খ‌রি‌দে কারবালা !!

577 0
ও‌হে ,
বনু আসাদ !
কি‌নতে চাই মোর সমা‌ধির চৌহ‌দ্দি
‌দে‌বে কি আমায় ?
ষাট হাজার দিরহা‌মের কেনা দা‌মে
সাজা‌বো কারবালা র‌ঙিন বে‌শে,
‌যেন তেন রঙ নয় , টকট‌কে তাজা র‌ক্তের লাল রঙে!
আ‌মি কি‌নি‌বো তাহা,
দে‌বে কি আমায়?
সিক্ত যে কর‌বো কারবালা!!
 
ক‌হি‌লো বনু আসাদ ,
এ‌কি কথা আঁকা !
শু‌নে‌ছি সেই ক‌বে থে‌কে
এই চৌহ‌দ্দি‌তে তো নবী রাসুলগণ
প‌ড়ে যেত বালা মু‌সিব‌তে !
 
‌ মু‌সিব‌তের দোহাই দি‌চ্ছো ?
আ‌মি তো অমিয় সূধাপান করি‌বো ব‌লে
‌বে‌ঁধে‌ছিনু আশা সেই ক‌বে !!
 
শ‌র্তে তোমা‌দের ব‌লি শোন !
ক‌রো না হেথায় চাষাবাদ,
‌যেথায় রই‌বো সঙ্গীসহ কারবালায় ।
‌যিয়ার‌তে য‌দি কেহ আসে
থা‌কি‌তে দিও তিন‌দিন !!
থাক‌বে না আর কেহই মোর
কবরস্ত ক‌রিও ইহাই তোমা‌দের ঋণ।
 
আর ভ‌য়ে য‌দি কেহ না আসো ,
উৎসাহ তো দিও হে নারীগন !
সাহস জা‌গি‌য়ে ‌সেসব ভীতুপুরুষ।
তাও য‌দি না ই পা‌রো , বাচ্চা‌দের ব‌লিও ,
‌খেলার ছ‌লে এক মু‌ঠি ক‌রে মা‌টি দি‌য়ে
কবর বা‌নি‌য়ে যেও!
 
আমি লাল র‌ক্তের সিঞ্চ‌নে
‌সিক্ত হ‌বো ,
‌সিক্ত হ‌বে বাহাত্তর জন সঙ্গীসহ কারবালা!
‌তোমরা দে‌খো !!
অস্ত যাওয়া সূ‌র্যের কান্নার আর্তনাদ,
‌দেখো আকাশ বৃ‌ষ্টি‌তে দ্যাু‌লো‌কের কত আহাজা‌রি!
 
আশুরার আকা‌শে ধূসর গুধূ‌লি তখন
‌মিশ‌বে লা‌লে লা‌লিমায়,
একাকার হ‌বে সেদিন স্বর্গ ম‌র্ত্যের বেদনার বর্ষন অবিরাম।
‌তোমরা দে‌খো সে‌দিন !!
 
__মাসুদ রানা ( তরুন )

Related Post

হায় আফ‌সোস ! হায় !!

Posted by - October 6, 2019 0
আর কত পথ ! আর কত দূর ! শহর থে‌কে শহ‌রে , গ্রা‌ম থে‌কে গ্রা‌মে ! ‌হেঁটে হেঁটে ক্লান্ত !…

বিশ্ব শান্তির তুমি যে রবি

Posted by - November 8, 2019 0
বিশ্ব শান্তির তুমি যে রবি, কূল জাহানের তুমি যে ছবি, তব তারিফ শেষ করিতে পারিবে না কোন কবি। আসসালাতু আসসালামু…

রাসূলের শেষ বংশপ্রদ্বীপ

Posted by - November 8, 2019 0
আল্লাহ’র শেষ প্রমান– তুমি মাহদী —— রাসূলের শেষ বংশপ্রদ্বীপ — তুমি মাহদী —— হুসাইনের শেষ রক্তধারা — তুমি মাহদী ——…

আশুরার বিপ্লবে নারীদের গৌরবজ্জ্বোল ভুমিকা

Posted by - August 25, 2020 0
ইসলাম নারী ও পুরুষের সন্মিলিত ইতিহাস। ইসলাম গ্রহণকারী প্রথম ব্যাক্তি ছিলেন একজন নারী তথা উন্মুল মুমিনিন হযরত খাদিজা (সা.আ.)। প্রায়…

হুসাইন(আ:) কে? (পর্ব-৫)

Posted by - September 7, 2019 0
হুসাইন(আ:) কে? (পর্ব-৫) – নূরে আলম মুহাম্মাদী। হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন!!! যে নবী মুহাম্মাদের(সা.) মহব্বতে…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »