মরহুম পিতা-মাতার কাছে খাসভাবে সাওয়াব রেসানির জন্যে বিশেষ নামাজ

1306

🔊 আজ রাত, বৃহস্পতিবার দিবাগত রাত…

🕯🕯🕯
বৃহস্পতিবার আসলেই আমাদের মরহুমদের কথা মনে পড়ে যায়ঃ
এই হাদিস পড়ার সাওয়াব
🎁 মৃত পিতা-মাতা, আত্মীয় স্বজন ও আপনজনদের জন্যে হাদিয়া
আর

জীবিতদের জন্যে সতর্কবাণী

❥✦হযরত ইমাম জাফার আস সাদিক্ব (আলাইহি সালাওয়াতুল্লাহ):
〖দুনিয়া ও আখেরাতের মাঝখানে এক হাজার দুর্গম গিরিপথ বিদ্যমান, যার মধ্যে সবচেয়ে ছোট ও সহজ গিরিপথটি হচ্ছে মৃত্যু।〗
📔মান লা ইয়াহ্-দ্বারুহুল ফাক্বিহ, খণ্ড ১, পৃঃ নং ১৩৪।

🔊 বৃহস্পতিবার দিবাগত রাত…

 🦋এই রাতে ঐ সকল মুসাফিরদের স্মরণ করবো, যারা আমাদের আপনজন ছিলেন…
 
🌹এক সময় আমাদের পাশেই ছিলেন, আমাদের মাঝেই ছিলেন।
🥀আর এখন আমাদের অন্তরে তাদের স্মরণ ও স্মৃতিই শুধু রয়ে গেছে। তারা চলে গেছেন।
 
😭আজ তাদের করার কিছুই নেই!!!
মাটির নীচে (বারযাখের জগতে) তারা কতই না অসহায়।
 
😭এখন আমাদের দিকে তাঁকিয়ে আছেন তারা।
🔸আসুন! এ রাতে তিন বার
দরুদ, একবার সূরা ফাতিহা ও তিন বার সূরা ইখলাস পাঠ করে তাদের রুহে হাদিয়া পাঠাই।
🔸আর আমাদের মরহুম পিতা-মাতার কাছে খাসভাবে সাওয়াব রেসানির জন্যে দুই রাকাত নামাজ আদায় করি।
 

🔹🔹নামাজের পদ্ধতি নিম্নরূপঃ👇

✍️পরথম রাকাতে সুরা ফাতিহার পর ১০ বার নিচের দোয়াটি তিলাওয়াত করাঃ

رَبِّ اغْفِرْلى وَلِوالِدَىَّ وَ لِلْمُؤْمِنینَ یَوْمَ یَقُومُ الْحِسابُ

উচ্চারণঃ
“রব্বিগ্ব্ ফির্-লি ওয়ালি-ওয়া-লিদাইয়্যা ওয়া লিল্-মুমিনিনা ইয়াওমা ইয়াক্বুমুল হিসাব।”
 
✍️দবিতীয় রাকাতে সুরা ফাতিহার পর ১০ বার নিচের দোয়াটি তিলাওয়াত করাঃ

رَبِّ اغْفِرْلى وَ لِوالِدَىَّ وَ لِمَنْ دَخَلَ بَیْتِىَ مُؤْمِناً وَ لِلْمُؤْمِنینَ وَالْمُؤْمِناتِ

উচ্চারণঃ
“রব্বিগ্ব্ ফির্-লি ওয়ালি-ওয়া-লিদাইয়্যা ওয়া লিমান্ দাখালা বাইতিয়া মুমিনান্ ওয়া লিল্ মুমিনিনা ওয়াল মুমিনা-ত্।”
 
✍️নামাজ শেষে ১০ বার নিচের দোয়াটি তিলাওয়াত করাঃ

رَبِّ ارْحَمْهُما کَما رَبَّیانى صَغیراً

উচ্চারণঃ
“রব্বির্ হাম্-হুমা কামা রব্বাইয়ানি স্বাগ্বিরা।”

Related Post

প্রাত্যহিক যিকির

Posted by - সেপ্টেম্বর ২, ২০১৯
🔊 “হে আমার পালনকর্তা! তোমার মহামর্যাদা ও পবিত্র সত্তা এবং মহান গুণাবলী ও নামসমূহের উসিলায় আমি তোমার কাছে মিনতি জানাই,…

রাতে ঘুমোনোর পূর্বের দোয়া, ওযিফা

Posted by - আগস্ট ২৮, ২০১৯
•✦✨ রাতে ঘুমোনোর পূর্বের ওযিফা ✨✦• 1⃣ তিনবার সূরা ইখলাস তিলাওয়াত, যা এক খতম কোরআন পড়ার সমান। 2⃣ নিজেকে হাশরের মাঠে নবীদের শাফায়াত লাভের…

আবে শেফার পবিত্র পানি

Posted by - আগস্ট ১৮, ২০১৯
🌹বিসমিল্লাহির রাহমানির রাহিম🌹  ➡️🔊ইমামিয়া তরীকার সকল ভক্ত, আশেক্বান ও অনুসারীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ইমামিয়া পাক দরবার শরীফের অভ্যন্তরে “আবে…

দোয়া খিজির (আঃ)

Posted by - সেপ্টেম্বর ৫, ২০১৯
❣দোয়া খিজির (আঃ)❣‌ ❣বিসমিল্লা-হির রহমা-নির র-হীম❣ ‌🌹আল্ল-হুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ🌹   😰হে আল্লাহ! আমি তোমার কাছে আবেদন…

দয়াল ইমামের আত্মপ্রকাশের জন্যে আর্তনাদ

Posted by - মার্চ ৭, ২০২৩
🗓 আবারো ঘুরে এলো, আরেকটি শুক্রবার। দয়াল ইমামের আত্মপ্রকাশের পবিত্র দিন।   🗣 ইমামের ভক্তদের বেদনাবিধুর মনের অভিব্যক্তি ব্যক্ত করার…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »