ-লি, ১/২৬৭, হাদিস নং ৬৬)।
✨ হাদিস নং ১৫
রাসূল (সা.):
“একজন ব্যক্তি ততক্ষন পর্যন্ত মু’মিন হতে পারবে না যতক্ষন পর্যন্ত না সে নিজে যা পছন্দ করে তা অপরাপর লোকজনের জন্যে পছন্দ করবে।”
(কানযুল উম্মাল, হাদিস নং ৯৫)।
✨ হাদিস নং ১৬
রাসূল (সা.):
“যে ব্যক্তি সর্বদা মৃত্যুকে স্বাগতম জানায় সে সর্বদা সৎ কাজে সচেষ্ট থাকে।”
(বিহারুল আন্ওয়ার, ৭৭/১৭১, হাদিস নং ৭)।
✨ হাদিস নং ১৭
রাসূল (সা.):
“তোমাদের মধ্যে কেউ যেন কোন বিপদ ও সমস্যায় জর্জরিত হওয়ার কারণে মৃত্যু কামনা না করে। বরং সে যেন বলে হে আল্লাহ্! যতদিন পর্যন্ত জীবন-যাপন আমার জন্যে মঙ্গলজনক ততদিন তুমি আমাকে জীবিত রাখো আর যখন মৃত্যু আমার জন্যে উত্তম জ্ঞান করো তখন আমার মৃত্যু দান করো।”
(সুনানু আবি দাউদ, হাদিস নং ৩১০৮)।
✨ হাদিস নং ১৮
হযরত আল্লামা তাবারানী (রহঃ) হযরত ওয়াসিলা থেকে বর্ণনা করছেন যে, আল্লাহর রাসূল (সা.) আলী, ফাতিমা, হাসান ও হুসাইনের জন্যে এভাবে দোয়া করছেনঃ
«الَلّهُمَّ انَّکَ جَعَلْتَ صَلَواتِکَ وَ رَحْمَتَکَ وَ مَغْفِرَتَکَ وِ رِضْوانَکَ عَلى ابراهيمَ و آلِ إِبْراهيمَ اللَّهُمَّ انَّهُم مِنّىِ وَ انَا مِنْهُم فَاجْعَلْ صَلَواتِکَ وَ رَحْمَتَکَ وَ مَغْفِرَتَکَ وَ رِضْوانَکَ عَلَىَّ وَ عَلَيْهِم يَعنِى عَلِيّاً وَ فاطِمَةَ وَ حَسَناً وَ حُسَيناً»
“হে আল্লাহ! তুমি তোমার সালাওয়াত, রহমত, মাগফিরাত ও সন্তুষ্টি ইব্রাহিম ও আলে ইব্রাহিমের উপর বর্ষণ করেছো, তুমি তোমার সালাওয়াত, রহমত, মাগফিরাত ও সন্তুষ্টি আমার এবং আলী, ফাতিমা, হাসান ও হুসাইনের উপর বর্ষণ করো।” (কানযুল উম্মাল, খণ্ড ৬, পৃঃ নং ২১৭)।
✨ হাদিস নং ১৯
✨ হাদিস নং ২০
✨ হাদিস নং ২১
✨ হাদিস নং ২২
✨ হাদিস নং ২৩
হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামঃ
إنّ الغضب من الشّيطان و إنّ الشّيطان خلق من النّار و إنّما تطفا النّار بالماء فإذا غضب أحدكم فليتوضّأ
“ক্রোধ শয়তানের কাজ এবং নিশ্চয় শয়তান আগুন থেকে সৃষ্টি। আর আগুন পানি দিয়ে নিভিয়ে দিতে হয়। সুতরাং তোমাদের মধ্যে কেউ ক্রোধান্বি হলে সে যেন ওযু করে নেয়।” (নাহজুল ফাসাহা, পৃঃ নং ২৮৬, হাদিস নং ৬৬০)।
✨হাদিস নং ২৪
✨হাদিস নং ২৫
হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামঃ
✨ হাদিস নং ২৬
হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামঃ
أُمِرْتُ أَنْ آخُذَ الصَّدَقَةَ مِنْ أَغْنِيَائِكُمْ فَأَرُدَّهَا فِي فَقُرَائِكُم
“আমি (আল্লাহর পক্ষ থেকে) আদিষ্ট হয়েছি, তোমাদের মধ্যকার ধনীদের কাছ থেকে সদকা ও অনুদান নিয়ে তোমাদের মধ্যকার গরীবদের মধ্যে বিতরণ করবো।”
📚 মুসতাদরাকুল ওয়াসায়িল ওয়া মুসতানবিতুল মাসায়িল, খণ্ড ৭, পৃঃ নং ১০৫, হাদিস নং ৭৭৬২।
✨ হাদিস নং ২৭
🌹হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামঃ
✨ হাদিস নং ২৮
🔳বিশ্ব নবী রাহমাতুল্লিল আ’লামিন হযরত মুহাম্মাদ(দরুদ):
إنَّ لِقَتْلِ الْحُسَیْنِ حَرَارَةٌ فِی قُلُوبِ الْمُؤْمِنِینَ لَنْ تَبْرُدَ أَبَداً
✍”নিশ্চয় (ইমাম) হুসাইনের হত্যার ঘটনা মুমিনদের অন্তরে এমন এক জ্বালা-যন্ত্রনা ও উষ্ণতার সৃষ্টি করে দেয় যা কখনো নির্বাপিত ও ঠান্ডা হবে না।”
📚মুস্তাদরাকুল ওয়াসায়িল, খণ্ড ১০, পৃঃ নং ৩১৮।
✨ হাদিস নং ২৯
✨ হাদিস নং ৩০ ✨
হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামঃ
✨ হাদিস নং ৩১ ✨
✨ হাদিস নং ৩২ ✨
হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামঃ
مَن سَنَّ سُنَّةً حَسَنَةً کانَ لَهُ أَجْرُ مَنْ عَمِلَ بِها مِنْ غَیْرِ أَنْ یَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَیْءٌ وَ مَنِ سَنَّ سُنَّةً سَیِّئَةً کانَ عَلَیْهِ وِزْرُ مَنْ عَمِلَ بِها مِنْ غَیْرِ أَنْ یَنْقُصَ مِنْ أَوْزارِهِمْ شَیْءٌ
“যদি কোন ব্যক্তি নেক পন্থা ও রেওয়াজ চালু করে (দুনিয়া থেকে চলে) যায়, আর অন্য মানুষেরা সেই নেক আমল করে, তাহলে তার (রেওয়াজ ও পন্থা সৃষ্টিকারীর) জন্যে আমালকারী ব্যক্তিদের সমান পুরুস্কার বরাদ্ধ থাকবে, যদিও তাদের পুরুস্কার থেকে কোন কিছু কমানো হবে না। তদ্রুপ যদি কোন ব্যক্তি অসৎ পন্থা ও রেওয়াজ চালু করে (দুনিয়া থেকে চলে) যায়, আর অন্য মানুষেরা সেই অসৎ আমল করে, তাহলে তার (রেওয়াজ ও পন্থা সৃষ্টিকারীর) জন্যে আমালকারী ব্যক্তিদের সমান গুনাহ বরাদ্ধ থাকবে, যদিও তাদের গুনাহ থেকে কোন কিছু কমানো হবে না।”
(উসুল আল কাফি, খণ্ড ৫, পৃঃ নং ৯, দারুল কুতুবুল ইসলামিয়্যা; বিহারুল আনওয়ার, খণ্ড ৬৮, পৃঃ নং ২৫৮; সহি মুসলিম, খণ্ড ৮, পৃঃ নং ৬১, দারুল ফিকর, বৈরুত; তাফসীর আদ্ দররুল মানসুর, খণ্ড ৬, পৃঃ নং ২০১, দারুল মা’রিফাহ, বৈরুত; সুনানু বাইহাক্বী, খণ্ড ৪, পৃঃ নং ১৭৬, দারুল ফিকর, বৈরুত)।
✨ হাদিস নং ৩৩ ✨
হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামঃ
“সকালে নাস্তাতে খেজুর খাও। কেননা, তা পেটের ক্রিমিকে মেরে ফেলে।”
উয়ুনু আখবারির রিদ্বা, খণ্ড ২, পৃঃ ৪৮, হাদিস নং ১৮৫।
✨ হাদিস নং ৩৪ ✨
হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামঃ
اَلصَّلاَةُ رَأسُ الاِسْلاَمِ
“নামাজ ইসলামের মস্তক।”
বিহারুল আনওয়ার, খণ্ড ১৭, পৃঃ নং ১২৭; মিযানুল হিকমাহ্, খণ্ড ৫, পৃঃ নং ৩৬৭।
✨ হাদিস নং ৩৫ ✨
হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামঃ
إنَّ أحَبَّ الأعْمَالِ إلَی اللهِ – عَزَّ وَ جَلَّ- اَلصَّلاَةُ وَ الْبِرُّ وَ الْجِهَادِ
“আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে নামাজ, উপকার করা ও জিহাদ করা।”
ওয়াসায়িলুশ শিয়া, খণ্ড ৩, পৃঃ ২৭; কানযুল উম্মাল, খণ্ড ৭, পৃঃ নং ২৮৫, হাদিস নং ১৮৮৯৭।
✨ হাদিস নং ৩৬✨
হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামঃ
اَلطّيبُ يَشُدُّ القَلبَ
“সুগন্ধি ক্বলবকে শক্তিশালী করে তোলে।”
আল কাফি, লেখকঃ সিক্বাতুল ইসলাম মুহাম্মাদ ইবনে ইয়াকুব আল্ কুলাইনী (মৃত্যৃঃ ৩২৯হিঃ), খণ্ড ৬, কিতাবুয যাইয়ি ওয়াত্ তাজাম্মুল ওয়াল মুরুওয়া, বাবুত্ব ত্বাইয়িব, পৃঃ নং ৫১০, হাদিস নং ৬, প্রকাশনাঃ দারুল কুতুবিল ইসলামিয়া, তেহরান, প্রকাশকালঃ ১৩৬৫ফারসী/১৯৮৬খৃঃ।
✨ হাদিস নং ৩৭✨
হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামঃ
صَلاةُ مُتَطَيِّبٍ أَفضَلُ مِن سَبعينَ صَلاةً بِغَيرِ طيبٍ
“সুগন্ধির সাথে একবার সালাত আদায় সুগন্ধি ব্যতীত সত্তুর বার সালাতের চেয়েও উত্তম।”
আল কাফি, লেখকঃ সিক্বাতুল ইসলাম মুহাম্মাদ ইবনে ইয়াকুব আল্ কুলাইনী (মৃত্যৃঃ ৩২৯হিঃ), খণ্ড ৬, কিতাবুয যাইয়ি ওয়াত্ তাজাম্মুল ওয়াল মুরুওয়া, বাবুত্ব ত্বাইয়িব, পৃঃ নং ৫১১, হাদিস নং ৭, প্রকাশনাঃ দারুল কুতুবিল ইসলামিয়া, তেহরান, প্রকাশকালঃ ১৩৬৫ফারসী/১৯৮৬খৃঃ।
✨ হাদিস নং ৩৮✨
হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামঃ
إِنَّ خيارَ عِبادِ اللّه الموفونَ المُطَيِّبونَ
“আল্লাহর সর্বোত্তম বান্দা হচ্ছেন তারা, যারা ওয়াদা রক্ষা করে চলেন এবং সুগন্ধি ব্যবহার করেন।”
নাহজুল ফাসাহা (আরাবী), আবুল ক্বসিম পইয়ান্দে, ফারসী অনুবাদঃ প্রফেসর আলী কারামী ফেরেইদোনী, পৃঃ নং ১৬৪, হাদিস নং ৮৫০, চিন্তা ও গবেষণা কেন্দ্রের দফতর, কোম, ইরান।
✨ হাদিস নং ৩৯✨
✨ হাদিস নং ৪০✨