খ‌রি‌দে কারবালা !!

677
ও‌হে ,
বনু আসাদ !
কি‌নতে চাই মোর সমা‌ধির চৌহ‌দ্দি
‌দে‌বে কি আমায় ?
ষাট হাজার দিরহা‌মের কেনা দা‌মে
সাজা‌বো কারবালা র‌ঙিন বে‌শে,
‌যেন তেন রঙ নয় , টকট‌কে তাজা র‌ক্তের লাল রঙে!
আ‌মি কি‌নি‌বো তাহা,
দে‌বে কি আমায়?
সিক্ত যে কর‌বো কারবালা!!
 
ক‌হি‌লো বনু আসাদ ,
এ‌কি কথা আঁকা !
শু‌নে‌ছি সেই ক‌বে থে‌কে
এই চৌহ‌দ্দি‌তে তো নবী রাসুলগণ
প‌ড়ে যেত বালা মু‌সিব‌তে !
 
‌ মু‌সিব‌তের দোহাই দি‌চ্ছো ?
আ‌মি তো অমিয় সূধাপান করি‌বো ব‌লে
‌বে‌ঁধে‌ছিনু আশা সেই ক‌বে !!
 
শ‌র্তে তোমা‌দের ব‌লি শোন !
ক‌রো না হেথায় চাষাবাদ,
‌যেথায় রই‌বো সঙ্গীসহ কারবালায় ।
‌যিয়ার‌তে য‌দি কেহ আসে
থা‌কি‌তে দিও তিন‌দিন !!
থাক‌বে না আর কেহই মোর
কবরস্ত ক‌রিও ইহাই তোমা‌দের ঋণ।
 
আর ভ‌য়ে য‌দি কেহ না আসো ,
উৎসাহ তো দিও হে নারীগন !
সাহস জা‌গি‌য়ে ‌সেসব ভীতুপুরুষ।
তাও য‌দি না ই পা‌রো , বাচ্চা‌দের ব‌লিও ,
‌খেলার ছ‌লে এক মু‌ঠি ক‌রে মা‌টি দি‌য়ে
কবর বা‌নি‌য়ে যেও!
 
আমি লাল র‌ক্তের সিঞ্চ‌নে
‌সিক্ত হ‌বো ,
‌সিক্ত হ‌বে বাহাত্তর জন সঙ্গীসহ কারবালা!
‌তোমরা দে‌খো !!
অস্ত যাওয়া সূ‌র্যের কান্নার আর্তনাদ,
‌দেখো আকাশ বৃ‌ষ্টি‌তে দ্যাু‌লো‌কের কত আহাজা‌রি!
 
আশুরার আকা‌শে ধূসর গুধূ‌লি তখন
‌মিশ‌বে লা‌লে লা‌লিমায়,
একাকার হ‌বে সেদিন স্বর্গ ম‌র্ত্যের বেদনার বর্ষন অবিরাম।
‌তোমরা দে‌খো সে‌দিন !!
 
__মাসুদ রানা ( তরুন )

Related Post

তশ‌রি‌ফে মাওলা আলী (আঃ)

Posted by - মার্চ ৬, ২০২০
🌹 তশ‌রি‌ফে মাওলা আলী (আঃ) !! ❤ আকা‌শে ঘণ‌ঘোর পুল‌কের র‌শ্মি ধরণী‌তে ব‌হে হর‌ষের নাচন , শুভ মহর‌তে কাঁপ‌ছে প্রাচীর…

হুসাইন(আ:) কে? (পর্ব-৪)

Posted by - সেপ্টেম্বর ৭, ২০১৯
হুসাইন(আ:) কে? (পর্ব-৪) – নূরে আলম মুহাম্মাদী। হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন!!! হুসাইন(আ:), হাসানের(আ.) সহোদর ভাই,…

সালাম হে জামানার ইমাম

Posted by - নভেম্বর ৮, ২০১৯
সালাম সালাম হে জামানার ইমাম।। লাখো সালাম তোমায় লাখো সালাম।। তোমারি আগমনে ধন্য ধরা, তোমারি পরশে জাতি হবে যে সেরা,…

কে এলো কে এলোরে

Posted by - সেপ্টেম্বর ১, ২০১৯
কে এলো কে এলোরে ছুটলো খুশির ফোয়ারা || আজ দুনিয়া হোলো যে রঙিন, আসমান মাতোয়ারা ||| বেহেশতের ই ফুল মা…

আযর কি হযরত ইবরাহীমের পিতা ছি‌লেন?

Posted by - সেপ্টেম্বর ৬, ২০১৯
বিসমিল্লা‌হির রাহমা‌নির রা‌হিম আল্লাহ তায়ালা সৃ‌ষ্টির এই দু‌নিয়া‌তে তাঁর প্র‌তি‌নি‌ধি স্বরুপ মানব জা‌তি‌কে সৃ‌ষ্টি ক‌রে‌ছেন আশরাফুল মাখলুকাত তথা সৃ‌ষ্টির সেরা জীব…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »