বিমূর্ত প্রেম প্রতিশোধ

874

আমি তোমাকে ভালোবাসি
কিন্তু আমি তোমার দায়িত্ব নেবোনা ,
আমি তোমাকে ভালোবাসি 
কিন্তু তোমায় উদ্ধার করতে বিপদ থেকে
আমি কোন চেষ্টা করবোনা ।

একে কি বলা যায় ভালবাসা . . . ? !
অথছ , হে হুসাইন . . . !
“তোমাদেরকে ভালবাসি”
এ কথাটি মুখ ফুটে না বলেও
আমাদের জন্য সর্বস্ব
বাজি ধরে বসলে ! ?

আমাদের অধিকার ফিরিয়ে আনতে
বিনিময়ে উজাড় করে দিলে
সব কিছু এমনকি নিজেকেও !
ভালোবাসার কথা না বলতেই
কেন এমন করে বসলে প্রিয় ?
এখন কি করে তোমার
এই পাগল করা প্রেমের
প্রতিদান দেবো আমি ?

তোমার জন্য , শুধু তোমার জন্যই
এবার তাই সিদ্ধান্ত নিয়েছি আমি ,
আমার লুকানো খঞ্জরটিই
আমূল বিধিয়ে দেব
আমার বুকের মধ্যখানে ।

ফিনকি দেয়া রক্তের প্লাবনে ,
তোমার হত্যাকারীরা তখন ভেসে যাবে।
ভেসে যাবে মানুষের রক্ত শোষণকারী
আপামর নরকের কীটেরাও।
তোলপাড় করা রক্তস্রোতে তখন
তারা খুজেই পাবেনা ঠাঁই ।
উত্তাল লহুসমুদ্রের বাতাসে মেশাবো
আমার ঘৃণা আর প্রতিশোধের বিষ ।
.
কেমন হোলো
এখন কেমন হোলো লালসার
জিহ্ব সর্বস্ব মনুষ্যরুপী ইতরপ্রাণীরা ?
আমার স্বত্ত্বার অধীকারী কোমল
মায়াবী হুসাইনকে নৃশংস হত্যার
প্রতিদান কেমন হোলো . . ! ?

_মোঃ ফয়েজ ইবনে জাফর

Related Post

শোকাবহ ৫ই মহররম

Posted by - সেপ্টেম্বর ৫, ২০১৯
হুসাইন(আ:) কে? (পর্ব-২) – নূরে আলম মুহাম্মাদী। ———– হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন নূর! হুসাইন আসমানসমুহ…

খোদার বন্ধু

Posted by - নভেম্বর ১৫, ২০১৯
সৈয়দে মক্কী মাদানী আমার নবী মোহাম্মদ। করুনাসিন্ধু খোদার বন্ধু নিখিল মানব প্রেমাস্পদ।। আদম নূহ ইবরাহীম দাউদ সলেমান মুসা আর ঈসা,…

হুসাইন (আঃ) কে? (পর্ব-৩)

Posted by - সেপ্টেম্বর ৬, ২০১৯
হুসাইন(আ:) কে? (পর্ব-৩) – নূরে আলম মুহাম্মাদী। হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইনের নাম খোদ আল্লাহ রেখেছেন,…

মন কাঁদে প্রাণ কাঁদে

Posted by - সেপ্টেম্বর ১, ২০১৯
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া আবা আবদুল্লাহ্ মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া সাইয়্যেদুশ্ শুহাদা মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া শুহাদায়ে…

কে এলো কে এলোরে

Posted by - সেপ্টেম্বর ১, ২০১৯
কে এলো কে এলোরে ছুটলো খুশির ফোয়ারা || আজ দুনিয়া হোলো যে রঙিন, আসমান মাতোয়ারা ||| বেহেশতের ই ফুল মা…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »