•✦✨ রাতে ঘুমোনোর পূর্বের ওযিফা ✨✦•
1⃣ তিনবার সূরা ইখলাস তিলাওয়াত, যা এক খতম কোরআন পড়ার সমান।
2⃣ নিজেকে হাশরের মাঠে নবীদের শাফায়াত লাভের যোগ্য করার জন্যে পাঠ করাঃ
ﺍَﻟﻠّﻬُﻢَّ ﺻَﻞِّ ﻋَﻠَﻲ ﻣُﺤَﻤَّﺪٍ ﻭَﺍﻝِ ﻣُﺤَﻤَّﺪٍ و ﻋَﻠَﻲ جمیع ﺍﻻَﻧْﺒِﻴﺎﺀِ ﻭَﺍﻟﻤُﺮْﺳَﻠﻴﻦ
✍ আল্লাহুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়া আ’লা জামিয়ি’ল আনবি-ইয়াই ওয়াল মুরসালিন।
3⃣ সকল মু’মিন নর-নারীদের কাছ থেকে দাবীমুক্ত করে নেয়ার উদ্দেশ্যে পড়াঃ
ﺍَﻟﻠّﻬُﻢَّ ﺍﻏْﻔِر ﻟِﻠْﻤُﺆْﻣِﻨﻴﻦَ ﻭَﺍﻟْﻤُﺆْﻣِﻨﺎﺕِ
✍৷ আল্লাহুম্মাগ্বফির লিল মু’মিনিনা ওয়াল মু’মিনাত।
4⃣ ফরজ হজ্ব ও ওমরা আদায় করে ঘুমানোর জন্যে পড়াঃ
ﺳُﺒْﺤﺎﻥَ ﺍﻟﻠّﻪِ ﻭَ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠّﻪِ ﻭَ ﻻﺍِﻟﻪَﺍِﻻَّ ﺍﻟﻠّﻪُ ﻭَ ﺍﻟﻠّﻪُ ﺍَﻛْﺒَﺮُ
✍ সুবহানাল্লহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লহু ওয়াল্লহু আকবার।
5⃣ ৩৪ বার আল্ল-হু আকবার, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার সুবহানাল্লাহ পাঠ করা।
6⃣ আয়াতুল কুরসী ১ বার, সূরা ফালাক্ব ১ বার, সূরা নাস ১ বার ও
সূরা কাফিরুন ১ বার তিলাওয়াত করা।
✅ আসুন! ঘুম নামক মৃত্যুসম বিশ্রামটিকে অর্থবহ ও সার্থক করে তুলি এবং দয়াল নবী হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম- এর এই ছয়টি মহামূল্যবান উপদেশ মেনে চলি।
তথ্যসূত্রঃ
১.আওয়ালিমুল উলুম ওয়াল মাআ’রিফ ওয়াল আহওয়াল মিনাল আয়াত ওয়াল আখবার ওয়াল আক্বওয়াল, খন্ড ১১, পৃ: নং ৮৫৭।
২.মুসতাদরাক আল ওয়াসায়িল, খন্ড ৫, পৃ: নং ৪৯, হাদিস নং ২১।
•✦✨•✦✨✦•✨✦•✨✦•