মন কাঁদে প্রাণ কাঁদে

675 0
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া আবা আবদুল্লাহ্
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া সাইয়্যেদুশ্ শুহাদা
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া শুহাদায়ে কারবালা
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২
 
মহররমের চাঁদ উঠেছে ঐ
জয়নুল কেঁদে কেঁদে বলে
আমার আব্বাজান কই
যয়নব কেঁদে আকুল হয় আমার ভাইয়া কই।
[কি হোলো কারবালায়
মন ছেয়ে যায় বেদনায়]২
 
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া আবা আবদুল্লাহ্
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া সাইয়্যেদুশ্ শুহাদা
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া শুহাদায়ে কারবালা
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২
 
নবীজির তৈরী হুকুমত
উল্টে দিলো ইয়াযিদ সব
চালালো নিজের হুকুমত
রুখে দাড়ালেন ইমাম হোসেন
জিন্দা করতে হক্ব।
[বুঝলো না মুসলিমরা
আজো আছে দিশেহারা।]২
 
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া আবা আবদুল্লাহ্
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া সাইয়্যেদুশ্ শুহাদা
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া শুহাদায়ে কারবালা
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২
 
শহীদ হলেন হোসেন কারবালায়
সেই ঘটনায় সব মোমিন
হতবাক হয়ে যায়।
শহীদানের লাশের পরে শত্রুরা সব
ঘোড়া চালিয়ে যায়।
[নবীজির আওলাদের
রক্তে হোলো হোলখেলা।]২
 
 
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া আবা আবদুল্লাহ্
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া সাইয়্যেদুশ্ শুহাদা
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া শুহাদায়ে কারবালা
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২
 
মুসলিম নামের কলঙ্ক ইয়াযিদ
ফোরাতের তীরে ইমাম বাহিনীকে
করলো অবরোধ
পানি পানি করে শিশুদের
হয় কন্ঠরোধ।
[কি পাষান ছুরি চালায়
ইমাম হেসেনের গলায়।]২
 
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া আবা আবদুল্লাহ্
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া সাইয়্যেদুশ্ শুহাদা
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া শুহাদায়ে কারবালা
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২
 
দুধের শিশু আলী আসগার
বাবার হাতেই তারে বিদ্ধ করলো
দুশমনের তীর।
দুধের শিশুকে বধ করলো হায়
জমীনে কান্নার রোল।
[এ জুলুম মানি না
সব মোমিন হয় উতলা।]২
 
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া আবা আবদুল্লাহ্
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া সাইয়্যেদুশ্ শুহাদা
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া শুহাদায়ে কারবালা
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২
 
ইতিহাসের অভিশপ্ত ইয়াযিদ
ফরমান জারী করলো
চায় সে ইমামের শির
বর্শায় গেথে কমবখতেরা নিয়ে গেলো সব
শহীদানের শির
[এ অন্যায় মানে যারা
নির্ঘাত হবে পথহারা।]২
 
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া আবা আবদুল্লাহ্
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া সাইয়্যেদুশ্ শুহাদা
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া শুহাদায়ে কারবালা
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২
 
বন্দি হলেন সব নারী ও শিশু
পিঠমোড়া করে বাঁধলো নারীদের
উটেরি উপর।
দামেশ্কে নিয়ে গেলো তাদের
খুশি হয় ইয়াযিদের দরবার।
[হায় যয়নব কি হোলো
তোমরা হলে ঘরছাড়া।]২
 
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া আবা আবদুল্লাহ্
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া সাইয়্যেদুশ্ শুহাদা
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া শুহাদায়ে কারবালা
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২
 
স্মরণ করি কারবালা সবে
ইমামের পদাঙ্ক ধরে মোদের
নাজাত পাইতে হবে
সরকারী ইসলাম হতে মোদের
ফারেগ হইতে হবে।
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২
 
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া আবা আবদুল্লাহ্
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া সাইয়্যেদুশ্ শুহাদা
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া শুহাদায়ে কারবালা
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২

Related Post

শাম-এ-গারিবা

Posted by - August 30, 2020 0
পশ্চিম আকাশে লালিমা স্পষ্ট হয়ে উঠেছে, এইতো কিছু, পূর্বে ছিল কোলাহল ছিল মৃত্যুধ্বনি, তরবারির ঝনঝনানি আরও কতো শব্দ ছিল আকাশে…

শোকাবহ ৯ই মহররম

Posted by - September 9, 2019 0
হুসাইন(আ:) কে? (পর্ব-৬) – নূরে আলম মুহাম্মাদী। হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন!!! শুনেছি ইউসুফ নবীর সৌন্দর্যের…

বিশ্ব শান্তির তুমি যে রবি

Posted by - November 8, 2019 0
বিশ্ব শান্তির তুমি যে রবি, কূল জাহানের তুমি যে ছবি, তব তারিফ শেষ করিতে পারিবে না কোন কবি। আসসালাতু আসসালামু…

মহররম

Posted by - September 2, 2019 0
এ হৃদয়ের গহীনে আছে আরেকটি হৃদয় সেই হৃদয়ের অস্তীত্ব আমার স্বপ্ন প্রতিক্ষমান আমার মূগ্ধতা তন্ময়ে অবরুদ্ধ।   অমিহীন আমিতে মিশে…

স্মৃতিতে মহররম

Posted by - September 6, 2019 0
স্মৃতিতে মহররম – আশিক পারভেজ মিনার   মহররম নিয়ে লিখতে বসেছি কি লিখবো মহররম নিয়ে আমার কলম স্থির, স্তব্ধ, নির্বাক।…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »