বিশ্ব শান্তির তুমি যে রবি,
কূল জাহানের তুমি যে ছবি,
তব তারিফ শেষ করিতে পারিবে না কোন কবি।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হুজ্জাতাল্লাহ,
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া
বাকিয়াতাল্লাহ।।
কুফর শিরিক দূর করিতে আসলোরে ভাই কোন নূরি,
তাওহিদেরি মশাল নিয়ে জাহেলিয়ার আধার দুরি।।
বিশ্ব শান্তির…….
জুলুম অত্যাচার থাকবে না আর,
থাকবে না খুন খারাবি,
সাম্য মৈত্রীর প্রেম দিয়ে,
ভরিয়ে দিবেন শেষ রবি।।
বিশ্ব শান্তির…….
পনেরই শাবান শুক্রবারে,
শব এ বরাত পালন হয়,
একটুখানি ইবাদাতে,
অনেক বেশী সওয়াব হয়।।
বিশ্ব শান্তির…….
শব এ বরাতের গুরুত্ব কত
বুঝলোনা মুসলমানে,
কার উসিলায় এতো ফজিলত
চিনলোনা সেই ইমামকে
বিশ্ব শান্তির……..
ইমাম এসেছে ইমাম এসেছে
ইমামের কন্ঠ শোনা যায়।
চল এবার সবাই গর্জে ওঠো,
ইমামের খোঁজে কাবায় যাই।।
বিশ্ব শান্তির…….
তাগুদি সরকার যাবে এবার,
পালাবে সিংহাসন ছেড়ে,
ঐ দেখা যায় ইমাম এসেছে,
জুলফিকার হাতে নিয়ে।।
– ফাহাদ