চেতনার কথা !!

887

আজ বল‌বো সে কথা ,
বল‌বো সে চেতনার কথা !
‌যে চেতনার আগু‌নে জ্বল‌সিত,
‌যে প্র‌তি‌শো‌ধের স্পৃহায় প্র‌তি‌নিয়ত দগ্ধ আজ চৌদ্দশত বছর ধ‌রে !

আজ ইসলা‌মের বু‌কে ঘূ‌ণে ধ‌রে‌ছে সমা‌জে,
ঘাপ‌টি মে‌রে তি‌লে তি‌লে খা‌চ্ছে ইসলা‌মের নির্যাস !
এক‌দিন হয়‌তো বিলীন কর‌তেই জে‌গে‌ছিল শকু‌নিরা !
‌বিনা‌শের জ‌লে ধু‌য়ে দি‌তে চেতনা‌কে !

আর কত খন্ড বিখন্ড কর‌বি ধর্মব্যাবসায়ীর দল !
‌লেবাস ধ‌রে কত কর‌ছিস অপত্য ধর্ম ধর্ষণ !

‌চে‌য়ে‌ছিস তোরা এক ফুৎকা‌রে নি‌ভি‌য়ে দি‌তে,
‌চে‌য়ে‌ছিস তো প‌বিত্র রক্তজ ধারা বিলীন কর‌তে !

‌পে‌রে‌ছিস কি ?

‌সেই সা‌কিফা থে‌কে কুফায়
আর রক্ত গঙ্গা বই‌য়ে দি‌য়ে শোকার্ত কারবালায় !
আর এখন !
ঢু‌কে প‌রে‌ছিস প্র‌তি‌টি রা‌স্ট্রে প্র‌তি‌টি সমা‌জে !
হত্যা ক‌রে দি‌তে হো‌সেই‌নি চেতনা‌র উন্মেষ‌কে!

‌কি ভে‌বে‌ছিস ?
‌সে চেতনা কি শুধুই র‌ক্তের শোধ ?
শুধু যন্ত্রনার শোধ ?
ও‌রে না না !
‌সে চেতনার মূ‌লেই তো ইসলা‌মের নিগূঢ়তা!
‌খোদা‌য়ি বিধা‌নের বাস্তবতা !
এ যে লা শা‌রি‌কের মূল মন্ত্র !
যা কারবালার শো‌নি‌তের বাণ ঢে‌লে রো‌পিত হ‌য়ে‌ছিল!
উড্ডীন ক‌রে‌ছিল মওলা হো‌সেইন !
‌সে চেতনার র‌শি রে‌খে গে‌ছেন তাঁরই প‌ত্রি রক্তজ ধারায়,
তাঁরই পাগল প্রায় উম্মায় !

তাই সে চেতনার শুদ্ধ ধারায়
আ‌জো জাগ্রত কত কোটি হো‌সেইন প্রে‌মিক !
ঐ দ্যাখ ,আস‌রে আল যুহুর দি‌চ্ছে ডাক !
সদা জাগ্রত হ‌য়ে প্র‌তি‌শো‌ধের স্পৃহায়
কা‌লিমায় ঝান্ডা হা‌তে ঐ নিলীমায় !
শুধু প্র‌তিক্ষায় গুন‌ছি ,
চেতনার কোরাস নি‌য়ে
লা শা‌রি‌কের ঐ পতাকায় !!

__মাসুদ রানা তরুন ।

Related Post

বাদশার ও বাদশাহ

Posted by - নভেম্বর ১৫, ২০১৯
বাদশার ও বাদশাহ মোহাম্মদ মোস্তফা সাল্লেআলা তুমি বাদশারও বাদশাহ কামলিওয়ালা।। পাপে-তাপে পূর্ণ আঁধার দুনিয়া হ’ল পূন্য বেহেশতী নূরে উজালা।। গুনাহগার…

চির নিদ্রায় ইমাম হো‌সেইন ও সঙ্গী বাহাত্তর !!

Posted by - সেপ্টেম্বর ২১, ২০১৯
১১ মহররম ! বালুকাময় বিস্তীর্ন মরুভূ‌মি ! শ‌ু‌ষে নেওয়া তাজা র‌ক্তের মা‌ঝে  প‌ড়ে থাকা মস্তক‌বিহীন বাহাত্তরের ‌ছিন্ন‌ভিন্ন দেহ ! ধূলার…

সালাম হে জামানার ইমাম

Posted by - নভেম্বর ৮, ২০১৯
সালাম সালাম হে জামানার ইমাম।। লাখো সালাম তোমায় লাখো সালাম।। তোমারি আগমনে ধন্য ধরা, তোমারি পরশে জাতি হবে যে সেরা,…

শোকার্ত মায়ের প্রতিক্ষা…

Posted by - সেপ্টেম্বর ৯, ২০১৯
তপ্ত রোদে খোলা আকাশের নিচে সেই কবে থেকে বসে আছে মা, হিসেব মেলানো দুঃসাধ্য। কিই বা আর করবেন আর মা।…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »