জুম’আর দিন যামানার ইমামের আত্মপ্রকাশের দিন

970

•✦✨ আল্লাহর কালাম ✨✦•
❖✨بسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ ✨❖

〖فَلَمَّا دَخَلُوا عَلَىٰ يُوسُفَ آوَىٰ إِلَيْهِ أَبَوَيْهِ وَقَالَ ادْخُلُوا مِصْرَ إِنْ شَاءَ اللَّهُ آمِنِينَ〗
🔰 সূরা ইউসুফ, আয়াত নং ৯৯

🍃 বঙ্গানুবাদঃ

【তারা যখন (হযরত) ইউসুফের নিকট প্রবেশ করলো তখন (হযরত) ইউসুফ তাঁর পিতা-মাতাকে জড়িয়ে ধরলো এবং বললো: “আপনারা মিসরে প্রবেশ করুন, ইনশাআল্লাহ নিরাপদে থাকবেন”।】
✎ English:
『And when they entered upon Joseph, he took his parents to himself and said, “Enter Egypt, Allah willing, safe [and secure].”』

⇩⇩ মনের অভিব্যক্তি:

🔻হে প্রভু! তুমিই তো এতদিনের বিচ্ছেদের পর হযরত ইয়াকুবের কাছে হযরত ইউসুফকে ফিরিয়ে দিয়েছো।
🔻আমাদেরকে ক্ষমা করো…
🔻এবং আমাদের ইউসুফকে (যামানার ইমামকে) আমাদের কাছে😭 ফিরিয়ে দাও…

••●✦✨✦✨✦●••

👉 রাসুল (সা.) হতে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন: “জুম’আর দিন সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় ফযিলতপূর্ণ একটি দিন। আল্লাহ এই দিনে ভাল কাজের বিনিময়ে কয়েকগুণ সওয়াব দান করেন, গুনাহসমূহকে ক্ষমা করে দেন এবং দোয়াসমূহকে কবুল করেন এবং মানুষের দুঃখ কষ্টকে লাঘব করেন।”
👉 রাসুল (সা.) বলেছেন: “জুম’আর দিন আমার প্রতি দুরুদ প্রেরণ করো। কেননা এই দিনে ‍মানুষের ভাল আমলের জন্যে কয়েকগুণ বেশী সওয়াব তাকে দান করা হয়।”
👉 রাসুল (সা.) বলেছেন: “কেউ যদি জুম’আর দিন অথবা সেই রাতে মারা যায়। তাহলে আল্লাহ তার জন্য কবরের আযাবকে বন্ধ করে দেন।”
👉 তিনি আরো বলেছেন: “তোমরা তোমাদের পরিবারের সদস্যদের জুম’আর দিন কিছু উপঢৌকন দান কর যেন তারা পরবর্তি জুম’আ পর্যন্ত প্রফুল্ল থাকে।”
👉 ইমাম বাকির (আ.) বলেছেন: “জুম’আর দিন ভাল এবং খারাপ কাজের বিনিময় দ্বিগুণ করা হয়। জুম’আ সাদক্বা দেয়ার জন্য উত্তম দিন। জুম’আর দিন গোসল করতে ভুলো না। কেননা এই দিনে গোসল করা সুন্নত এবং তা যোহরের পূর্বে করা আরো বেশী উত্তম।”
👉 ইমাম সাদিক্ব (আ.) বলেছেন: “প্রত্যেক পুরুষ ও নারীর জন্যে, তারা সফরে থাকুক বা না থাকুক, জুম’আর দিন গোসল করা মুস্তাহাব।”
[“মাফাতিহুল জিনান” নামক দোয়ার কিতাব থেকে উদ্ধৃত।]

••●✦✨✦✨✦●••

যরত ইমাম আলী ইবনে মুসা আর রিদ্বা আলাইহিস সালাম বিশ্ব নবী রাহমাতুল্লিল আ’লামিন হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম-এর কাছ থেকে বর্ণনা করেছেন যে, নবীজী বলেছেনঃ
مَنْ صَلَّي عَلَيَّ يَوْمَ اْلْجُمْعَةِ مِاْئَةَ مَرَّةٍ قَضَي اللهُ لَهُ سِتَّيْنَ حَاْجَةً ثَلاَثُوْنَ مِنْهَا لِلْدُّنْيَا وَ ثَلاَثُوْنَ لِلْآخِرَةِ.
“যে ব্যক্তি শুক্রবার দিন আমার উপর একশত বার দরুদ পড়ে আল্লাহ ঐ ব্যক্তির ষাটটি হাজত পূরণ করে দিবেন। ত্রিশটি এ দুনিয়ার জন্যে আর ত্রিশটি আখেরাতের জন্যে।”

সাওয়াবুল আ’মাল ওয়া ইক্বাবুল আ’মাল, লেখকঃ শেইখ সাদুক্ব রহমাতুল্লাহি আলাইহি (জন্ম ৩০৫ হিঃ, মৃত্যু ৩৮১হিঃ), পৃঃ নং ৩৫৬, প্রকাশনাঃ আরমাগানে তুবা, প্রিন্টঃ কোম, ইরান।

❥✦হযরত ইমাম জাফার আস সাদিক্ব(আ:):
“যে ব্যক্তি শুক্রবারের দিন যোহর বা জুম্মা নামাজ বাদ তিন বার (নিচের দরুদটি) পড়বে,
〖 اَللهمَّ اجْعَلْ صَلَوات وَ صَلَوات مَلائِکَتِکَ وَ رُسُلِکَ عَلی مُحَمَّدٍ وَ آلَ مُحَمَّدٍ〗
〖আল্ল-হুম্মাজ্আল সালাওয়াতা ওয়া সালাওয়াতা মালাইকাতিকা ওয়া রুসূলিকা আ’লা মুহাম্মাদিউ ওয়া আলে মুহাম্মাদ 〗
সে পরের শুক্রবার পর্যন্ত নিরাপদে থাকবে।”
📚বিহারুল আনওয়ার, খণ্ড ৯০, পৃঃ নং ৫৬

••●✦✨✦✨✦●••

❥✦হযরত ইমাম জাফার আস সাদিক্ব(আ:):
“যে ব্যক্তি শুক্রবারের দিন আসর নামাজ বাদ দশ বার (নিচের দরুদটি) পড়বে,
〖 اَللهمَّ صَلِّ عَلی مُحَمَّدٍ الْأوْصِیاءِ الْمَرْضییّنَ بِأَفْضَلِ صَلَواتِکَ وَ بارِکْ عَلَیْهِمْ بِأَفْضَلِ بَرَکاتِکَ وَ عَلَیْهِ وَ عَلَیْهِمُ السَّلامُ وَ عَلی اَرْواحِهِمْ وَ أَجْسادِهِمْ وَ رَحْمَهُ الله وَ بَرَکاتُهُ〗
〖আল্ল-হুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদিনিল আওসিয়াইল মারদ্বি-ই-না বিআফদ্বালি সালাওয়াতিকা ওয়া বারিক আলাইহিম। বিআফদ্বালি বারাকাতিকা ওয়া আলাইহি ওয়া আলাইহিমুস্ সালাম। ওয়া আ’লা আরওয়াহ্বিহিম ওয়া আজসাদিহিম ওয়া রাহমাতুল্ল-হি ওয়া বারাকাতুহুহ্〗
ফেরেস্তারা ঐ ব্যক্তির জন্যে এই শুক্রবার থেকে পরের শুক্রবারের এই সময় পর্যন্ত দরুদ পড়তে থাকে।”
📚 জামালুল উসবুহ কিতাব দ্রঃ

••●✦✨✦✨✦●••

👉 জুম’আর দিনে আল্লাহ তায়ালা অন্যান্য দিনের তুলনায় প্রত্যেকটি ভাল কাজের জন্য কয়েকগুণ বেশী সওয়াব দান করেন।

আল্লাহর রাসূল ও আহলে বাইতের ইমামদের হাদিস অনুসারে জুম’আর দিনের কিছু উত্তম আমলঃ

১. সিলাতুর রাহিম [=আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবদের সাথে যোগাযোগ, দেখা-সাক্ষাত] করা।
২. নিজ পরিবারের সদস্যদের হাদিয়া দান করা।
৩. সাদাক্বা [=সদকা] দেয়া।
৪. গোসল করা। আর এ দিনে যোহরের পূর্বে গোসল করা বেশী উত্তম।
৫. নখ ও চুল কাটা।
৬. সুগন্ধি ব্যাবহার করা।
৭. পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়-চোপড় পরিধান করা।
৮. ডালিম খাওয়া।

Related Post

মৃত্যু কামনাকারীর জন্যে জরুরী দশটি হাদিয়া

Posted by - সেপ্টেম্বর ৩০, ২০১৯
🌷 জনৈক ব্যক্তি হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম-এর খেদমতে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ! আমাকে কী অনুমতি…

বিসমিল্লাহ সম্পর্কে জানুন!

Posted by - আগস্ট ১৭, ২০১৯
•✦✨ আল্লাহর কালাম ✨✦• ❖✨ ﷽ ✨❖ ☑ বিসমিল্লাহ আল্লাহর প্রতি ভালবাসা ও নির্ভরতার মূর্ত প্রতীক। ☑ বিসমিল্লাহ শয়তানকে বিতাড়িত…

নামাজের দশটি গুণাগুণ

Posted by - জানুয়ারি ১০, ২০২০
দো-জাহানের সর্দার নবী পাক হযরত মুহাম্মাদ মুস্তফা(দঃ): “নামাজ দ্বীন ইসলামের খুটি এবং এর মধ্যে দশটি বৈশিষ্ট বিদ্যমানঃ ❶ নামাজী ব্যক্তির…

•✦✨ আল্লাহর কালাম ✨✦•

Posted by - জানুয়ারি ২৫, ২০২০
❖✨بسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ ✨❖ 〖 يَا أَيُّهَا النَّاسُ أَنْتُمُ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ ۖ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ〗 🔰সরা আল…

আহলে বাইতের শান ও মান সম্পর্কে রাসুলুল্লাহ (সাঃ) এর বাণী

Posted by - সেপ্টেম্বর ১৬, ২০১৯
🔊হাকেম নিশাবুরী ও মুহাম্মাদ ইবনে সা’দ বর্ণনা করেছেন যে, হযরত মুহাম্মাদ (সা.) হযরত আলীকে বলেছেনঃ   «انَّ اوَّلَ مَنْ يَدْخُلُ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »