কুফা থে‌কে দা‌মে‌স্কে কা‌ফেলা !!

1570

কত ক্লা‌ন্তি নি‌য়ে ছু‌টে চলা মরুর বু‌কে !
সাগরসম বিরহ ,ব্যাথাতুর হৃদয় নি‌য়ে !
প্রচন্ড দাবদা‌হে না‌ভিশ্বাস হ‌য়ে উঠ‌ছে কা‌ফেলাবাসী !
প‌থে ম‌ধ্যে শহ‌রের অধিবাসী‌দের নির্যাতন ,
জটলা পাকা‌নো অসুস্থ প‌রি‌বেশ !

ফুফু আম্মা একটু পা‌নি দাওনা !
আর তো পার‌ছি না !

শহ‌রের কোন এক ম‌হিলা‌কে মা যয়নাব বল‌লেন
বাচ্চাটা‌কে একটু পা‌নি খাওয়া‌বে ?

ম‌হিলা পা‌নি নি‌য়ে এসে বললো
তার ইচ্ছাপূর‌ণের জন্য দোয়া ক‌রে দি‌তে !
শু‌নে‌ছি কা‌ফেলাবাসী‌কে পা‌নি পান করা‌লে ইচ্ছাপূরণ হয় !

সা‌খিনা ,পা‌নি খাওয়ার আগেই দোয়া ক‌রে দাও তো !

কি তোমার ইচ্ছা ?
আমার স্বামী সফ‌রে গে‌ছেন ,‌তি‌নি যেন মঙ্গল ম‌তেই ফি‌রে আসেন !
আ‌রেক‌টি হ‌চ্ছে , আমার বাচ্চারা যেন কোন‌দিন এ কা‌ফেলাবা‌সির ম‌তো মু‌সিব‌তে ‌না প‌ড়ে !

সা‌খিনা দোয়া ক‌রে দি‌লেন !
ম‌হিলার বল‌লো আমার এক‌টি অন্তিম ইচ্ছা ছিল !
মা যয়নাব বল‌লো কি তোমার সে ইচ্ছা ?

আ‌মি ম‌দিনায় গি‌য়ে ইমাম হো‌সেইন ও বি‌বি যয়নাবের সাক্ষাত চাই !
মা যয়নাব বল‌লেন ওখা‌নে তোমার কি কাজ ,
আর তা‌ঁদের দেখ‌লে কি চিন‌তে পার‌বে?
ম‌হিলা বল‌লো,‌কেন চিন‌বো না !
আমি যে উনা‌দের দাসী ছিলাম !
মন চাই‌ছে তাঁদের সা‌থে বা‌কি জীবনটা কা‌টি‌য়ে দেই!

রুক্ষ এলো‌মেলা চুলগু‌লোতে নবীর প‌রিবা‌রের নারীগনের মুখ ঢাকা ,
চেনার কোন উপায় নেই !
সাম‌নের চুলগু‌লো স‌রি‌য়ে যখনই মা যয়নাব বল‌লেন ,
‌চিন‌তে পে‌রে‌ছো আমা‌কে ?

ম‌হিলা হতভম্ব হ‌য়ে তা‌কি‌য়ে রই‌লেন !
আর প‌রোক্ষ‌ণেই নি‌জের চো‌খে মু‌খে চাপ‌ড়ি‌য়ে চাপ‌ড়ি‌য়ে কান্নার বিলাপে নি‌জে‌কে একাকার ক‌রে ‌বেদনার স্রো‌তে ভা‌সি‌য়ে দি‌লেন !!

___মাসুদ রানা তরুন ।।

Related Post

তাঁর শেষ সেজদা

Posted by - আগস্ট ২৬, ২০২০
বলবো তাঁর শেষ সেজদার কথা। তাঁর অন্তর্নিহিত ধ্যান এর কথা। খোদায়ী গোলামীত্তের সে সার কথা। অথচ তোমরা তা বুঝলে না!!…

পবিত্র কুরআনের পারা কী ৩০ নাকি ৪০ বিভ্রান্তির অবসান

Posted by - অক্টোবর ১৯, ২০২০
কুরআন এমন একটি মহা পবিত্র গ্রন্থ যে গ্রন্থের রচনা নিয়ে কোন সন্দেহ নেই এবং যার হিফাজতের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ…

আশুরার পূর্ব রাত

Posted by - আগস্ট ২৯, ২০২০
একষট্টি হিজরীর নবম মহররমের দিবাগত রাত আজ আশুরার পূর্ব রাত। যেন মহাপ্রলয়ের পূর্ব রাত। কারবালা প্রান্তরের বাতাসেও আজ শোকের পূর্বাভাস।…

আশুরার বিপ্লবে নারীদের গৌরবজ্জ্বোল ভুমিকা

Posted by - আগস্ট ২৫, ২০২০
ইসলাম নারী ও পুরুষের সন্মিলিত ইতিহাস। ইসলাম গ্রহণকারী প্রথম ব্যাক্তি ছিলেন একজন নারী তথা উন্মুল মুমিনিন হযরত খাদিজা (সা.আ.)। প্রায়…

There are ২ comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »