আমি তোমাকে ভালোবাসি
কিন্তু আমি তোমার দায়িত্ব নেবোনা ,
আমি তোমাকে ভালোবাসি
কিন্তু তোমায় উদ্ধার করতে বিপদ থেকে
আমি কোন চেষ্টা করবোনা ।
একে কি বলা যায় ভালবাসা . . . ? !
অথছ , হে হুসাইন . . . !
“তোমাদেরকে ভালবাসি”
এ কথাটি মুখ ফুটে না বলেও
আমাদের জন্য সর্বস্ব
বাজি ধরে বসলে ! ?
আমাদের অধিকার ফিরিয়ে আনতে
বিনিময়ে উজাড় করে দিলে
সব কিছু এমনকি নিজেকেও !
ভালোবাসার কথা না বলতেই
কেন এমন করে বসলে প্রিয় ?
এখন কি করে তোমার
এই পাগল করা প্রেমের
প্রতিদান দেবো আমি ?
তোমার জন্য , শুধু তোমার জন্যই
এবার তাই সিদ্ধান্ত নিয়েছি আমি ,
আমার লুকানো খঞ্জরটিই
আমূল বিধিয়ে দেব
আমার বুকের মধ্যখানে ।
ফিনকি দেয়া রক্তের প্লাবনে ,
তোমার হত্যাকারীরা তখন ভেসে যাবে।
ভেসে যাবে মানুষের রক্ত শোষণকারী
আপামর নরকের কীটেরাও।
তোলপাড় করা রক্তস্রোতে তখন
তারা খুজেই পাবেনা ঠাঁই ।
উত্তাল লহুসমুদ্রের বাতাসে মেশাবো
আমার ঘৃণা আর প্রতিশোধের বিষ ।
.
কেমন হোলো
এখন কেমন হোলো লালসার
জিহ্ব সর্বস্ব মনুষ্যরুপী ইতরপ্রাণীরা ?
আমার স্বত্ত্বার অধীকারী কোমল
মায়াবী হুসাইনকে নৃশংস হত্যার
প্রতিদান কেমন হোলো . . ! ?
_মোঃ ফয়েজ ইবনে জাফর