আত্মত্যাগ ও আত্মবিসর্জনের ঈদ, সৃষ্টিকর্তার নির্দেশে অবনত মস্তিষ্কে আনুগত্যের ঈদ- ঈদুল আযহা, সকল মুসলমানদের জন্যে নিয়ে আসুক ভ্রাতৃত্ব, ভালবাসা, মমতা, আত্মত্যাগ ও নফস বিবর্জিত খোদায়ী আনুগত্য।
ঈদের আনন্দ সকল পশুত্বকে কুরবানী করার মাধ্যমে সার্থক হোক- এই কামনা করছি। ঈদ মুবারক।
নূরে আলম মুহাম্মাদী।
