নূরনবী মোস্তফা (সাঃ) পর্ব-চার

880

নূরনবী মোস্তফা (সা.):

    (৪র্থ পর্ব)

✅[সিরিয়ায় বাণিজ্যিক সফরের পর বেশ কয়েক বছর কেটে গেল। হযরত মুহাম্মাদ (সা.) এখন যুবক। এই সময়টায় চাচা আবু তালিবের জীবন বেশ কষ্টে কাটছিল। হযরত আবু তালিবের বয়স তখন পঞ্চাশের উপরে। পাঁচটি সন্তান ছিল তাঁর। সিরিয়ায় যে সফরকালে হযরত মুহাম্মাদও (সা.) সাথে গিয়েছিলেন, ঐ সফরের পর হযরত আবু তালিব আর বাণিজ্যিক সফরে সিরিয়া যেতে পারেননি। হযরত মুহাম্মাদ (সা.) সবসময়ই চেষ্টা করতেন, যে কোনো উপায়ে চাচাকে সঙ্গ দিতে ও সহায়তা করতে। তাই তিনি প্রায়ই চাচার দুম্বাগুলোকে মরুভূমিতে চড়াতে নিয়ে যেতেন। হযরত মুহাম্মাদ(সা.)-এর দয়া-দাক্ষিণ্যের কথা ছিল সবার মুখে মুখে। যতই দিন যাচ্ছিল, জনগণের মাঝে তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে লাগলো। তাঁর দৃষ্টি ছিল সদয়, সলজ্জ ও বিনয়ী। তাঁর কথাবার্তা ছিল বসন্তের বৃষ্টির মতো সতেজতাপূর্ণ এবং হৃদয়গ্রাহী। তাঁর কথাবার্তা অন্তরে যেন প্রাণের সঞ্চার করতো। তাঁর আচার-ব্যবহার ছিল তাঁরি নিষ্কলুষ মন ও মননের অকৃত্রিম দর্পন। অথচ এই আচার-ব্যবহার বা চারিত্র্যিক শিক্ষা তিনি তাঁর মুরুব্বিদের কাছ থেকে পাননি। তাঁর আচার-ব্যবহার, তাঁর স্বভাব-চরিত্রের সৌন্দর্য ছিল সহজেই দৃষ্টিগ্রাহ্য। পঁচিশ বছর বয়সেই তাঁর সততা ও সত্যবাদিতার কথা ছিল মক্কার জনগণের মুখে প্রবাদতুল্য। কুরাইশ গোত্রের ঘরে ঘরে তাঁর মতো সচ্চরিত্র ও সাহসী আর কোনো যুবক ছিল না। তাঁর আধ্যাত্মিকতা ও ব্যক্তিত্বের সুষমা সবাইকে তাঁর প্রতি আকৃষ্ট করতো। সত্য কথা বলা এবং সঠিক ও যথার্থ কাজটি করার ব্যাপারটি এমন পর্যায়ের ছিল যে, জনগণ তাঁকে “আল আমিন” অর্থাৎ “বিশ্বাসী” বা “আস্থাভাজন” উপাধিতে ভূষিত করে। তাঁর বিশ্বাস সম্পর্কে আবিল হামিসা চমৎকার একটি ঘটনা বলেছেন। ঘটনাটি তাঁর ভাষায় এ রকম: “আমি একদিন মুহাম্মাদের (সা.) কাছে একটি জিনিস বিক্রি করেছিলাম। জিনিসটার দাম সামান্য বাকি ছিল। কথা ছিল, বাকী দামটা পরের দিন মক্কার বাজারের পাশে তার কাছ থেকে নেবো। কিন্তু আমি যে তাকে কথা দিয়েছিলাম, তা বেমালুম ভুলে গেলাম। অন্য একটা কাজে আমি মক্কার বাইরে চলে গেলাম। সেখানে তিনদিন থাকতে হয়েছিল আমাকে। তৃতীয় দিনে অবশ্য মক্কায় প্রবেশ করলাম এবং যে স্থানটায় থাকবো বলে মুহাম্মাদকে কথা দিয়েছিলাম, ঐ স্থানে গিয়ে পৌঁছুলাম। দেখলাম মুহাম্মাদ (সা.) উঁচু একটা জায়গায় বসে রাস্তার দিকে তাকিয়ে আছে। তাঁকে দেখেই আমার মনে পড়ে গেল তাকে কথা দেওয়ার ব্যাপারটি। তার দিকে এগিয়ে গেলাম। কথা বলে বুঝলাম, সততা এবং পবিত্রতার পরাকাষ্ঠা এই যুবক তিনদিন হলো নির্ধারিত সময়টাতে এখানে এসে আমাকে আমার দেনা পরিশোধ করবার জন্যে অপেক্ষা করেছে। তার বিশ্বস্ততায় আমি বিস্মিত হলাম আর আপন ভুলের জন্যে অর্থাৎ কথা দিয়ে কথা রাখতে না পারার কারণে লজ্জিত হলাম। সেই থেকে বুঝলাম, জনগণ কেন তাঁকে বিশ্বস্ত উপাধি দিয়েছে এবং এই বয়সে তাঁকে কেন মানুষ এত বেশী শ্রদ্ধা-সম্মান করে।”

মরু প্রান্তরের প্রতি হযরত মুহাম্মাদ(সা.)-এর ছিল অন্যরকম আকর্ষণ। বিশেষ করে রাতের বেলা তারাভরা মরুর আকাশ তাঁকে ভীষণভাবে টানতো। তিনি রাতের আকাশকেই বেশি পছন্দ করতেন। রাতের আকাশের দিকে তাকিয়ে তিনি চিন্তার সাগরে ডুবে যেতেন। ভাবতেন, আকাশ এবং তার অগণিত তারা কতো সুন্দর এবং উজ্জ্বল। নিশ্চয়ই এগুলোকে নির্দিষ্ট কোনো উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছে। সত্যিই, কেবল অনন্য ক্ষমতার অধিকারী মহান আল্লাহই পারেন বিস্ময়কর সুন্দর এই বিশাল পৃথিবী সৃষ্টি করতে। চাঁদ-সূর্য, পাহাড়-পর্বত, মরু-প্রান্তর, মানুষ, সকল চতুষ্পদী এবং বিবেক-বুদ্ধি সম্পন্ন প্রাণীসহ সমগ্র সৃষ্টিকুল একমাত্র আল্লাহই সৃষ্টি করার মত ক্ষমতা রাখেন। এই ধরনের চিন্তা হযরত মুহাম্মাদ(সা.)-এর অন্তরাত্মাকে অন্তর্মুখী বা ধ্যানী করে তুলতো।

এই অন্তর্মুখী চিন্তাই তাঁকে নূর পাহাড়ের অপার রহস্যময় নীরব-নিঃসঙ্গ স্থানে নিয়ে যেত, যাতে শহুরে শোরগোলের বাইরে গিয়ে প্রয়োজনীয় গোপন ইবাদতে মশগুল হওয়া যায়। নূর পাহাড়ের দক্ষিণ উপত্যকার “হেরা গুহা” ছিল তাঁর এই নিঃসঙ্গ ও গোপন ইবাদাতের জন্যে সবচেয়ে প্রিয় স্থান। হেরা গুহায় যাবার পার্বত্য পথটি ছিল দুর্গম-বন্ধুর ও কঙ্করময়। কিন্তু বারবার যাওয়া-আসা করতে করতে দুর্গম ঐ পথ অতিক্রম করা তাঁর জন্যে আর কষ্টকর ছিল না। নূর পাহাড়ের দক্ষিণ পাদদেশে গর্তের মতো দেখতে এই গুহাটিকে দেখলে মনে হয় যেন কতগুলো পাথর একটার পর একটা স্থাপন করা। এগুলোর নীচেই গুহার মতো জায়টাটি রয়েছে। এই জায়গাটির প্রতিই ছিল হযরত মুহাম্মাদ(সা.)-এর অন্তরের গভীর টান। হেরা গুহার অবস্থানটা ছিল এমন যে, হযরত মুহাম্মাদ (সা.) যদি দাঁড়াতেন কিংবা বসতেন, তাহলে তাঁর প্রিয় কাবা শরীফকে দেখতে পেতেন। তিঁনি ঘণ্টার পর ঘণ্টা মক্কামুখি হয়ে বসে গুহার ছিদ্রপথে মক্কা শহরটাকে ভালো করে দেখতেন। এই শহরটাকে তিঁনি ভীষণ ভালবাসতেন। কিন্তু এই শহরে প্রচলিত জাহেলি কর্মকান্ড আর অপসংস্কৃতির কারণে তিঁনি ভীষণ মর্মাহত ছিলেন। গোত্রে গোত্রে দাঙ্গা-হাঙ্গামা, মূর্তি পূজা, কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া, নিরীহ মানুষকে বিপদে ফেলে স্বার্থ উদ্ধার করা ইত্যাদি অমানবিক কর্মকান্ডে তিঁনি খুব-ই দুঃখ পেতেন। তিঁনি সবসময় কামনা করতেন, যে পরিস্থিতিতে মানুষের জীবন প্রবাহ নোংরামি আর কষ্টের দিকে ঠেলে দেয়, সেরকম পরিস্থিতি যদি আর না থাকতো! নিরীহ ও অত্যাচারীতদের সাহায্যার্থে তাঁর অন্তরাত্মা অস্থির হয়ে পড়তো। তিনি একটা তরুণ সঙ্ঘে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে এই সংগঠনটি বিখ্যাত হয়ে পড়ে। বিখ্যাত হবার কারণ প্রসঙ্গে একটা ঘটনার অবতারণা করা যেতে পারে। একদিন মধ্যবয়সী, চিকনদেহী এক লোক কাবার পাশের একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে চীৎকার করে বললো: “হে কুরাইশবাসী! একজন নিরীহ লোক মক্কার মত শহরে তার মাল-সামানা সব হারিয়েছে। ঐ ব্যক্তি বনী যুবাইদ গোত্রের বাসিন্দা। সে মক্কায় এসেছে তার মালামাল বিক্রি করতে। কিন্তু “আস ইবনে ওয়ায়েল” তার কাছ থেকে মালামাল কিনে মূল্য পরিশোধ করেনি।” হযরত মুহাম্মাদ (সা.) এই কথা শুনে ভীষণ কষ্ট পেলেন এবং সিদ্ধান্ত নিলেন অত্যাচারীত এই নিরীহ লোকটির অধিকার যে কোনো উপায়েই হোক, আদায় করিয়ে দেবেন। অনেক চিন্তা-ভাবনা করে শেষ পর্যন্ত জনাব যুবাইর-এর কাছে ব্যাপারটা খুলে বলাকেই তিনি শ্রেয় মনে করলেন। যুবাইর এই ঘটনা শুনে শহরের কয়েকজন যুবককে একত্রিত করলেন, এমন একটা উপায় খুঁজে বের করবার জন্যে যাতে এ ধরনের ন্যাক্কারজনক কোন ঘটনা আর না ঘটে। তাঁরা শেষ পর্যন্ত নিরীহ-অসহায় ও অত্যাচারীতদের সহযোগিতা এবং তাদের সমস্যা সমাধানকল্পে একটা সংগঠন দাঁড় করালেন। এই সংগঠনে হযরত মুহাম্মাদ (সা.) নিজেও যোগ দিলেন। এই তরুণ সঙ্ঘের খবর মক্কার সর্বত্র ছড়িয়ে পড়লো। মক্কার জনগণ যুবকদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানায়। পরদিন এই সঙ্ঘের পক্ষ থেকে আস ইবনে ওয়ায়েলকে একটি বার্তা পাঠালেন, যেন আগন্তুক ব্যক্তিকে তার মালামালের দাম বুঝিয়ে দেওয়া হয়। আস এই বার্তা পেয়ে সাংঘাতিক ভয় পেয়ে যায় এবং ঐ ব্যক্তিকে তার প্রাপ্য টাকা বুঝিয়ে দেয়। এই তরুণ সঙ্ঘটিই প্রথম কোন সংগঠন যার সাথে হযরত মুহাম্মাদ (সা.) যোগ দিয়েছিলেন। অত্যাচারীতদের অধিকার রক্ষার বিষয়টি তিঁনি কখনো ভুলেননি। এ ধরনের মহতী কাজে তিঁনি এত বেশী খুশি হতেন যে, নিজেই বলতেন: “এই প্রত্যয়ী ও মহতী কাজে আমি এত বেশী খুশী যে, এর পরিবর্তে আমাকে যদি কেউ লাল পশমি উটও দান করতো তাহলেও আমি ততটা খুশি হতাম না।” হযরত মুহাম্মাদ (সা.) প্রতিদিন হযরত আবু তালিবের মেষগুলোকে মরুভূমিতে চড়াতে নিয়ে যেতেন। চাচার খেদমত ও সহযোগিতা করার কথা তিনি মুহূর্তের জন্যেও ভুলতেন না। একদিন হযরত মুহাম্মাদ (সা.) মরুভূমিতে যাবার জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হযরত আবু তালিব তাঁকে ডেকে বললেন: “বাবা! তোমার জন্যে একটা খবর আছে।” হযরত মুহাম্মাদ (সা.) অত্যন্ত বিনয়ের সাথে চাচার পাশে বসলেন এবং আদ্যোপান্ত মনোযোগের সাথে চাচার কথাগুলো শুনলেন। চাচা বলছিলেন: “খোয়াইলিদের কন্যা খাদিজা তোমার জন্যে একটা প্রস্তাব পাঠিয়েছে। তুমি জান কিনা জানি না! কিছুদিন আগে তাঁর স্বামী মারা গেছে। স্বামী তাঁর জন্যে প্রচুর ধন-সম্পদ রেখে গেছে। খাদিজা এগুলো দিয়ে ব্যবসা-বাণিজ্য করেন। প্রতিবছর মালামাল নিয়ে সিরিয়া এবং ইয়েমেনে যান। তোমাকে তিনি ভীষণ বিশ্বস্ত ও সচেতন ব্যক্তি বলে মনে করেন। তাই চাচ্ছেন, তোমাকে নিয়ে বাণিজ্যে যেতে।”

হযরত মুহাম্মাদ (সা.) খাদিজা সম্পর্কে অনেক কিছুই শুনেছেন। শুনেছেন যে, খাদিজা একজন সম্পদশালী ও সম্ভ্রান্ত নারী। মক্কায় তাঁর অনেক সুখ্যাতি আছে। এমনকি মদিনা এবং সিরিয়ার ব্যবসায়ীরা পর্যন্ত তাঁকে চিনে। খাদিজা সে সময়কার অত্যন্ত পূত-পবিত্র ও মহিয়সী এক নারী ছিলেন। যে সময় সুদ-ঘুষের প্রচলন ছিল অহরহ, সে সময় তিনি অভাবী লোকজনদেরকে টাকা পয়সা ধার দিতেন। ফেরত দেওয়ার সময় কোন রকম সুদ বা অতিরিক্ত পয়সা নিতেন না। গরীব-দঃখী আর অসহায়দের সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে তাঁর খ্যাতি ছিল প্রবাদতুল্য। হযরত আবু তালিব তাঁর ভাতিজাকে আরো বললেন: “মুহাম্মাদ! তুমি এখন যথেষ্ট জ্ঞান-বুদ্ধি সম্পন্ন এক সচেতন যুবক। যদিও আমি তোমার উষ্ণ সাহচর্য থেকে বঞ্চিত হতে চাই না, তবু বাস্তবতা হলো, তোমার এখন নিজের জীবনকে সাজাবার সময় এসে গেছে। আমি ভীষণ লজ্জিত যে, তোমার জন্যে কোনো সম্পদ  রেখে যেতে পারছি না। তবে আমি আশাবাদী যে, যদি তুমি খাদিজার প্রস্তাব গ্রহণ করে এই বাণিজ্যিক সফরে যাও, তাহলে এই সফরের আয়ের টাকা দিয়ে নিজের একটা পুঁজি গড়ে তুলতে পারবে।”

হযরত মুহাম্মাদ (সা.) এতক্ষণ মাথা নীচু করে চাচার কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। চাচার কথা শেষ হবার পর এবার মাথা তুলে চাচার দিকে স্বচ্ছ, পবিত্র ও সততার ঢেউ বহমান সদয় চোখে তাকালেন। হযরত আবু তালিব ভাতিজার ঐ দৃষ্টিতে স্বাভাবিক দৃঢ়তাসম্পন্ন আত্মসম্মান প্রদর্শনের চিত্র দেখতে পেলেন। হযরত মুহাম্মাদ (সা.) সশ্রদ্ধ বিনয়ের সাথে বললেন: “চাচাজান! আমাকে একটু সময় দিন ! বিষয়টা আমি একটু ভালো করে ভেবে দেখি।” হযরত আবু তালিব বললেন: “ঠিক আছে, তুমি যা চাও, তা-ই হবে।”]📚

Related Post

নূরনবী হযরত মোস্তফা (সা.) পর্ব-৬

Posted by - নভেম্বর ৪, ২০২০
নূরনবী হযরত মোস্তফা (সা.) (৬ষ্ঠ পর্ব) [হযরত খাদীজা ভোরে আশ্চর্য এক স্বপ্ন দেখেন। তিনি স্বপ্নরাজ্যে দেখলেন যে, অন্ধকারাচ্ছন্ন শহরে আকাশের…

নূরনবী মোস্তফা (সাঃ) পর্ব-পাঁচ

Posted by - নভেম্বর ৩, ২০২০
নূরনবী মোস্তফা (সাঃ) (৫ম পর্ব) 🌷🌹[চাচা আবু তালেব, হযরত মুহাম্মাদ  (সা.)-কে হযরত খাদীজার ব্যবসায়িক সফরে যাবার প্রস্তাব দিয়েছিলেন। হযরত মুহাম্মাদ…

নূরনবী হযরত মোস্তফা (সা.) পর্ব-বার

Posted by - নভেম্বর ১৬, ২০২০
নূরনবী মোস্তফা (সা.) ✍[রাসূল (সা.) একদিন মসজিদে গিয়ে আধ্যাত্মিকতাপূর্ণ একটা পরিবেশ অনুভব করলেন ৷ তাঁর অনুসন্ধানী দৃষ্টি মসজিদের প্রতি নিবদ্ধ…

নূরনবী হযরত মোস্তফা (সা.) পর্ব-দশ

Posted by - নভেম্বর ৭, ২০২০
নূর নবী মুহাম্মাদ মোস্তফা (সা.) (১০ম পর্ব) 🌻👉[নবী-রাসূলগণ হলেন বিশ্ব মানবতার জন্যে সর্বোত্তম ঐশী উপহার, তাঁদের নূরের আলোয় মানুষ জীবনের…

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম বিশ্বের ধর্মীয় ও সংস্কৃতিক ঐতিহ্য

Posted by - অক্টোবর ৩, ২০২২
মাহে রবিউল আওয়াল প্রত্যেক মুমিনের কাছে অত্যন্ত প্রিয় একটি মাস। কারণ, এ মাসে ধরাধামে আগমন করেছেন আমাদের প্রাণের চেয়ে প্রিয়…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »