প্রশ্ন: উত্তর নবীজী (সঃ)কে কোন এক যুদ্ধে বিষযুক্ত খাবার দেয়া হয়েছিল এবং ওহীর মারফতে জানতে পেরেছিলেন যে তাতে বিষ ফলে বিরত ছিলেন। প্রশ্ন হলো যে মৃত্যুর আগে বিষ ক্রিয়ায় আক্রান্ত হওয়ার সময় ওহীপ্রাপ্ত হলেন না কেন?
উত্তর: আলাইকুম সালাম। আল্লাহর নবীকে খাইবার যুদ্ধের পর খাইবার প্রাঙ্গনে একবেলা খাবারে এক ইহুদী মহিলা গোস্তের সাথে বিষ মাখিয়ে দিয়েছিল। আর সেদিন আল্লাহর রাসূল(সা.) জিবরাঈল মারফত বিষের ব্যাপারে অবগত হয়েছিলেন। তাছাড়াও, সেই রান্না করা মাংসের জবান খুলে গিয়েছিল। সেই মাংসই আল্লাহর রাসূলকে বলে দিয়েছিল। সেদিন নবীজী সেই খাবার খেতে বাধ্য ছিলেন না। তাই, সেই মাংস খাননি।কিন্তু নবীজীর ইন্তেকালের কয়েকদিন আগে জোর করে তাঁকে বিষ খাওয়ানো হয়েছিল। সেখানে নবীজী জানার পরো তাঁর কিছু করার ছিল না। তাই সেই বিষমাখা খাদ্য খেয়েছিলেন। আল্লাহ আমাদেরকে সত্য অনুধবান করার তৌফিক দান করুন।