বিসমিল্লাহ সম্পর্কে জানুন

726

বিসমিল্লাহ সম্পর্কে জানুন!
☑বিসমিল্লাহ আল্লাহর প্রতি ভালবাসা ও নির্ভরতার মূর্ত প্রতীক।
☑বিসমিল্লাহ শয়তানকে বিতাড়িত করার প্রতীক।
☑বিসমিল্লাহ মানুষের জীবনের নিরাপত্তা বিধানকারী।
☑বিসমিল্লাহ কর্মসমূহকে সৌন্দর্যমন্ডিত করে।
☑বিসমিল্লাহ পবিত্র কোরআনের সূরা সমূহের মুকুট।
☑বিসমিল্লাহ পুলসিরাত অতিক্রম করার লাইসেন্স।
☑বিসমিল্লাহ নরকের অগ্নিশিখা সমূহকে নির্বাপিত করে।
☑বিসমিল্লাহ ব্যাথাসমূহের নিরাময়ক।
☑বিসমিল্লাহ সমস্যা সমাধানের চাবিকাঠি।
☑বিসমিল্লাহ কোরআনের চাবিকাঠি।
☑বিসমিল্লাহ আল্লাহ তা’আলার মহিমান্বিত নাম।
☑বিসমিল্লাহ প্রার্থনা কবুল হওয়ার শর্ত । [রাসূল(সা.) থেকে বর্ণিত হয়েছে:
“যে ব্যক্তির দোয়া বিসমিল্লাহ দ্বারা শুরু হয় তা প্রত্যাক্ষিত হয় না।”]
☑বিসমিল্লাহ প্রতিটি আসমানী গ্রন্থের সূচনায় রয়েছে।
☑বিসমিল্লাহ মানুষের অন্তরকে আলোকিত করে।
☑বিসমিল্লাহ আল্লাহর পূর্ণাঙ্গ নাম।
☑বিসমিল্লাহ মানুষের আত্মিক রোগ সমূহের নিরাময়ক।
☑বিসমিল্লাহ আল্লাহর দাসত্ব এবং তার প্রতি নির্ভরশীলতার প্রতীক।
☑বিসমিল্লাহ আসমানের তালা সমূহের চাবি।
🔊তাই, আসুন! আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ-কর্ম, যেমন: কথাবার্তা, খাওয়া- দাওয়া, লেখাপড়া, ভ্রমন, ঘুম ইত্যাদি কাজগুলো আল্লাহর নাম দিয়ে শুরু করি এবং নিজেদের দেহ ও মনকে তা দ্বারা আলোকিত করি।

Related Post

বিসমিল্লাহ সম্পর্কে জানুন!

Posted by - আগস্ট ১৭, ২০১৯
•✦✨ আল্লাহর কালাম ✨✦• ❖✨ ﷽ ✨❖ ☑ বিসমিল্লাহ আল্লাহর প্রতি ভালবাসা ও নির্ভরতার মূর্ত প্রতীক। ☑ বিসমিল্লাহ শয়তানকে বিতাড়িত…

ইমামিয়া তরিকায় অতি গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত

Posted by - জানুয়ারি ১৫, ২০২২
ইমামিয়া তরিকায় অতি গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত, নিম্নে উল্লেখ করা হলোঃ👇🌹 🔸১। তাতহীরের আয়াত: সূরা আহযাব, সূরা নং ৩৩, আয়াত নং…

হক্কানী মুর্শিদের হাতে বাইআ’ত অপরিহার্য

Posted by - অক্টোবর ৫, ২০২২
পৃথিবীর সূচনাকাল থেকেই আল্লাহ পাক হেদায়েতের দুটি ধারা পাশাপাশি রেখেছেন। একটি ধারার নাম হলো, কিতাবুল্লাহ। আর অপর ধারার নাম হলো…

নফস

Posted by - সেপ্টেম্বর ২৩, ২০১৯
বিসমিল্লাহির রাহমানির রাহিম একটি বিখ্যাত হাদিসে উল্লেখ আছেঃ مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّهُ  অর্থঃ “যে ব্যক্তি তার নফসকে চিনলো…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »