আসসালামু আলাইকুম।
আশেক্বানে ইমাম,
আপনারা এরই মধ্যে অবগত হয়েছেন যে, ইমামে যামানের মিশন বাস্তবায়ন এবং বাংলার যমিনে আহলে বাইতের প্রচার ও প্রসারে নানামুখী পদক্ষেপের পাশাপাশি ইমামিয়া পাক দরবার শরীফের ওয়েবসাইট পূনরায় চালু করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আপনাদের সকলের স্বতঃস্ফুর্ত সমর্থন ও নিয়মিতভাবে ওয়েবসাইট ভিজিট করার জন্যে আপনাদের সকলের কাছেও কৃতজ্ঞতা জানাই। এখন হতে ওয়েবসাইটি অব্যাহত ভাবে চালু রাখা ও নিয়মিত আপডেট- আপলোডসহ পর্যাপ্ত পরিচালন ব্যায় অপরিহার্য। তাই এ বিষয়ে সকল সামর্থ্যবানের কাছে সহযোগিতা প্রত্যাশা করছি।
সুতরাং ওয়েব সাইট পরিচালনার ব্যয় নির্বাহের লক্ষ্যে ওয়েব সাইটের মাধ্যমে স্বল্প খরচে আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদানে নীতিমালাসহ কয়েকটি বিজ্ঞাপন প্যাকেজ ঘোষণা করছি। বিজ্ঞাপন প্রদানে সর্বদাই দরবারের মুরিদানের জন্যে প্রতিটি প্যাকেজেই ২০% ডিসকাউন্ট প্রদান করা হবে।
★★★ প্রথম প্যাকেজঃছোট ব্যানার 730/90PX সাইজ (হোমপেইজ)
বিজ্ঞাপন খরচঃ
মাসিক – ২,০০০
ত্রৈমাসিক – ৫,০০০
৬ মাস – ৮,০০০
এক বৎসর – ১২,০০০
===========
★★★ দ্বিতীয় প্যাকেজঃ মাঝারি ব্যানার- 300/300PX সাইজ (হোমপেইজ সাইডবার)
বিজ্ঞাপন খরচঃ
মাসিক – ৩,০০০
ত্রৈমাসিক – ৮,০০০
৬ মাস – ১৪,০০০
এক বৎসর – ২৪,০০০
===========
★★★ তৃতীয় প্যাকেজঃ বড় ব্যানার -750/330PX সাইজ (হোমপেইজ)
বিজ্ঞাপন খরচঃ
মাসিক – ৪,০০০
ত্রৈমাসিক – ৯,০০০
৬ মাস – ১৮,০০০
এক বৎসর – ৩০,০০০
===========
★★★ চতুর্থ (ভিডিও বিজ্ঞাপন) প্যাকেজঃ
ভিডিও বিজ্ঞাপন সাইজ – ৯০ সেকেন্ড পর্যন্ত (মাসিক প্যাকেজ) – ৫,০০০
===========
★★★ পঞ্চম প্যাকেজঃ (যে কোনো সিঙ্গেল পেইজের ভিতরে বিজ্ঞাপন)
প্রতিটি প্যাকেজের ক্ষেত্রেই হোম পেইজের অর্ধেক মূল্য নির্ধারিত হবে।
===========
★★★ এক মাসের নিচে ১ দিনের জন্যেও এড দিতে চাইলেও সর্বনিম্ন প্রাইস ২০০০ টাকা।
===========
মূল্য পরিশোধ ও রিফান্ড নীতিমালাঃ
★ মাসিক প্যাকেজ ও ভিডিও প্যাকেজের ক্ষেত্রে ১০০% অগ্রীম পরিশোধ করতে হবে। এছাড়া অন্যান্য সকল প্যাকেজে ৫০% অগ্রিম পরিশোধ করতে হবে। বাকি মূল্য আলোচনা সাপেক্ষে ৩/৪ কিস্তিতে প্রতি ইংরেজি মাসের ৭ তারিখের মধ্যে প্রদান করতে হবে। ৭ দিনের মধ্যে বকেয়া পরিশোধ না হলে চুক্তি বাতিল বলে গন্য হবে এবং ঐ স্পেসটি অন্য জনের নামে বরাদ্দ হয়ে যাবে। এক্ষেত্রে কোনো আপত্তি গ্রহণীয় হবে না। তা না হলে দরবার আর্থিক ক্ষতির মধ্যে পড়ে যাবে।
★ অনাকাঙ্ক্ষিত কারণে ওয়েবসাইট বন্ধ থাকলে অগ্রীম মূল্য ব্যবহৃত হিসাবানুযায়ী ফেরত প্রদান করা হবে।
★ ভ্যাট বাধ্যতামূলক হলে গ্রাহককে পরিশোধ করতে হবে।
অন্যান্য নীতিমালাঃ
★ সার্ভার বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত, সরকারী, বিধিনিষেধের কারণে স্থায়ীভাবে বিজ্ঞাপন প্রচার করা না গেলে দরবার কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শুধু দরবার কর্তৃক ওয়েবসাইট বন্ধ হলে হিসাবানুযায়ী মূল্য ফেরত প্রদান করা হবে।
★ মাসাধিককাল সময় বিজ্ঞাপন চালালে নতুন ব্যানার পরিবর্তন করতে পারবেন। শর্ত হলো প্রতি মাসে একটা ডিজাইন দিতে পারবেন।
★ আগামী ৩১শে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত এ অফার বলবৎ থাকবে।
★★★ দরবার কর্তৃপক্ষ বৃহত্তর স্বার্থে যে কোন সময় যে কোন শর্ত সংযোজন, বিয়োজন ও বাতিল করার অধিকার রাখে।
যোগাযোগের জন্যে নিচের নম্বরটি ব্যবহার করুনঃ
+8801671115535
নিবেদনেঃ
নূরে আলম মুহাম্মাদী।
08/09/2019