ডাকিছে আমায়
করিতে বায়াত বসতি জন ঐ কুফায়,
বিশ্বাস নাহি লয় মনে জাগে কেবলই সংশয় শংকায়!
ইমামবিহীন নাহি জাগে প্রাণ সত্ত্বার সঞ্চালনে,
আশু আসুন বলে বার্তায় সেকথা জানি তা পঠনে ।
যাবে ভাই যাবে কি তুমি বার্তা লয়ে সহসা সেথায়,
প্রতিক্ষায় বসে প্রহর গুনিছে লোক দূরের ঐ কুফায় !
সদা প্রস্তুত মম অন্তর প্রভূ, দিব জান তব তরে
এখনি করিবো গমন সেথায় হুকুম শিরোধার্য করে।
কুফার মানুষের নাহি বিশ্বাস থাকিতে সিদ্ধান্তে অটল ,
কুটিলতায় বুদ্ধি আঁটা ঈমান বড়ই দূর্বল !
পরখে তাদের চিনে নিও ভাই জানিয়ে বার্তায় সেসব কথা,
সত্যের ঝান্ডায় দেখিলে তাদের করিবো সেপথে যাত্রা !
হায় ! আফসোস হায় !
কুফার বিশ্বাসঘাতকতায় বুঝি ভাই মোর প্রাণ যায় যায়,
মুনাফেকি সব করিলো সব ঈমানের রুপ বদলায় !
ইয়াযিদ ,ওমরসাদ ,ইবনে যিয়াদ ,শিমর চক্রের প্রধান
দৃষ্টতার আড়ালে বন্দি সব কুফার দোসর দাড়োয়ান।
হায় একি করলি তোরা ,ও যে ভাই আমার মুসলিম ,
কোনো দোষ তাহার ছিল না ওরে নয় সে মুজরিম।
রক্ত পিপাসু হায়েনা মুনাফিক ওহে ওবায়দুল্লাহ,
জারজ সন্তান তুই ,তোর কি নাই ডর ভয় আল্লাহ।
কত নির্মম অত্যাচার চালিয়েছিস তোরা ওহে মুনাফিক,
তবুও সত্যের ঝান্ডা ফেলে যায়নি তথায় হয়ে সে নির্ভীক!
কত উঁচু মিনার থেকে ফেলে করলি বধ কত সে যন্ত্রনার ,
শিকারি ভেবে করলি নাশ সবই তোদের প্রবন্চনার !
জানিস কি তোরা নহে সে অতি সাধারন তার মান,
পরকালে তাঁহার মান অতি উচ্চ উঁচু তাঁর সম্মান !
ভাই তুমি ঘুমাও চির শান্তির আবেশে,
দিয়েছো কাজ আন্জাম আমার জান বিলিয়ে অবশেষে!
হবে দেখা তোমাতে আমাতে হেথায় এই বার্তা তোমাতে পৌঁছায়,
নহর প্রবাহিত চির শান্তির ধারায় সেথায় কভূ নাহি
আর ফুরায় !!
__মাসুদ রানা তরুন।