চির নিদ্রায় ইমাম হো‌সেইন ও সঙ্গী বাহাত্তর !!

900

১১ মহররম !
বালুকাময় বিস্তীর্ন মরুভূ‌মি !
শ‌ু‌ষে নেওয়া তাজা র‌ক্তের মা‌ঝে  প‌ড়ে থাকা মস্তক‌বিহীন বাহাত্তরের
‌ছিন্ন‌ভিন্ন দেহ !
ধূলার মা‌ঝে অনাদ‌রে প‌ড়ে থাকা দেহ‌বি‌শেষ !
প্রাণ স্পন্দন সেই কখন থে‌মে গে‌ছে !
এখ‌নো লাশগু‌লো প‌ড়ে আছে জ‌মি‌নে কতটা অব‌হেলা আর অনাদ‌রে !
দাফন করার নি‌জে‌দের কেউ আর নেই!

ইয়া‌জি‌দি শত্রুর ভ‌য়ে বনু আসাদও এগু‌তে
ভয় পা‌চ্ছে  লা‌শের কা‌ছে যে‌তে,
পাছে না কোন বিপদ হয় !
তবুও তারা গেল
সমা‌হিত করার জন্য!
‌কিন্তু এতো আরো মহা‌বিপদ !
মাথা বিহীন ‌কোন লাশই তো চেনা যা‌চ্ছে না !

‌ঘোর বিপ‌দে কিছুক্ষণ কেটে গেল,
‌কিন্তু সুরাহার নেই যে উপায় !

দূর থে‌কে কে যেন আস‌ছে !

হঠাৎ ভয় পে‌য়ে স‌রে গে‌লেন!

আগন্তুক এ‌সে ডাক‌লেন বনু আসাদ‌দের !
বল‌লেন ,
লাশগু‌লো সমা‌হিত কর‌তে হ‌বে !

কিন্তু লাশগু‌লো তো চেনা যা‌চ্ছে না !

আগন্তুক এক এক  ক‌রে লাশগুলোকে সনাক্ত কর‌লেন !
বল‌লেন ,
কবরস্ত ক‌রতে থা‌কো !
এভা‌বে প‌রিচয় ক‌রে সমা‌হিত কর‌লেন প্র‌তি‌টি লাশ!
বা‌কি র‌য়ে গেল শেষ ছিন্ন‌ভিন্ন হওয়া লাশ‌টি !

এ লাশ‌টি ধরো না ,
আমা‌কে চাটাই এনে দাও আমিই সমা‌হিত কর‌ছি !
‌নিজ হা‌তে মা‌টি‌তে শু‌য়ে দি‌য়ে  দাফন কাজ সম্পন্ন কর‌লেন আগন্তুক !
কাজ শে‌ষে ফি‌রে যে‌তে চাই‌তেই ঘি‌রে ধর‌লো বনু আসাদ !
কে আপ‌নি ?
‌কিভা‌বে এই লাশগু‌লো সনাক্ত কর‌লেন ?
একজন অজানা আগন্তু‌কের প‌ক্ষে তো তা অসম্ভব !

‌দোহাই এইসব শ‌হিদ‌দের !
আপনার প‌রিচয় দিন ,না হ‌লে কিছু‌তেই যে‌তে দি‌বো না !
‌নিরুপায় হ‌য়ে উত্তর দি‌লেন
আ‌মি জয়নুল আবে‌দিন !
এ‌সে‌ছি মো‌জেজার আলো‌কে ,
কাজ‌টি সমাধা করার জন্য।
‌পিতার কাজ আন্জাম দেওয়া শেষ !
এখন তো আমা‌দের পালা !
অ‌নেক কাজ যে বা‌কি !!
ব‌লেই,
নি‌মি‌ষেই হা‌রি‌য়ে গে‌লেন আগন্তুক !!

আর এভা‌বেই রাসুল সাঃ এর  প্রিয় সত্ত্বা‌টি
জানাজা‌ বিহীন চির নিদ্রায় শা‌য়িত হ‌য়ে র‌ইলো
‌বিষাদ কারবালার বু‌কে !!

___মাসুদ রানা তরুন ।

Related Post

চেতনার কথা !!

Posted by - সেপ্টেম্বর ৮, ২০১৯
আজ বল‌বো সে কথা , বল‌বো সে চেতনার কথা ! ‌যে চেতনার আগু‌নে জ্বল‌সিত, ‌যে প্র‌তি‌শো‌ধের স্পৃহায় প্র‌তি‌নিয়ত দগ্ধ আজ…

কে এলো কে এলোরে

Posted by - সেপ্টেম্বর ১, ২০১৯
কে এলো কে এলোরে ছুটলো খুশির ফোয়ারা || আজ দুনিয়া হোলো যে রঙিন, আসমান মাতোয়ারা ||| বেহেশতের ই ফুল মা…

ওহী গৃ‌হে আগুন ও প‌রিক্রমা !!

Posted by - জানুয়ারি ৩১, ২০২০
সদ‌্য বি‌য়োগান্ত পিতা ম‌র্মে বিষা‌দের পীড়ন ক্রন্দন ধ্ব‌নি আর প‌বিত্র অশ্রু ফোটার বর্ষণ ! সান্ত্বনার প্রবোধ নেই , কেবলই হতবাক…

শোকাবহ ৯ই মহররম

Posted by - সেপ্টেম্বর ৯, ২০১৯
হুসাইন(আ:) কে? (পর্ব-৬) – নূরে আলম মুহাম্মাদী। হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন!!! শুনেছি ইউসুফ নবীর সৌন্দর্যের…

তাঁর শেষ সেজদা

Posted by - আগস্ট ২৬, ২০২০
বলবো তাঁর শেষ সেজদার কথা। তাঁর অন্তর্নিহিত ধ্যান এর কথা। খোদায়ী গোলামীত্তের সে সার কথা। অথচ তোমরা তা বুঝলে না!!…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »