কোথায় পেয়েছ সেই প্রেম!

666

সালাম! হে ক্বামার-এ-বনু হাশিম
তোমার বিলাশি প্রেমকে সালাম,
কি করে এমন বিলাসী হতে পারলে যে,
তোমার প্রেমের প্রতি হিংসা করা ওয়াজিব হয়ে যায়!!!

শুধু চোখের আগুনেইতো
ছাই করে দিতে পারতে বনু উমাইয়্যার বাদশাহি,
তবুও নিজেকে ক্ষত বিক্ষত করেছ
নিজের রক্তেই ধুয়ে দিয়েছ, খোদায়ি বিধানে লেগে থাকা নাপাকির দাগ!!!

কিভাবে পেরেছ! কোথায় পেয়েছ সেই প্রেম!
আমার যে হিসাব মিলে না
শের-এ-খোদার হাত না পেয়েছিলে
তাহলে তো পারতে কামুসের মতো বিন যিয়াদের প্রাসাদ হাতে নিতে
অথচ তরবারিই ধরনি!!!

বল না, কি জেনেছ সেদিন!
কি দেখেছ যে এতোটা বিভোর হয়ে গেলে!
ঐ দুটি অজেয় হাত থাকার পরও
নির্বাক তুমি, একে একে সয়ে গেছ ইবলিশের সব মিথ্যে অহংকার!!!

কোন মাটিতে সৃষ্টি তুমি যদি জানতাম
যদি জানতাম সৃষ্টির মালিক তোমায় কোন প্রেমের আবেশ দিয়ে পাঠাল জমিনে
এতো দ্বিধাহীন কি করে হয় মানুষ!
কি করে পারে এতো নিশ্চিত হতে
তৃষ্ণায় কাতর কেউ কি করে পারে মৃত্যুর তিক্ততাকে অমৃতের মতো পান করতে!!!

কোন বিপ্লব এতো ব্যাকুল করে না কাউকে
যদি না তার সাথে মিশ্রিত হয় প্রেমের আবেদন
যদি না থাকে সেখানে দ্রোহের ক্রন্দন।
পুড়েছ না তুমি!
বিরহ-মিলনের তাপদাহে ভস্ম হয়েই না এসেছিলে ফোরাতের তীরে!!!

দোহাই লাগে, মন্দ বলো না
তোমার বহু রূপি রূপের প্রেমে আমি দিশেহারা
হায়! যদি জানতাম কিভাবে কেউ এতো রূপি হতে পারে!
তবে সত্যি তোমায় একবার ছুয়ে দেখতাম
গৌরবের মিনার ধরে চিৎকার করে বলতাম
দয়া করে আমায় প্রেম করা শিখাও।

_ মোস্তফা কামাল সুমন

Related Post

ইমাম হুসাইন

Posted by - সেপ্টেম্বর ১, ২০১৯
সীমানার প্রাচীর পেরিয়ে অসমাপ্ত পথের সন্ধানে নিঃশব্দ নিস্তব্ধতায় সত্য-অসত্যের ফয়সালায় অহর্নিশ একজন চলে অবিচল গতীতে অবরুদ্ধ সত্যকে মুক্তির স্বাধীনতায় প্রিয়জনের…

হুসাইন(আ:) কে? (পর্ব-৫)

Posted by - সেপ্টেম্বর ৭, ২০১৯
হুসাইন(আ:) কে? (পর্ব-৫) – নূরে আলম মুহাম্মাদী। হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন!!! যে নবী মুহাম্মাদের(সা.) মহব্বতে…

হযরত ইমাম হুসাইন (আলাইহিস সালাম)-এর মর্যাদাঃ

Posted by - সেপ্টেম্বর ৮, ২০২৩
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম-এর চাচী সাইয়্যেদা হযরত উম্মুল ফযল বিনতে হারিস রাদিয়াল্লাহু তা’আলা আনহা অর্থাৎ হযরত…

এক মহাকা‌লের আবাহন !

Posted by - এপ্রিল ৭, ২০২০
এক মহাকা‌লের আবাহন! সে‌দিন উ‌ঠে‌ছিল সামারায় এক নতুন সূর্য , ভো‌রের আ‌লোয় উদ্ভা‌সিত ছিল প্রকৃ‌তি , চণ্চল হাওয়ায় মা‌তোয়ারা ভ্রম‌রে…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »