কত ক্লান্তি নিয়ে ছুটে চলা মরুর বুকে !
সাগরসম বিরহ ,ব্যাথাতুর হৃদয় নিয়ে !
প্রচন্ড দাবদাহে নাভিশ্বাস হয়ে উঠছে কাফেলাবাসী !
পথে মধ্যে শহরের অধিবাসীদের নির্যাতন ,
জটলা পাকানো অসুস্থ পরিবেশ !
ফুফু আম্মা একটু পানি দাওনা !
আর তো পারছি না !
শহরের কোন এক মহিলাকে মা যয়নাব বললেন
বাচ্চাটাকে একটু পানি খাওয়াবে ?
মহিলা পানি নিয়ে এসে বললো
তার ইচ্ছাপূরণের জন্য দোয়া করে দিতে !
শুনেছি কাফেলাবাসীকে পানি পান করালে ইচ্ছাপূরণ হয় !
সাখিনা ,পানি খাওয়ার আগেই দোয়া করে দাও তো !
কি তোমার ইচ্ছা ?
আমার স্বামী সফরে গেছেন ,তিনি যেন মঙ্গল মতেই ফিরে আসেন !
আরেকটি হচ্ছে , আমার বাচ্চারা যেন কোনদিন এ কাফেলাবাসির মতো মুসিবতে না পড়ে !
সাখিনা দোয়া করে দিলেন !
মহিলার বললো আমার একটি অন্তিম ইচ্ছা ছিল !
মা যয়নাব বললো কি তোমার সে ইচ্ছা ?
আমি মদিনায় গিয়ে ইমাম হোসেইন ও বিবি যয়নাবের সাক্ষাত চাই !
মা যয়নাব বললেন ওখানে তোমার কি কাজ ,
আর তাঁদের দেখলে কি চিনতে পারবে?
মহিলা বললো,কেন চিনবো না !
আমি যে উনাদের দাসী ছিলাম !
মন চাইছে তাঁদের সাথে বাকি জীবনটা কাটিয়ে দেই!
রুক্ষ এলোমেলা চুলগুলোতে নবীর পরিবারের নারীগনের মুখ ঢাকা ,
চেনার কোন উপায় নেই !
সামনের চুলগুলো সরিয়ে যখনই মা যয়নাব বললেন ,
চিনতে পেরেছো আমাকে ?
মহিলা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন !
আর পরোক্ষণেই নিজের চোখে মুখে চাপড়িয়ে চাপড়িয়ে কান্নার বিলাপে নিজেকে একাকার করে বেদনার স্রোতে ভাসিয়ে দিলেন !!
___মাসুদ রানা তরুন ।।
It’s very good side to learned many things. Thanks for this kind of thing, also very helpful for us to know the real & true things.
শুকরিয়া।