রাতে ঘুমোনোর পূর্বের দোয়া, ওযিফা

1700

•✦ রাতে ঘুমোনোর পূর্বের ওযিফা ✦•

1⃣ তিনবার সূরা ইখলাস তিলাওয়াত, যা এক খতম কোরআন পড়ার সমান।

2⃣ নিজেকে হাশরের মাঠে নবীদের শাফায়াত লাভের যোগ্য করার জন্যে পাঠ করাঃ

ﺍَﻟﻠّﻬُﻢَّ ﺻَﻞِّ ﻋَﻠَﻲ ﻣُﺤَﻤَّﺪٍ ﻭَﺍﻝِ ﻣُﺤَﻤَّﺪٍ و ﻋَﻠَﻲ جمیع ﺍﻻ‌َﻧْﺒِﻴﺎﺀِ ﻭَﺍﻟﻤُﺮْﺳَﻠﻴﻦ

 আল্লাহুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়া আ’লা জামিয়ি’ল আনবি-ইয়াই ওয়াল মুরসালিন।

3⃣ সকল মু’মিন নর-নারীদের কাছ থেকে দাবীমুক্ত করে নেয়ার উদ্দেশ্যে পড়াঃ

ﺍَﻟﻠّﻬُﻢَّ ﺍﻏْﻔِر ﻟِﻠْﻤُﺆْﻣِﻨﻴﻦَ ﻭَﺍﻟْﻤُﺆْﻣِﻨﺎﺕِ
৷ আল্লাহুম্মাগ্বফির লিল মু’মিনিনা ওয়াল মু’মিনাত।

4⃣ ফরজ হজ্ব ও ওমরা আদায় করে ঘুমানোর জন্যে পড়াঃ

ﺳُﺒْﺤﺎﻥَ ﺍﻟﻠّﻪِ ﻭَ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠّﻪِ ﻭَ ﻻ‌ﺍِﻟﻪَﺍِﻻ‌َّ ﺍﻟﻠّﻪُ ﻭَ ﺍﻟﻠّﻪُ ﺍَﻛْﺒَﺮُ

 সুবহানাল্লহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লহু ওয়াল্লহু আকবার।

5⃣ ৩৪ বার আল্ল-হু আকবার, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার সুবহানাল্লাহ পাঠ করা।

6⃣ আয়াতুল কুরসী ১ বার, সূরা ফালাক্ব ১ বার, সূরা নাস ১ বার ও
সূরা কাফিরুন ১ বার তিলাওয়াত করা।

 আসুন! ঘুম নামক মৃত্যুসম বিশ্রামটিকে অর্থবহ ও সার্থক করে তুলি এবং দয়াল নবী হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম- এর এই ছয়টি মহামূল্যবান উপদেশ মেনে চলি।

তথ্যসূত্রঃ
১.আওয়ালিমুল উলুম ওয়াল মাআ’রিফ ওয়াল আহওয়াল মিনাল আয়াত ওয়াল আখবার ওয়াল আক্বওয়াল, খন্ড ১১, পৃ: নং ৮৫৭।
২.মুসতাদরাক আল ওয়াসায়িল, খন্ড ৫, পৃ: নং ৪৯, হাদিস নং ২১।

•✦•✦✦•✦•✦•

🔹ঘুমের আগে পড়ার দোয়া🔹

🌹ইমাম জাফার ইবনে মুহাম্মাদ আস্ সাদিক্ব (আ.):
‎”যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে নিচের দুয়াটি ‎তিনবার পড়বে সে একজন সদ্য ভুমিষ্ট শিশুর ‎ন্যায় গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে।”
দুয়াটি নিম্নরূপঃ

‎‎الحمد لله الذی علی فقهر و الحمد لله الذی بطن فخبر و الحمد ‏لله الذی ملک فقدر و الحمد لله الذی یحیي الموتى و يميت ‏الاحياء و هو على كل شئي قدير‎

🔊উচ্চারণঃ
“আল্-হাম্দু লিল্লাহিল্লাযি আ’লা ফাক্বাহার। ওয়াল হাম্দু লিল্লাহিল্লাযি‎ বাত্বানা ফাখাবার। ওয়াল হাম্দু লিল্লাহিল্লাযি‎ মালাকা ফাক্বাদার। ওয়াল হাম্দু লিল্লাহিল্লাযি‎ ইউহ্য়িল মাওতা ওয়া ইউমিতুল আহ্ইয়া ওয়া হুওয়া আ’লা কুল্লি শাইয়িন ক্বাদির।”
🔊অর্থঃ
“সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সর্বোচ্চ মর্যাদাবান। তাই, সকল কিছু তার করায়াত্বে। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আভ্যন্তরীণ সব খবর রাখেন। সমস্ত প্রশংসা আল্লাহর, যার কর্তৃত্ব সব কিছুর উপর। তাই, তিনি সর্বশক্তিমান। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি মৃতকে জীবিত করেন এবং জীবিতকে মৃত। তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।”
📚উসুলে কাফি, খণ্ড ২, কিতাবুদ দুয়া, বাবুদের ‎দুয়া ইনদান নাউম ওয়াল ইনতিবাহ।
💥 আজ রাত থেকেই আমলটি শুরু করে দিন। ‎
‎↯↻↯↻↯‎

🔹রাতে ঘুমানোর আগের আমল🔹

🖊ইমাম মুহাম্মাদ ইবনে আলী আল বাক্বির (আ.):
✍️যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর পূর্বে সূরা আল ওয়াক্বিয়া (৫৬ নং সূরা) তিলাওয়াত করে সে ব্যক্তি চন্দ্র মাসের চৌদ্দ তারিখের চাঁদের মত উজ্জ্বল চেহারার অধিকারী হয়ে আল্লাহর সাথে সাক্ষাত করবে।”
📚সাওয়াবুল আমাল, পৃঃ নং ২৫১।
‎↯↻↯↻↯‎

Related Post

দোয়া খিজির (আঃ)

Posted by - সেপ্টেম্বর ৫, ২০১৯
❣দোয়া খিজির (আঃ)❣‌ ❣বিসমিল্লা-হির রহমা-নির র-হীম❣ ‌🌹আল্ল-হুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ🌹   😰হে আল্লাহ! আমি তোমার কাছে আবেদন…

দয়াল ইমামের আত্মপ্রকাশের জন্যে আর্তনাদ

Posted by - মার্চ ৭, ২০২৩
🗓 আবারো ঘুরে এলো, আরেকটি শুক্রবার। দয়াল ইমামের আত্মপ্রকাশের পবিত্র দিন।   🗣 ইমামের ভক্তদের বেদনাবিধুর মনের অভিব্যক্তি ব্যক্ত করার…

হাজত পূরণের দোয়া

Posted by - আগস্ট ১১, ২০১৯
১। হাজত পূরণের দোয়াঃ 🖊 যদি কেউ ৪০ বার সূরা আদ্ব দ্বুহা, মাঝখানে কোন কথা ছাড়া, কেবলামূখী ও পাক পবিত্র…

দোয়া তাওয়াসসুল

Posted by - এপ্রিল ২৫, ২০২০
(চৌদ্দ মাসূমের উসিলা ধরে দোয়া) بسم الله الرحمن الرحيم اللّٰهُمَّ إِنِّى أَسْأَلُكَ وَأَتَوَجَّهُ إِلَيْكَ بِنَبِيِّكَ نَبِيِّ الرَّحْمَةِ مُحَمَّدٍ صَلَّى اللّٰهُ…

প্রাত্যহিক যিকির

Posted by - সেপ্টেম্বর ২, ২০১৯
🔊 “হে আমার পালনকর্তা! তোমার মহামর্যাদা ও পবিত্র সত্তা এবং মহান গুণাবলী ও নামসমূহের উসিলায় আমি তোমার কাছে মিনতি জানাই,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »