☆ফরজ, হারাম ও মাকরুহ রোযা ব্যতীত বছরের সব দিনে রোযা রাখা মুস্তাহাব ও নফল।
☆তবে কিছু কিছু বিশেষ দিনের জন্য রোযা রাখার তাগিদ দেয়া হয়েছে, যার মধ্যে রয়েছে:
১- চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার এবং শেষ বৃহস্পতিবার এবং মাসের দশম দিনের পর প্রথম বুধবার।
২- চন্দ্র মাসের তের, চৌদ্দ ও পনের তারিখ।
৩- পুরো রজব ও শা’বান মাস অথবা এই দুই মাসের কিছু দিন। আর যদি সম্ভব না হয় একদিন হলেও রোযা রাখা মুস্তাহাব।
৪- যিলক্বাদ মাসের পঁচিশতম এবং ঊনবিংশতম দিন, যিলহজ্জ মাসের প্রথম দিন থেকে নবম দিন (আরাফার দিন) পর্যন্ত , ঈদুল গ্বাদির (১৮ যুল হিজ্জা)-এর দিন, মহররমের প্রথম ও তৃতীয় দিন, হুজুরে পাক (সা.)-এর জন্মদিন (১৭ রবিউল আউয়াল)। রাসূলে আকরাম (সা.)-এর রিসালতের দায়িত্বপ্রপ্তির দিন (২৭ রজব)।
