কোরআনের আয়াত থেকে ইফতারের সময় জেনে নিন

927

কোরআনের আয়াত থেকে ইফতারের সময় জেনে নিনঃ

إِنَّ رَبَّكُمُ اللّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلاَ لَهُ الْخَلْقُ وَالأَمْرُ تَبَارَكَ اللّهُ رَبُّ الْعَالَمِينَ.

“নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ। যিনি আসমানসমুহ ও যমিনকে ছয় পর্যায়ে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি (ক্ষমতার) আসনে সমাসীন হন (এবং বিশ্ব ব্রমান্ড পরিচালনায় মনযোগ দেন)। তিনি দিনকে রাতের (অন্ধকার পর্দা) দ্বারা আচ্ছাদিত করেন। রাত ত্বরিত গতিতে দিনের পেছনে ছোটে। সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজী সবই তাঁর [=আল্লাহর] হুকুমের করায়ত্ব। জেনে রাখো, (এ বিশ্ব ব্রমান্ডের) সৃষ্টি ও পরিচালনা তাঁর (ও তাঁর হুকুমের) আয়ত্বে। জগতসমূহের প্রতিপালক (এই) আল্লাহ হলেন বরকতময় (সত্ত্বা)।”
(সূরা আল আ’রাফ, আয়াত নং ৫৪)।

উপরের আয়াতটিতে “দিনকে রাত দিয়ে ঢেকে দেন” বলা হয়েছে। অর্থাৎ রাত তখনি হয় যখন দিনের পর অন্ধকার হয়।

আল্লাহ সূরা বাক্বারার ১৮৭ নং আয়াতে বলেনঃ
ثُمَّ أَتِمُّواْ الصِّيَامَ إِلَى الَّليْلِ
“তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত”।
অর্থাৎ অন্ধকার হলেই (সূর্য পরিপূর্ণ ডুবে যাওয়ার কারণে) রোজা পূর্ণ হয়, আর তখন পানাহার করা জায়েয। এর আগে পানাহার করলে রোজা ভেঙ্গে যায়।
↯↻↯↻↯

Related Post

ব্যান্ডিসের উপর ওযু

Posted by - সেপ্টেম্বর ২৪, ২০১৯
???? ওযুর অঙ্গসমূহের কোনটিতে যদি ব্যান্ডিস থাকে তাহলে ব্যান্ডিসের আশ পাশ ধোয়ার পর যদি ব্যান্ডিস পাক থাকে তাহলে হাত ভিজিয়ে তার…

চেহ্লুম বা চল্লিশা পালন

Posted by - সেপ্টেম্বর ১৬, ২০২২
মৃত মুমিন মুসলমানের জন্যে যে কোন দিন কোন ভাল ও নেক কাজ করে সাওয়াব ‎পাঠানো অত্যন্ত কল্যানকর ও আমাদের জন্যে…

আযানের মাসআলা

Posted by - অক্টোবর ৬, ২০১৯
মাসআলাঃ আযান ও ইক্বামত, জামায়াত অথবা ফুরাদা, কোন নামাজের জন্যেই ফরজ নয়। মূলতঃ আযান ও ইক্বামত নামাজের অংশ নয়। জামায়াত…

মাসআলা

Posted by - অক্টোবর ৩, ২০১৯
মাসআলাঃ ফরজ অথবা নফল যে কোন প্রকার নামাজের প্রথম ও দ্বিতীয় উভয় রাকাতে সূরা ইখলাস পড়ার ব্যাপারে কোন অসুবিধা নেই।আর…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »