মহররমের দশ রাত এবং শামে গারীবার প্রোগ্রাম

722 0

আসসালামু আ’লাইকুম।

বছর ঘুরে আবারো আমাদের সামনে আরো একটি মহররম।
মাওলা হুসাইনের উসিলায় আবারো কিছু দ্বীনি ভাই-বোনদের সমাবেশ, মাওলার স্মরণ, আখিরাতের কঠিন সময়ের জন্য পাথেয় সঞ্চয়ের সুযোগ, ইমামে যামানার সাথে কন্ঠ মিলিয়ে শোক আর আহাজারি….

বরাবরের মত এবারো ইমামিয়া পাক দরবার শরীফ মহররমের দশ রাত এবং শামে গারীবার প্রোগ্রামে তার পবিত্র অঙ্গনকে শোকের কালো চাদরে ঢেকে দিবে হুসাইন প্রেমিকদের জন্য । মাওলার জন্য অশ্রুসিক্ত চোখগুলো, ইয়া হোসেনা ইয়া হোসেনা বলে চিৎকার করা কন্ঠগুলো, মা যয়নবের দৃঢ় ব্যক্তিত্ব স্মরণ করে নিচু হওয়া মাথাগুলো, হযরত আব্বাস আলামদারের হুংকার থেকে সাহস নেওয়া চেতনাগুলো, সাকিনা-আলী আসগরের প্রতি পরম মমতা ঝরানো অন্তরগুলো, আলী আকবারের শোকে ফুটো হয়ে যাওয়া হৃদপিণ্ডগুলো আবারো একত্রিত হবে…

ইনশাআল্লাহ প্রতি বারের মত এবারো আমরা আশেকানে হুসাইনের খেদমতে হাজির আছি।

😭পথিবীর সর্বশীর্ষ শোকাবহ দিন আশুরার দিন। ইমাম হুসাইন ও তাঁর সাথে শাহাদাত বরণকারী সকল শহীদদের স্মরণে আমরা এবারও নিয়্যত করেছি প্রতি রাতে এবং আশুরার আগের রাত ও আশুরার দিন সকল হুসাইন প্রেমিকের জন্য তাবাররুকের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এছাড়াও আশুরার দিন ১২ টি হুসাইনী ডেগ চড়ানোর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।

আমরা বিশ্বাস করি আমাদের সামর্থ্য যত অল্পই হোক না কেন মাওলা হুসাইনের জন্য করা এ আয়োজন সফল হবেই ইনশাআল্লাহ! মহররমের এই প্রোগ্রাম সফল করতে গঠিত হয়েছে হুসাইনী ফান্ড। আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করছি আপনাদের দুনিয়াবি ও আখিরাতের সকল হাজত পূরণের লক্ষ্যে দান, মানত ও হাদিয়া দিয়ে হুসাইনী ফাণ্ড-কে শক্তিশালী করুন।

মনে রাখবেন ইমাম আমাদের স্মরণের মুহতাজ নন… বরং এই সকল দান আল্লাহ্‌ বহু গুণে বাড়িয়ে আমদেরকেই ফেরত দিবেন।
তাই সবাই হুসাইনী ফাণ্ড- এ অর্থ, শ্রম আর মেধা নিয়ে এগিয়ে আসুন।

আপনার হাদিয়া/মানত/সদকার অর্থ নিচের বিকাশ বা নগদ বা রকেট নম্বরে/একাউন্ট নম্বরে সরাসরি পাঠিয়ে দিতে পারবেন।

👇👇👇
বিকাশ/রকেট/নগদঃ 01671115535
ব্যাকং একাউন্টঃ
Acc: 148.151.0057032
SAYED SHAMS AHMED HASHMI

হাদিয়া/মানত/সদকা প্রদানে ক্লিক করুন

যারা পরামর্শ, শ্রম ও সময় দিয়ে উক্ত শোক মাহফিলে হাদিয়া পেশ করতে চান তারাও 01671115535 নম্বরটিতে যোগাযোগ করতে পারেন।

Related Post

কারবালা থে‌কে কুফায় কা‌ফেলা !!

Posted by - August 30, 2020 0
‌বিদঘূ‌টে অন্ধকারাচ্ছন্ন রা‌ত্রি ! সারারাত খোলা আকা‌শের নি‌চে ! পা‌য়ে বে‌ড়ি পড়া ,হা‌তে হাতকড়া ! কখ‌নো হে‌টে কখ‌নো বা ঘোড়ার…

ইয়াযিদের পরিচয়

Posted by - August 24, 2020 0
মুয়াবিয়ার এক খ্রিস্টান উপপত্নীর গর্ভে জন্ম নিয়েছিল ইয়াযিদ। ইয়াযিদের মায়ের নাম ছিল মাইসুন বিনতে বাইদাল আল কুলাইবি আন-নাসরানিয়া। সে ছিল…

ক’ফোটা জল !!

Posted by - August 29, 2020 0
বি‌কেল গ‌ড়ি‌য়ে সন্ধ্যা প্রায়। কোথাও যেন খুঁজে পাওয়া যা‌চ্ছে না। হন্য হ‌য়ে খুঁজ‌ছে সবাই। নাহ… কোথাও নেই? কিন্তু সংখ্যাটা যে…

আশুরার দিনে ইমাম হুসাইন (আঃ)- এর হৃদয়স্পর্শী বক্তৃতা

Posted by - August 29, 2020 0
ঈমাম হুসাইন (আঃ)- শাহাদাতবরণ করার পূর্বে ইয়াজিদ বাহিনীকে লক্ষ্য করে এক হূদয়স্পর্শী আবেগধর্মী ভাষণ প্রদান করেছিলেন। যে ভাষণটি প্রত্যেক মুমিন…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »