চেতনার কথা !!

789 0

আজ বল‌বো সে কথা ,
বল‌বো সে চেতনার কথা !
‌যে চেতনার আগু‌নে জ্বল‌সিত,
‌যে প্র‌তি‌শো‌ধের স্পৃহায় প্র‌তি‌নিয়ত দগ্ধ আজ চৌদ্দশত বছর ধ‌রে !

আজ ইসলা‌মের বু‌কে ঘূ‌ণে ধ‌রে‌ছে সমা‌জে,
ঘাপ‌টি মে‌রে তি‌লে তি‌লে খা‌চ্ছে ইসলা‌মের নির্যাস !
এক‌দিন হয়‌তো বিলীন কর‌তেই জে‌গে‌ছিল শকু‌নিরা !
‌বিনা‌শের জ‌লে ধু‌য়ে দি‌তে চেতনা‌কে !

আর কত খন্ড বিখন্ড কর‌বি ধর্মব্যাবসায়ীর দল !
‌লেবাস ধ‌রে কত কর‌ছিস অপত্য ধর্ম ধর্ষণ !

‌চে‌য়ে‌ছিস তোরা এক ফুৎকা‌রে নি‌ভি‌য়ে দি‌তে,
‌চে‌য়ে‌ছিস তো প‌বিত্র রক্তজ ধারা বিলীন কর‌তে !

‌পে‌রে‌ছিস কি ?

‌সেই সা‌কিফা থে‌কে কুফায়
আর রক্ত গঙ্গা বই‌য়ে দি‌য়ে শোকার্ত কারবালায় !
আর এখন !
ঢু‌কে প‌রে‌ছিস প্র‌তি‌টি রা‌স্ট্রে প্র‌তি‌টি সমা‌জে !
হত্যা ক‌রে দি‌তে হো‌সেই‌নি চেতনা‌র উন্মেষ‌কে!

‌কি ভে‌বে‌ছিস ?
‌সে চেতনা কি শুধুই র‌ক্তের শোধ ?
শুধু যন্ত্রনার শোধ ?
ও‌রে না না !
‌সে চেতনার মূ‌লেই তো ইসলা‌মের নিগূঢ়তা!
‌খোদা‌য়ি বিধা‌নের বাস্তবতা !
এ যে লা শা‌রি‌কের মূল মন্ত্র !
যা কারবালার শো‌নি‌তের বাণ ঢে‌লে রো‌পিত হ‌য়ে‌ছিল!
উড্ডীন ক‌রে‌ছিল মওলা হো‌সেইন !
‌সে চেতনার র‌শি রে‌খে গে‌ছেন তাঁরই প‌ত্রি রক্তজ ধারায়,
তাঁরই পাগল প্রায় উম্মায় !

তাই সে চেতনার শুদ্ধ ধারায়
আ‌জো জাগ্রত কত কোটি হো‌সেইন প্রে‌মিক !
ঐ দ্যাখ ,আস‌রে আল যুহুর দি‌চ্ছে ডাক !
সদা জাগ্রত হ‌য়ে প্র‌তি‌শো‌ধের স্পৃহায়
কা‌লিমায় ঝান্ডা হা‌তে ঐ নিলীমায় !
শুধু প্র‌তিক্ষায় গুন‌ছি ,
চেতনার কোরাস নি‌য়ে
লা শা‌রি‌কের ঐ পতাকায় !!

__মাসুদ রানা তরুন ।

Related Post

তু‌মি আছ অস্তিত্বে!!

Posted by - April 10, 2020 0
তু‌মি আছ অস্তিত্বে!! ওরা ব‌লে তু‌মি নেই ! ব‌লে তোমার জন্মই হয়‌নি ! হ‌্যাঁ,বল‌বেই তো ! ওরা তো তোমা‌কে এক…

ইমাম হুসাইন

Posted by - September 1, 2019 0
সীমানার প্রাচীর পেরিয়ে অসমাপ্ত পথের সন্ধানে নিঃশব্দ নিস্তব্ধতায় সত্য-অসত্যের ফয়সালায় অহর্নিশ একজন চলে অবিচল গতীতে অবরুদ্ধ সত্যকে মুক্তির স্বাধীনতায় প্রিয়জনের…

তশ‌রি‌ফে মাওলা আলী (আঃ)

Posted by - March 6, 2020 2
🌹 তশ‌রি‌ফে মাওলা আলী (আঃ) !! ❤ আকা‌শে ঘণ‌ঘোর পুল‌কের র‌শ্মি ধরণী‌তে ব‌হে হর‌ষের নাচন , শুভ মহর‌তে কাঁপ‌ছে প্রাচীর…

বল‌বো না আর পিপাসার্ত !!

Posted by - October 11, 2019 0
আর বল‌বো না , বল‌বো না আমার পিপাসার কথা , চরম তৃষ্ণার্ততার কথা ! ‌তৃষ্ণার্ততায় পা‌নি ব‌ন্দি হ‌য়ে কেঁ‌দে‌ছিল ফোরাতকুল…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »