দুরুদ-এ-ফাতিমা (সাঃ আঃ)

1096

বিসমিল্লাহির রহমানির রাহীম

আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

খোদার ঘরে খুশির জোয়ার
আসলো নতুন জাগরন (২)
ভোরের সূর্য উদয় হলো
মা ফাতিমা (সা)’র আগমন…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

খোদার কাওসার ধরায় এলেন
মা খাদিজার আঁচলে (২)
নবীর বংশ যাত্রা করলো
প্রশান্তিরও নহরে….
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

মা ফাতিমার নূরের মায়া
নবীর অন্তর জুড়িয়া, (২)
রিসালাতের পুরো ঘরে
জমলো নূরেরই মেলা…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

অত্যচার আর নির্যাতনে
নবি যখন জারে জার, (২)
উম্মে আবিহার সোহাগে
সকল কষ্ট হইতো পার…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

দুঃখ কষ্টের দেহ নিয়ে
নবি যখন ঘরে যান (২)
মা ফাতিমার চাহনিতেই
সকল কষ্ট ভুলে যান…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

শেব এ আবু তালিবেতে
নিঃস্ব নবির পরিবার (২)
মা ফাতিমা সেই সময়েও
সকল কষ্টে একাকার…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

মা খাদিজার শাহাদাতে
অসহায় মা ফাতিমা, (২)
মায়ের আ’বা বুকে ধরে
কাঁদেন নবির কলিজায়…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

বিদায় কালে মা খাদিজার
কাফন দেয়ার কাপড় নাই (২)
বাবার চাদর মায়ের দেহে
জড়িয়ে দেন শেষ বিদায়…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

হিজরতের কঠিন রাতে
নবি চললেন মদিনায় (২)
বাবার পথের পানে চেয়ে
মা ফাতিমা কেঁদে যায়…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

মক্কা থেকে মদিনাতে
চলছে মায়ের কাফেলা (২)
আগে থাকলেন শেরে খোদা
হয়ে কাফেলার ছায়া…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

মদিনারই ঘরে ঘরে
দ্বীনের আলো জ্বালালেন,(২)
মা ফাতিমা জ্ঞানের আলোয়
নারি সমাজ গড়িলেন….
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

বদর ওহুদ খন্দক জুড়ে
মা ফাতিমার অবদান (২)
আহত সব সৈনিক এসে
সুস্থ হয়ে ফিরে যান…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

খোদার সিংহ মওলা আলী
রিসালাতের জানাশিন (২)
মা ফাতিমা নবির অংশ
ইমামতের হইলো মিল…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

মওলা আলী মা ফাতিমা
প্রেমের নতুন শিরোনাম (২)
দুনিয়াতে তাদের সংসার
জান্নাতেরই অপর নাম…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

হাসান হুসাইন মা যয়নাবই
আলো ছিলেন এ ঘরে (২)
জগত আলো করে তাঁরা
এলেন মায়ের কোল জুড়ে…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

নবির চাদর ঘিরে ধরল
আহলে বাইতের সীমানা, (২)
আয়াতে তাতহির তার সাক্ষী
আল কোরআনের নজরানা…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

নাজরানেরই খৃষ্টান পাদ্রী
দেখল মায়ের প্রকৃতি, (২)
মুবাহেলার সেই ঘটনা
পাঞ্জাতনের স্বীকৃতি…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

মা ফাতিমার সন্মান দেখে
সাহাবিরা অবাক হয় (২)
দূর হতে জাহরাকে দেখলে
নবিজি দাঁড়িয়ে রয়….
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

গায়ের চাদর বিছিয়ে দেন
মা ফাতিমা বসিতে, (২)
যোগ্য সন্মান রাসূল দিলেন
দুনিয়াতে থাকিতে….
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

মা ফাতিমার ঘর দেখিয়ে
সাহাবিদের নবী কয় (২)
ওহী নাযিলের ঘর এটা
সবার যেন মনে রয়….
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

বিদায় হজ্বের শেষ ভাষনে
মওলা আলীর বেলায়াত (২)
মা ফাতিমার স্বপ্ন পূরণ
রিসালাতের হুকুমত…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

শেষ বিদায়ে নবী বলেন
ওগো আলী ফাতিমা (২)
আমার পরে কঠিন বিপদ
একটুও ঘাবড়াবে না…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

নবীর দেহে আছড়ে পড়েন
ফাতিমা হাসান হুসেন (২)
আলী জায়নাব কেঁদে কেঁদে
সুর দিয়ে বিলাপ করেন…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

বাবার শোকে কেঁদে পাগল
অসহায় মা ফাতিমা, (২)
বিলালেরই আজান শুনে
ক্ষনে ক্ষনে মূর্ছা যান….
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

ওহী নাযিলেরই ঘরে
আসলো এ কোন দূর্দশা, (২)
ক্ষমতার লোভীদের আগুন
লাগলো জাহরার দরজায়…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

মৃত্যুকালে মওলাকে এই
বলে যান মা ফাতেমা (২)
আমার দাফন রাতেই করবে
কেউ যেন জানে না…
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

নির্যাতিতা মা ফাতিমা
করলেন এমন ওসিয়ত (২)
কপাল ঠুকো মুমিনেরা
জুটলো না তাঁর জিয়ারত….
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

পাক পান্জাতন খোদার দয়া
সকল মাখলুকের তরে, (২)
খোদার এ ঋন সামলে রাখো
সকল মুমিন দিল ভরে….
আল্লাহুম্মা সাল্লে আলা
সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা
মাওলানা মুহাম্মাদ।

Related Post

ইমামিয়া তরিকার মিলাদ শরীফ

Posted by - জানুয়ারি ১০, ২০২০
🔻বিসমিল্লাহির রাহমানির রাহীম।🔻 https://ipdsbd.net/wp-content/uploads/2019/08/মিলাদ-online-audio-converter.com_.mp3 ✔️“লাক্বাদ জা-আকুম রাসুলুম মিন আনফুসিকুম আ’যীযুন আ’লাইহি মা আ’নিত্তুম হারিসুন আ’লাইকুম বিল মু’মিনীনা রউফুর রহীম।” (সূরা…

তিনটি মর্যাদাসম্পন্ন দরুদ

Posted by - সেপ্টেম্বর ২৫, ২০১৯
➊সকল গুনাহ থেকে পবিত্র হওয়ার দরুদঃ ❥✦হযরত ইমাম জাফার আস সাদিক্ব (আঃ):“আল্লাহ কসম! (নিচের) এই দরুদের মাধ্যমে একজন মানুষ সদ্য…

দরুদ পাঠ সম্পর্কে চারটি সুন্দর হাদিস

Posted by - সেপ্টেম্বর ২৩, ২০১৯
দরুদ পাঠ সম্পর্কে চারটি সুন্দর হাদিসঃ ❶”উচ্চ আওয়াজে দরুদ পাঠ একজন মানুষের মধ্যে বিদ্যমান নিফাক্ব দূর করে দেয়।”সাওয়াবুল আ’মাল, পৃঃ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »