মিলাদুন্নবী (সা.)-এর পরিচয় ও হাদীস শরীফের দলীল (পর্ব নং ০২)

721

হাদীস শরীফে:-
জামে তিরমিযী শরীফে ميلادমিলাদ‘ (জন্মের সময়) শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নিজেই ব্যবহার করেছেন।

যেমনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামএর জন্ম সাল সম্পর্কে হযরত কায়স ইবনে মাখরামা (রা.) বলেন:-


ولدت أنا رسول الله صلي الله عليه وسلم عام الفيل وسأل عثمان بن عفان قباث بن اشيم اخا بني يعمر بن ليث أأنت اكبر ام رسول الله صلي الله عليه وسلم فقال رسول الله قلي الله عليه وسلم اكبر مني وأنا اقدم منه في الميلاد

 

অর্থাৎ: “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম দুজনেইহাতীর বছরেজন্মগ্রহণ করেছি।হযরত বিন আফফান (রা.) কুবাস বিন আশইয়ামকে প্রশ্ন করেন: “আপনি বড় নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বড়? তিনি উত্তরে বলেন, রাসূলুল্লাহ আমার থেকে বড়আর আমি তাঁর পূর্বে জন্মগ্রহণ করেছি।
সুনান তিরমিযীহাদিস নং ৩৬১৯।
হাদীস শরীফে আমরা আরো দেখতে পাই রাসূল (সা.) বলেন


ما من مولود الا يولد علي الفطرة

 

অর্থাৎ: “প্রত্যেক শিশু তার স্বভাবের উপর জন্মলাভ করে।
সহীহুল বুখারীহাদিস নং ১৩৫৮সহীহ্ মুসলিমহাদিস নং ৬৯২৬।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামএর জন্ম সম্পর্কে হাদীস শরীফে বর্ণিত হয়েছে


عن ابي قتادة الانصاري رضي الله عنه ان رسول الله صلي الله عليه وسلم سئل عن صوم الاثنين فقال: ذلك يوم ولدت فيه ويوم بعثت او أنزل علي فيه

 

অর্থাৎ: [হযরত আবু কাতাদা আলআনসারী (রা.) বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: “এই দিনে (সোমবার) আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার উপর ওহী নাযিল হয়েছে।“]
সহীহ্ মুসলিম, হাদিস নং ১৯৭৮
আমরা দেখলাম হাদীস শরীফেমাওলুদশব্দটি ব্যবহত হয়েছে।
হাদীসের ইমামরা তাদের স্ব স্ব কিতাবে মিলাদ শব্দটি ব্যবহার করেছেন
হযরত আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিযী (রহ.) তাঁর বিখ্যাত কিতাব জামে তিরমিযীর ২য় খন্ডের ২০৩ পৃষ্ঠায় একটি শিরোনাম লিখেন


باب ما جاء في ميلاد النبي صلي الله عليه وسلم

 

অর্থাৎ: “যা রাসূল (সা.)- এর জন্ম সম্পর্কে এসেছে।এখানে তিনি মিলাদ শব্দটি রাসূল (সা.)- এর জন্মবৃত্তান্ত বুঝাতে ব্যবহার করেছেন।
অনুরূপভাবে ইমাম বায়হাকী (রহ.) তাঁর বিখ্যাত সিরাত সংক্রান্ত হাদীসের কিতাবদালায়েলুন নুবুওয়্যাতনামক কিতাবের ১ম খন্ডের ৪৯ নং পৃষ্ঠায়

 أبواب في ميلاد رسول الله

শীর্ষক একটি অধ্যায় এনেছেন। যেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর জীবনবৃত্তান্ত আলোচনা করেছেন।

Related Post

দুই ঈদ ব্যতীত আর কোন ঈদ নেই” বলে ভ্রান্ত মতবাদের শরিয়াহ্ জবাব

Posted by - অক্টোবর ৪, ২০২২
✍️ “দুই ঈদ ব্যতীত আর কোন ঈদ নেই” বলে ওহাবীদের ভ্রান্ত মতবাদের শরিয়াহ্ জবাব। 👇 🌷[ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি…

মিলাদুন্নবী (সা.)-এর পরিচয় ও কুরআনিক দলীল (পর্ব নং-০১)

Posted by - অক্টোবর ২০, ২০২০
মিলাদের শাব্দিক বিশ্লেষণ: আমরা মিলাদুন্নবীর মূল আলোচনা লিখার আগে মিলাদুন্নবীর শাব্দিক আলোচনা করব। মিলাদ + নবী দুটি শব্দ একত্রে মিলে…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »