✍ ফার্সি ভাষায় পীর শব্দের বাংলা অর্থ হচ্ছেঃ বৃদ্ধ, মুরুব্বী, অগ্রণী, নেতা, পথ প্রদর্শক প্রভৃতি।
পীর শব্দটি কোরআন পাকে নেই। পীর শব্দটি ফার্সি ভাষা হতে বাংলা ভাষায় প্রবেশ করেছে। নামাজ, রোজা, ফেরেস্তা ও খোদা ইত্যাদি শব্দগুলোও ফার্সি ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে।
♦ তবে এর প্রতিটি ফার্সি শব্দেরই আরাবী প্রতিশব্দ কোরআনুল কারিমে আছে। যেমনঃ নামাজ- সালাত, রোজা- সাওম, ফেরেস্তা-মালাক ইত্যাদি।
অনুরূপভাবে ফার্সি পীর শব্দের প্রতিশব্দ পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন স্থানে বিভিন্ন শব্দে প্রকাশিত হয়েছে। যেমন, “ওলি” বহুবচনে আউলিয়া, মুর্শিদ, ইমাম, বহুবচনে আইম্মা, হাদি ইত্যাদি।
স্মরণযোগ্য যে, আল্লাহ আমাদের মূল ওলী, অতঃপর রাসূল(সা.), অতঃপর তাঁর আহলে বাইতের মাসূম পুরুষ ব্যক্তিবর্গ।
আর এভাবে আমাদের মূল পীর ও মুর্শিদ, যামানার ইমাম, হযরত মাহদী আলাইহিস সালাম। আর তার অধিনে তার আম এজাযতপ্রাপ্ত নায়েব ব্যক্তিরাও আমাদের পীর ও মুর্শিদ হিসেবে বিবেচিত।
ওয়া মা আ’লাইনা ইল্লাল বালাগ্বুল মুবিন।
••●✦✨✦✨✦●••