দয়াল ইমামের আত্মপ্রকাশের জন্যে আর্তনাদ

683
🗓 আবারো ঘুরে এলো, আরেকটি শুক্রবার। দয়াল ইমামের আত্মপ্রকাশের পবিত্র দিন।
 
🗣 ইমামের ভক্তদের বেদনাবিধুর মনের অভিব্যক্তি ব্যক্ত করার দিন।👇
 
🖤 একদিকে মজলুম ইমাম হুসাইনের করুন শাহাদাতের কষ্টের কথা মনে পড়ে বাঁধ ভাঙ্গা বুকের জ্বালা বেড়ে যায়, অন্যদিকে……
হে ইমাম! তোমার কথা, তোমার সাথে প্রেমময় বাক্যালাপের অভাব আমার অস্তিত্বকে ধুকে ধুকে খায়। কি করে এই বেদনা দূর হবে?!!
 
⌛️হে ইমাম! পর্দার অন্তরালে তোমার অবস্থান ১১৭৮ চন্দ্র বর্ষ অতিক্রান্ত হয়েছে…
 
😔চাঁদের ন্যায় তোমার পবিত্র মুখটি না দেখেই আরেকটি সপ্তাহ অতিক্রান্ত হলো…
😔 তোমার দিদার ছাড়াই আরো একটি সপ্তাহ পার হয়ে গেলো…
 
🖤হে আমার প্রিয় নেতা!…
▪️তোমাকে ছাড়া…
চাঁদের যে আলো নেই…
▪️কবিতার যে ছন্দ নেই…
▪️পথহারা অলিগলির যে নাম নিশানা নেই…
 
🖤হে আমার প্রিয় নেতা…
🗣হে ঈমানের মূল!
😍হে মানবতার বসন্তকাল! ফিরে এসো…
 
😭তোমাকে ছাড়া…
🙃এই একাকিত্ব ও অসহায়ত্বের জ্বালা যে আর সইতে পারছি না!!!
😍আমার অবশিষ্ট জীবন আয়ু তোমাকে দিলাম……
😔😔😔
↯↻↯↻↯
⛅️ ⛅️ ⛅️ ⛅️ ⛅️

🌹আসুন! প্রভাতের শুরুতে…🌞

🌹কিছুক্ষণের জন্যে মন ও চিন্তাকে ইমাম ছাড়া সকল কিছু ও সকল ব্যক্তির কাছ থেকে শুণ্য করে ফেলি।
ক্বেবলামূখী হয়ে দাড়াই, আদবের সাথে বুকে হাত রাখি আর
🌹যামানার ওলী ❤️ দয়াল ইমামের❤️ প্রতি ভক্তি ও আনুগত্যের সাথে সালাম পেশ করি 👇👇👇
🔰اَلسَّلامُ عَلَیکَ یا مَولانا یا صاحِبَ الزَّمان🔰
🔰আসসালামু আলাইকা ইয়া মাওলানা ইয়া স-হিবায্ যামান🔰
🔰اَلسَّلامُ عَلَیکَ یا خَلیفَةَ الرَّحمن🔰
🔰আসসালামু আলাইকা ইয়া খালিফাতার রহ্মাَন🔰
🔰اَلسَّلامُ عَلَیکَ یا شَریکَ القُرانِ🔰
🔰আসসালামু আলাইকা ইয়া শারিকাল ক্বুরআন🔰
💠عَجَّلَ اللهُ تَعالی فَرَجَك ‌‎
💠আজ্জালাল্ল-হু তাআ’লা ফারাজাক💠
💠وَ سَهَّلَ اللهُ تعالی مَخرَجَكُ و ظهورك‎
💠ওয়া সাহ্হা লাল্ল-হু তাআ’লা মাখ্রা্জাক ওয়া যুহুরাক💠
🔰وَ رَحمَةُ اللهِ وَ بَرَکاتُه‎
🔰ওয়া রহ্মাُতুল্ল-হি ওয়া বারাকাতুহু্🔰
অর্থঃ
🌺“তোমার উপর সালাম, হে আমাদের নেতা ও অভিভাবক, হে আমাদের যামানার সর্দার!
তোমার উপর সালাম, হে আল্লাহ রাহমানুর রাহিমের খলিফা ও প্রতিনিধি!
তোমার উপর সালাম, হে কোরআনের শরীক!
আল্লাহ তোমার আগমন তরান্বিত করুক এবং তোমার আগমন ও তোমার আবির্ভাবের পথকে সুগম করে দিক। আল্লাহর রহমত ও বরকত তোমার ‎উপর বর্ষিত হোক।”
⛅️হে ভোরের হাওয়া!
❤️আমার হৃদয় নিংড়ানো সালাম আমার দয়াল ইমামের কাছে পৌছিয়ে দাও।
‎↯↻↯↻↯‎

🔶 হে আল্লাহ!…

🔶হে আমার পালনকর্তা!…
🔷আমি জানি, আমার উপর আরোপিত মানুষের অমঙ্গলকে তুমি এ জন্যে ছেড়ে দিয়েছো যে, যখন আমার মন বিষন্নতায় ভরে যায় তখন যেনো আমি ‎তোমার বান্দাদের কাছ থেকে মুখ ফিরিয়ে শুধু তোমার দিকেই তাকাই…
🔶আর কোন সময় যেনো ভুলে না যাই যে, যখন কেউ আমার পাশে নেই, এর অর্থ এটা নয় যে, আমি একা…
🔷আমি জানি, এর অর্থ হচ্ছে, তুমি সবাইকে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছো, যেনো আমি শুধু তোমার সাথেই থাকি এবং তোমার-ই হয়ে যাই…
🔶হে আল্লাহ! আমি বিশ্বাস করি, তোমার সাথে থাকলে একাকিত্বের কোন অর্থ হয় না!
🔷হে আল্লাহ! আমি এটা বুঝেছি যে, যদি আমি তোমাকে সাথে ও পাশে না পেতাম তাহলে আমি যে ধ্বংস হয়ে যেতাম…
🔶হে আল্লাহ! তুমি আমাকে তোমার আরো কাছে টেনে নাও।
↯↻↯↻↯

❥◆✧ আপেক্ষাকারীদের কর্তব্য ✧◆❥

••●❥🍃🌸🌸🍃❥●••

✎ সত্যিকার ও মন থেকে তাওবা

🔰 ইমামুয যামানের প্রতি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে তাওবা করা। আর তা যেন হয় সত্যিকার তাওবা…
👈🏼যেমনি করে যতক্ষণ পর্যন্ত (হযরত) ইউসুফের ভাইয়েরা তাওবা করে নাই ততক্ষণ পর্যন্ত তাদের বিচ্ছেদের অবসান হয় নাই
🔸হযরত ইমামুয যামান ইমাম মাহদী আলাইহিস সালাম হযরত শেইখ সাদুক আলাইহির রাহমাহ-এর কাছে এক চিঠিতে তাঁর আত্মগোপনীয়তা ও লোক চক্ষুর অন্তরালে থাকার কারণ হিসেবে আমাদের গুনাহের কথা উল্লেখ করেছেন। তিঁনি বলেছেনঃ
〖““একমাত্র যার কারণে”” আমাকে জনগণের কাছ থেকে আড়াল করে রাখা হয়েছে তা হলো তাদের মন্দ আমল, যা আমার কাছে পৌছে, কিন্তু আমি তা পছন্দ করি না।আমি তাদের কাছ থেকে এ ধরনের কাজ আশা করি না।〗
📚 মিকইয়ালুল মাকারিম, খণ্ড ২, অধ্যায় ৮।
 
••●❥🍃🌸🌸🍃❥●••

Related Post

হাদীস শরীফে বার ইমাম

Posted by - এপ্রিল ৫, ২০২০
ইতিপূর্বে উল্লেখিত হয়েছে যে, আল-কোরআনে আল্লাহ বলেন, ‘ক্বিয়ামতের ময়দানে প্রত্যেককে তার ইমামের সাথে পুনরুত্থিত করা হবে ।’ আর এটা নিঃসন্দেহে…

ইমাম হুসাইন (আঃ) হতে বর্ণিত-

Posted by - সেপ্টেম্বর ৭, ২০১৯
✅ইমাম হুসাইন(আ.): “জান্নাত ব্যতীত অন্য কিছুতে তোমাদের কোন মূল্য হয় না। সুতরাং জান্নাত ছাড়া অন্য কিছুর মোকাবিলায় নিজেকে বিক্রি করে…

ইমাম রেজা (আঃ)

Posted by - আগস্ট ১৭, ২০১৯
🔊এক নজরে হযরত ইমাম রেজা সালামুল্লাহি আলাইহিঃ📣 👇👇👇👇👇 🌹 নামঃ হযরত ইমাম রেজা (আ.) 🌹 ডাক নামঃ 🌹 উপাধিঃ 🌹…

আলীর (আঃ)-এর জীবনের ঘটনাপঞ্জি

Posted by - এপ্রিল ২২, ২০২২
৫৯৯ সালের ১৭ই মার্চ, হিজরীর ২৪ পূর্বাব্দের ১৩ই রজব মক্কা নগরীর পবিত্র কাবা ঘরে হযরত আলী (আঃ) জন্মগ্রহণ করেন। ৬১৩…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »