🌷 জনৈক ব্যক্তি হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম-এর খেদমতে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ! আমাকে কী অনুমতি প্রদান করবেন, আমি মৃত্যু কামনা করবো?
হযরত বললেনঃ
“মৃত্যু এমন বিষয় যা থেকে কেউ পালাতে পারবে না। এটা এমন একটা দীর্ঘ সফর যেখানে প্রত্যেক মুসাফিরের জন্যে দশটি হাদিয়া সঙ্গে নিয়ে যাওয়া খুব জরুরী।”
লোকটি জিজ্ঞেস করলোঃ
✅“সে-ই হাদিয়াগুলো কী কী?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম উত্তরে বলেনঃ
✅ ১. হযরত আজরাঈল আলাইহিস সালামের জন্যে হাদিয়া
✅ ২. কবরের জন্যে হাদিয়া
✅ ৩. মুনকির ও নাকিরের জন্যে হাদিয়া
✅ ৪. মিযান(পাপ-পূণ্যের মাপক)-এর জন্যে হাদিয়া
✅ ৫. পুল সিরাতের জন্যে হাদিয়া
✅ ৬. জাহান্নামের পাহারাদারের জন্যে হাদিয়া
✅ ৭. বেহেস্তের পাহারাদারের জন্যে হাদিয়া
✅ ৮. শেষ নবীর জন্যে হাদিয়া
✅ ৯. হযরত জিবরাঈলের আলাইহিস সালামের জন্যে হাদিয়া
✅ এবং ১০. আল্লাহর জন্যে হাদিয়া
🌹🌹🌹
আর হযরত আজরাঈল আলাইহিস সালামের জন্যে চারটি হাদিয়াঃ
✅১. হকদারদের সন্তষ্টি।
✅২. নামাজ পরিপূর্ণভাবে আদায়।
✅৩. আল্লাহর প্রতি আসক্তি।
✅৪. মৃত্যুর অভিলাষ।
🌹🌹🌹
কবরের জন্যে চারটি হাদিয়াঃ
✅১. চোখলখুরি পরিত্যাগ করা।
✅২. ইস্তিবরা (পুরুষদের জন্যে পেশাব থেকে পবিত্র হওয়ার একটি নিয়ম) করা।
✅৩. কোরআন তিলাওয়াত।
✅৪. তাহাজ্জুদ নামাজ।
🌹🌹🌹
মুনকির ও নাকিরের জন্যে চারটি হাদিয়াঃ
✅১. সত্য কথা বলা।
✅২. গিবত ত্যাগ করা।
✅৩. হক কথা বলা।
✅৪. সাবার সাথে বিনম্র ব্যবহার করা।
🌹🌹🌹
মিযান(পাপ-পূণ্যের মাপক)-এর জন্যে চারটি হাদিয়াঃ
✅১. রাগ দমিয়ে ফেলা।
✅২. সত্যিকার তাক্বওয়া ধারন করা।
✅৩. মুসলমানদের সাথে অবস্থান করা।
✅৪. মানুষকে আল্লাহর ক্ষমার দিকে আহ্বান করা।
🌹🌹🌹
পুল সিরাতের জন্যে চারটি হাদিয়াঃ
✅১. আমলের মধ্যে ইখলাস থাকা।
✅২. বেশী করে আল্লাহর স্মরণ করা।
✅৩. সদারচণ করা।
✅৪. অন্য মুমিনদের পক্ষ থেকে আগত কষ্ট সহ্য করা।
🌹🌹🌹
জাহান্নামের পাহারাদারের জন্যে চারটি হাদিয়াঃ
✅১. আল্লাহর ভয়ে ক্রন্দন করা।
✅২. গোপনে দান করা।
✅৩. গুনাহ পরিত্যাগ করা।
✅৪. পিতা-মাতার সাথে সদ্বব্যহার করা।
🌹🌹🌹
বেহেস্তের পাহারাদারের জন্যে চারটি হাদিয়াঃ
✅১. দুনিয়ার দুঃখ কষ্টে ধৈযধারন করা।
✅২. নেয়ামতের জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করা।
✅৩. আল্লাহর আনুগত্যের পথে ধন-সম্পদ দান করা।
✅৪. ওয়াকফ সম্পত্তিতে আমানতদারীতা বজায় রাখা।
🌹🌹🌹
শেষ নবীর জন্যে চারটি হাদিয়াঃ
✅১. তাঁকে ভালবাসা।
✅২. তাঁর সুন্নতের অনুসরণ করা।
✅৩. তাঁর আহলে বাইতকে ভালবাসা।
✅৪. জিহ্বাকে মন্দ থেকে বিরত রাখা।
🌹🌹🌹
হযরত জিবরাঈল আলাইহিস সালামের জন্যে চারটি হাদিয়াঃ
✅১. কম কথা বলা।
✅২. কম খাওয়া।
✅৩. কম ঘুমানো।
✅৪. অব্যাহত
ভাবে আল্লাহর প্রশংসা করা।
🌹🌹🌹
আল্লাহর জন্যে চারটি হাদিয়াঃ
✅১. ভাল কাজের আদেশ করা।
✅২. খারাপ কাজের নিষেধ করা।
✅৩. মানুষকে উপদেশ দেয়া এবং তাদের মঙ্গল কামনা করা।
✅৪. সবার সাথে দয়াদ্র ব্যবহার করা।
📗📗সুত্র 📗📗 কিতাবুল মাওয়ায়িয আল আদাদিয়্যা, আহাদিস আশারাহ।
↯↻↯↻↯