কালো রাতের মুসাফির

716

কালো রাতের মুসাফির

__মোস্তফা কামাল সুমন

একটি বিদঘুটে কালো রাত
দির্ঘ প্রহর নিয়ে যেন এসেছে,
পেঁচাদের লোমহর্ষক প্রতিধ্বনিত ডাক,
আর মাংসাশী শেয়াদের খুধার্ত হুংকার!
সব মিলিয়ে!
প্রেতাত্মায় ঘেরা নির্ঘুম প্রহর কাটছে এখন!!

আত্মরক্ষার কোন কৌশল জানা নেই,
অথচ, বেঁচে থাকতেই যে হবে!
যে কোন উপায়েই হোক!
সবার কাছে পৌছাতে হবে দিনের সব খবর!

রক্তলেলুপ হায়েনাদের উল্লাসের মিছিল
বিচ্ছিন্ন মস্তক তোরনাকারে সাজানো বর্ষার মাথায়!
যার নিচে হেঁটে চলছে ওরা!
জানা নেই, আর কতো পথ হাঁটতে হয়,
আর কতো রাত, দিন, গোধূলি কাটবে বাড়ির পথে যেতে।

তবুও, চলতেই হবে ওদের!
থেমে গেলে যে চলবে না
ওদের পথ চেয়ে বসে আনাগত ভবিষ্যতের নির্মাতারা!
যারা স্বপ্নকে গড়বে, পুড়ে দেবে নির্বিচার নির্জাতনের সৌধ
ঘাড় ধরে নামাবে অধিকার হরন করে শাহি হওয়া
রক্ত পিয়াসি জালিমশাহিদের!

ওদের অফুরন্ত সঞ্চয়ের প্রয়োজান,
প্রয়োজন বিশুদ্ধ চেতনা,
নির্মল বোধে শানিত আনাগত ঐ ভবিষ্যতদের কাছে
পৌছাতে হবে সবগুলো অর্জন!

অথচ!
জানা নেই, এখনো কতো পথ রয়েছে বাকি!
কতো সূদির্ঘ কাল পেরুতে তার হিসেব জানা নেই কারো!
আবাক! তবু চলছেই ওরা!

এখনো বাজার আাসেনি!
যেখানে একদল ভোতা বোধের উৎসুক জনতার পাথর বৃষ্টির মোকাবেলা হবে!
তিরস্কার আার তাছ্যিল্লের সুস্বাগতম দেখাতে হবে
উফ! সহ্যও করতে হবে।

Related Post

অভি‌যোগ ও অনু‌যো‌গে সাজ্জাদ !!!

Posted by - সেপ্টেম্বর ১২, ২০১৯
পর্ব~১  অভি‌যোগ ও অনু‌যোগের স্পৃহার দগ্ধতায় ভে‌সে চ‌লে‌ছি ‌সেই ক‌বে, লালে লাল মরুর লা‌লিমা হ‌তে। মম  ম‌র্মে বিধুর বা‌ষ্পে চরম…

সালাম হে জামানার ইমাম

Posted by - নভেম্বর ৮, ২০১৯
সালাম সালাম হে জামানার ইমাম।। লাখো সালাম তোমায় লাখো সালাম।। তোমারি আগমনে ধন্য ধরা, তোমারি পরশে জাতি হবে যে সেরা,…

অব‌রুদ্ধ ফোরাত !!

Posted by - সেপ্টেম্বর ৮, ২০১৯
৭ মহররম ! দূ‌র্যো‌গের ঘণঘটার ডাক ! প্রকৃ‌তির বিলা‌পের সুর বে‌জে উঠার প্রস্তু‌তি ! ব‌য়ে যাওয়া ফোরা‌তের আর্তনাদ! সে আর্তনাদ…

শোকার্ত মায়ের প্রতিক্ষা…

Posted by - সেপ্টেম্বর ৯, ২০১৯
তপ্ত রোদে খোলা আকাশের নিচে সেই কবে থেকে বসে আছে মা, হিসেব মেলানো দুঃসাধ্য। কিই বা আর করবেন আর মা।…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »