দু’টি ভারবাহী মূল্যবান সম্পদ

1861 0

💢  হযরতরাসূল (সা.):

انی تارک فیکم الثقلین کتاب الله وعترتی اهل بیتی. ما ان تمسکتم بهما لن تضلوا ابدا و لن یفترقا حتی یردا علی الحوض وانظروا کیف تخلفونی فیهما

✍“আমি তোমাদের মাঝে দুটি ভারবাহী মূল্যবান সম্পদ রেখে গেলাম। একটি আল্লাহর কিতাব আরেকটি আমার পবিত্র আহলে বাইত। যারা এ দুটিকে শক্ত করে আকড়ে ধরবে (অর্থাৎ কোরআন ও আহলে বাইতকে জোরালোভাবে অনুসরণ করবে), তারা কখনো পথভ্রষ্ট হবে না। আর এ ‍দুটি কখনো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না, হাউযে কাওসারে মিলিত না হওয়া পর্যন্ত।”

🔸যে সকল সুন্নী হাদিসের কিতাবগুলোতে উক্ত সাক্বালাইনের হাদিসটি বর্ণিত আছে তা নিচে উল্লেখ করা হলো:

✔১। সহি মুসলিম, লেখক: মুসলিম বিন হাজ্জাজ নিশাবুরী (মৃত্যু: ২৬১হি.), খন্ড ৪, পৃ: নং ১৮৭৩, প্রকাশনা: দারু ইহইয়াইত তুরাসিল আরারী, বৈরুত।

✔২। মুসনাদুল ইমাম আহমাদ বিন হাম্বাল, লেখক: আহমাদ বিন মুহাম্মাদ বিন হাম্বাল আশ শাইবানী (মৃত্যু: ২৪১হি.), খন্ড ১৭, পৃ: নং ১৭০, ২১১, ৩০৯, খন্ড ১৮, পৃ: নং ১১৪, খন্ড ২৩, পৃ: নং ১০ ও ১১, প্রকাশক: মুয়াসসিসাতুর রিসালা, প্রথম প্রকাশ: ২০০১ইং।

✔৩। সুনানুত তিরমিযি, লেখক: মুহাম্মাদ ইবনে ইসা আত্ তিরমিযি (মৃত্যু: ২৭৯হি.), খন্ড ৫, পৃ: নং ৬৬৩, প্রকাশক: শিরকাতু মাকতাবাতি ওয়া মাত্ববায়াতি মুসত্বাফা আল বাবি আল হালাবি, মিশর, দ্বিতীয় প্রকাশ: ১৯৭৫ইং।

✔৪। উসুদুল গ্বাবা ফি মা’রিফাতিস সাহাবা, লেখক: আবুল হাসান আলী ইবনে আবিল কারাম ইবনে আসির (মৃত্যু: ৬৩০হি.), খন্ড ২, পৃ: নং ১৩, প্রকাশক: দারুল কুতুবিল ইলমিয়্যা, প্রথম প্রকাশ: ১৯৯৪ইং।

✔৫। তাফসিরু দুররিল মানসূর, লেখক: আব্দুর রাহমান ইবনে আবি বাকর জালালুদ্দীন সুয়ুতি (মৃত্যু: ৯১১হি.), খন্ড ৭, পৃ: নং ৩৪৯, প্রকাশক: দারুল ফিকর, বৈরুত।

✔৬। আল মুসান্নাফ ফিল আহাদিস ওয়াল আসার, লেখক: আবু বাকর আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ (মৃত্যু: ২৩৫হি.), খন্ড ৬, পৃ: নং ৩০৯, প্রকাশক: মাকতাবাতুর রুশদ, বিয়াদ, প্রথম প্রকাশ: ১৪০৯ হিজরী।

✔৭। কানযুল উম্মাল ফি সুনানিল আক্বওয়াল ওয়াল আফআ’ল, লেখক: আলাউদ্দীন আলী ইবনে হিসামুদ্দীন আল ক্বাদেরী আল মুত্তাক্বী আল হিন্দী (মৃত্যু: ৯৭৫হি.), খন্ড ১. পৃ: নং ১৭২, ১৮৬, ১৮৭, খন্ড ১৪, পৃ: নং ৪৩৫, মুয়াসসিসাতুর রিসালা, পঞ্চম প্রকাশ: ১৪০১হি./ ১৯৮১ইং।

✔৮। তাফসীর ইবনে কাসির, লেখক: আবুল ফিদা ইসমাঈল ইবনে উমার ইবনে কাসির আদ দামেশক্বী (মৃত্যু: ৭৭৪হি.), খন্ড ৭, পৃ: নং ১৮৫, প্রকাশক: দারুল কুতুব আল ইলমিয়্যা, প্রথম প্রকাশ: ১৪১৯হি., বৈরুত।

✔৯। আল বিদায়া ওয়ান নিহায়া, খন্ড ৭, পৃ: নং ৬৬৮, লেখক: আবুল ফিদা ইসমাঈল ইবনে উমার ইবনে কাসির আদ দামেশক্বী (মৃত্যু: ৭৭৪হি.), প্রকাশক: দারু হিজরিন লিততাবায়া’ ওয়ান নাশর ওয়াত তাওযিহ ওয়াল ই’লান, প্রথম প্রকাশ: ১৪১৮হি./ ২০০৩ ইং।

✔১০। সাহিহ ওয়া দ্বাইফুল জামিয়’ আস সাগ্বির ওয়া যিয়াদাতিহি, লেখক: আব্দুর রাহমান ইবনে আবি বাকর জালালুদ্দীন সুয়ুতি (মৃত্যু: ৯১১হি.), খন্ড ১, হাদিস নং ৪২২২, ৪২২৩, ৫২৪৮, ৫৫৪৩ ও ৮২৩৯।

✔১১। মাজমাউয যাওয়াইদ, লেখক: আবুল হাসান নুরুদ্দীন আলী ইবনে আবি বাকরইবনে সুলাইমান আল হাইসামী (মৃত্যু: ৮০৭হি.), খন্ড ১, পৃ: নং ১৭০, খন্ড ৯, পৃ: নং ১৬৩-১৬৫, খন্ড ১০, পৃ: নং ৩৬৩, প্রকাশক: মাকতাবাতুল ক্বুদসী, প্রকাশকাল: ১৪১৪হি./ ১৯৯৪ইং।

✔১২। আল মুসতাদরাক আস সাহিহাইন, লেখক: আবু আবদিল্লাহ আল হাকিম মুহাম্মাদ ইবনে আবদিল্লাহ আন নিশাবুরী (মৃত্যু: ৪০৫হি.), খন্ড ৩, পৃ: নং ১১৭, ১১৮, ১৬০, প্রকাশক: দারুল কুতুব আল ইলমিয়্যা, প্রথম প্রকাশ: ১৪১১হি./১৯৯০ইং, বৈরুত।

✔১৩। হিল্লিইয়্যাতুল আওলিয়া ওয়া ত্বাবাক্বাতুল আসফিয়া, লেখক: আবু নাঈম আহমাদ ইবনে আবদিল্লাহ আল ইসফাহানী (মৃত্যু: ৪৩০হি.), খন্ড ১, পৃ: নং ৩৫৫, প্রকাশক: আসসাআদাহ্ বি-জাওয়ারি মুহাফিযাতি মিসর, প্রকাশকাল ১৩৯৪হি./ ১৯৭৪ইং।

✔১৪। আস সাওয়ায়িক্বুল মুহরিক্বাহ, লেখক: আবুল আব্বাস আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে আলী ইবনে হাজার আল হাইসামী (মৃত্যু: ৯৭৪হি.), খন্ড ১, পৃ: নং ১০৯, খন্ড ২, পৃ: নং ৩৬১, ৩৬৮, ৪৩৮, ৬৫২, ৬৫৩, প্রকাশক: মুয়াসসিসাতুর রিসালা, প্রথম প্রকাশ: ১৪১৮হি./ ১৯৯৮ইং, বৈরুত।

‎↯↻↯↻↯‎

Related Post

Posted by - September 19, 2019 0
হযরত ইমাম জা’ফার ইবনে মুহাম্মাদ আস সাদিক্ব (আঃ)-এর হাদিস সমূহ হতে কিছু গুরুত্বপূর্ণ হাদিসঃ 🌹সবচেয়ে নিকৃষ্ট গুনাহ🌹 🔳 হযরত ইমাম…

ইমামের আগমন সন্নিকটে❗

Posted by - August 28, 2019 0
ইমামের আগমন সন্নিকটে❗জেগে ওঠো মুমিন মুসলমান…✊ ⚠ কাফিররা যতই ইমামের আগমন ঠেকানোর চেষ্টা করুক না কেন, তিনি সকল অন্ধকারের পর্দা…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *