কুফা থে‌কে দা‌মে‌স্কে কা‌ফেলা !!

1428 2

কত ক্লা‌ন্তি নি‌য়ে ছু‌টে চলা মরুর বু‌কে !
সাগরসম বিরহ ,ব্যাথাতুর হৃদয় নি‌য়ে !
প্রচন্ড দাবদা‌হে না‌ভিশ্বাস হ‌য়ে উঠ‌ছে কা‌ফেলাবাসী !
প‌থে ম‌ধ্যে শহ‌রের অধিবাসী‌দের নির্যাতন ,
জটলা পাকা‌নো অসুস্থ প‌রি‌বেশ !

ফুফু আম্মা একটু পা‌নি দাওনা !
আর তো পার‌ছি না !

শহ‌রের কোন এক ম‌হিলা‌কে মা যয়নাব বল‌লেন
বাচ্চাটা‌কে একটু পা‌নি খাওয়া‌বে ?

ম‌হিলা পা‌নি নি‌য়ে এসে বললো
তার ইচ্ছাপূর‌ণের জন্য দোয়া ক‌রে দি‌তে !
শু‌নে‌ছি কা‌ফেলাবাসী‌কে পা‌নি পান করা‌লে ইচ্ছাপূরণ হয় !

সা‌খিনা ,পা‌নি খাওয়ার আগেই দোয়া ক‌রে দাও তো !

কি তোমার ইচ্ছা ?
আমার স্বামী সফ‌রে গে‌ছেন ,‌তি‌নি যেন মঙ্গল ম‌তেই ফি‌রে আসেন !
আ‌রেক‌টি হ‌চ্ছে , আমার বাচ্চারা যেন কোন‌দিন এ কা‌ফেলাবা‌সির ম‌তো মু‌সিব‌তে ‌না প‌ড়ে !

সা‌খিনা দোয়া ক‌রে দি‌লেন !
ম‌হিলার বল‌লো আমার এক‌টি অন্তিম ইচ্ছা ছিল !
মা যয়নাব বল‌লো কি তোমার সে ইচ্ছা ?

আ‌মি ম‌দিনায় গি‌য়ে ইমাম হো‌সেইন ও বি‌বি যয়নাবের সাক্ষাত চাই !
মা যয়নাব বল‌লেন ওখা‌নে তোমার কি কাজ ,
আর তা‌ঁদের দেখ‌লে কি চিন‌তে পার‌বে?
ম‌হিলা বল‌লো,‌কেন চিন‌বো না !
আমি যে উনা‌দের দাসী ছিলাম !
মন চাই‌ছে তাঁদের সা‌থে বা‌কি জীবনটা কা‌টি‌য়ে দেই!

রুক্ষ এলো‌মেলা চুলগু‌লোতে নবীর প‌রিবা‌রের নারীগনের মুখ ঢাকা ,
চেনার কোন উপায় নেই !
সাম‌নের চুলগু‌লো স‌রি‌য়ে যখনই মা যয়নাব বল‌লেন ,
‌চিন‌তে পে‌রে‌ছো আমা‌কে ?

ম‌হিলা হতভম্ব হ‌য়ে তা‌কি‌য়ে রই‌লেন !
আর প‌রোক্ষ‌ণেই নি‌জের চো‌খে মু‌খে চাপ‌ড়ি‌য়ে চাপ‌ড়ি‌য়ে কান্নার বিলাপে নি‌জে‌কে একাকার ক‌রে ‌বেদনার স্রো‌তে ভা‌সি‌য়ে দি‌লেন !!

___মাসুদ রানা তরুন ।।

Related Post

লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল

Posted by - November 15, 2019 0
লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল। এই কালেমা পড়রে আমার পরান বুলবুল। বল আল্লাহ ছাড়া দোসরা আর মাবুদ…

কারবালার করুণ শোকগাঁথা

Posted by - July 30, 2022 0
পর্ব একঃ কারবালা ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ মঞ্চ 🔲⬛🔲⬛🔲⬛🔲⬛🔲⬛🔲⬛🔲⬛ প্রতিবছর মহররম মাস আসলে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় কারবালার শহীদদের শোকে মুহ্যমান…

ইমাম হুসাইন (আঃ)-এর শাহাদাতের ইতিহাস

Posted by - August 30, 2020 0
হযরত রাসূল(সা.) কর্তৃক অভিশাপপ্রাপ্ত ও পরিত্যাক্ত তথাকথিত আমির মুআবিয়া তার ঘৃণিত মৃত্যুর পূর্বেই পুত্র ইয়াযিদকে ৬৮০ খ্রীষ্টাব্দে খিলাফতের উত্তরাধিকারী মনোনীত…

পবিত্র মাথা মুবারকগুলোর সাথে রক্ত পিপাসুরা…

Posted by - September 13, 2019 0
আশুরার দিনে ইয়াযিদ (লানাতুল্লাহি আলাহি) ও ইয়াযিদী (লানাতুল্লাহি আলাহি) বাহিনী, রাসূলের পবিত্র আহলে বাইত ও তাঁদের খাস অনুসারীদেরকে নির্মমভাবে খুন…

আশুরার বিপ্লবে নারীদের গৌরবজ্জ্বোল ভুমিকা

Posted by - August 25, 2020 0
ইসলাম নারী ও পুরুষের সন্মিলিত ইতিহাস। ইসলাম গ্রহণকারী প্রথম ব্যাক্তি ছিলেন একজন নারী তথা উন্মুল মুমিনিন হযরত খাদিজা (সা.আ.)। প্রায়…

There are 2 comments

  1. It’s very good side to learned many things. Thanks for this kind of thing, also very helpful for us to know the real & true things.

    Reply

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »