মহররম ও সফর মাসের ঘটনাবলীর পঞ্জিকা

1332

মহররম মাসের ঘটনাবলীর পঞ্জিকাঃ

০২ মহররমঃ কারবালার মরু প্রান্তরে ইমাম হুসাইন ও তাঁর কাফেলার প্রবেশ (৬১হিঃ)।
১০ মহররমঃ ইমাম হুসাইন, তাঁর সন্তান ও সাথীদের মর্মান্তিক শাহাদাত (৬১হিঃ)।
১২ মহররমঃ ইমাম হুসাইনের বন্দি কাফেলার কুফা শহরে প্রবেশ (৬১হিঃ) এবং ইমাম আলী ইবনিল হুসাইন যাইনুল আবিদিন আলাইহিস সালামের শাহাদাত (৯৫হিঃ)।
১৯ মহররমঃ ইমাম হুসাইনের বন্দি কাফেলার সিরিয়া অভিমুখে যাত্রা (৬১হিঃ)।

সফর মাসের ঘটনাবলীর পঞ্জিকাঃ

০৫ সফরঃ ইমাম হুসাইনের তিন বৎসরের কণ্যা হযরত রুক্বাইয়্যার শাহাদাত (৬১হিঃ)।
০৭ সফরঃ কোন কোন বর্ণনা মতে হযরত ইমাম হাসান মুজতাবা আলাইহিস সালামের শাহাদাত (৫০ হিঃ)।
০৯ সফরঃ হযরত আম্মার ইবনে ইয়াসির রাদ্বিআল্লাহু আনহু-র শাহাদাত (৩৭হিঃ)।
২০ সফরঃ কারবালার শহিদানের শাহাদাতের চল্লিশতম দিন এবং হযরত জাবির ইবনে আব্দিল্লাহ আনসারী রাদ্বিআল্লাহু আনহু-র কারবালা প্রান্তরে প্রবেশ (৬১হিঃ)।
২৮ সফরঃ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম-এর ইন্তেকাল (১১হিঃ) এবং হযরত ইমাম হাসান ইবনে আলী আল মুজতাবা আলাইহিস সালামের শাহাদাত (৫০হিঃ)।
৩০ সফর/সফর মাসের শেষ দিনঃ হযরত ইমাম আলী ইবনে মুসা আর্ রিদ্বা আলাইহিস সালামের শাহাদাত (২০৩হিঃ)।

Related Post

ইয়াযিদের পরিচয়

Posted by - আগস্ট ২৪, ২০২০
মুয়াবিয়ার এক খ্রিস্টান উপপত্নীর গর্ভে জন্ম নিয়েছিল ইয়াযিদ। ইয়াযিদের মায়ের নাম ছিল মাইসুন বিনতে বাইদাল আল কুলাইবি আন-নাসরানিয়া। সে ছিল…

মহররমের শোক-কথা (৩য় পর্ব)

Posted by - আগস্ট ২, ২০২২
ইমাম হুসাইন যখন নিজের সঙ্গী সাথীদেরকে বলেছিলেন, “তোমরা সবাই চলে যাও অন্যথায় আগামীকাল কতল হয়ে যাবে।” তখন যদি ইমাম হুসাইনের…

ইয়াজিদ কর্তৃক ইমাম হুসাইনকে (আ.) হত্যার প্রমান

Posted by - সেপ্টেম্বর ১০, ২০২২
১. কুখ্যাত ইয়াজিদ ক্ষমতায় বসেই মদিনার গভর্নর ওলিদকে চিঠি লেখে তাতেই ইমাম হুসাইন(আ:)-কে হত্যার নির্দেশ দেয়া হয়েছিল। ইয়াজিদের চিঠির অংশ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »