কারবালা থে‌কে কুফায় কা‌ফেলা !!

998

‌বিদঘূ‌টে অন্ধকারাচ্ছন্ন রা‌ত্রি !
সারারাত খোলা আকা‌শের নি‌চে !
পা‌য়ে বে‌ড়ি পড়া ,হা‌তে হাতকড়া !
কখ‌নো হে‌টে কখ‌নো বা ঘোড়ার পি‌ঠে চ‌ড়ে !
সাম‌নে পিছ‌নে শত্রু‌দের বর্শার অগ্রভা‌গে
‌প্রিয় মুখগু‌লো দুল‌ছে !

দগ্ধ হওয়া প্র‌তি‌টি অন্তর !
‌শো‌কে কাতর মন !
নার‌ীদের মাথায় চাদর নেই,
‌টে‌নে ছি‌ড়ে ফেলা হ‌য়ে‌ছে !
‌শিশু‌দের মু‌খে গা‌লে চড় থাপ্প‌রের স্পষ্ট ছাপ !
‌বেআব্রু বা‌নি‌য়ে রাস্তায় রাস্তায় ,
বাজা‌রে বাজ‌া‌রে
ঘুরা‌নো হ‌চ্ছে তা‌দের !

অন্তরগ‌ু‌লো  আজ বড়ই ক্লান্ত  অবিরত রক্ত ক্ষর‌ণে ,
উপুর্যূপ‌রি আঘা‌তে !
কত‌দিন খাওয়া নেই  ,‌নেই পা‌নি !
হাহাকার আর শূণ্যতা চে‌পে ধরা আর্তনা‌দের কা‌ছে সবকিছুই গৌণ তা‌দের !
মায়ার অনুভূ‌তিগু‌লোও বিষা‌দের ছায়ায় ঢে‌কে আছে !

পথশ্রান্ত হ‌য়ে যখনই তন্দ্রা ঘি‌রে ধর‌তো ঠিক তখনই হ্যাঁচকা টানে ঝাঁকু‌নি দি‌য়ে আহত কর‌তো পাষান শত্রুগু‌লো !

‌কোন কোন শহ‌রে এলে ইয়া‌যিদ বা‌হিনী ঘোষনা দি‌তো
ব‌ন্দি মানুষগু‌লোর তামাশা দেখার জন্য ।
হুম‌ড়ি খে‌য়ে পড়‌তো শহ‌রের লোকজন !
কখ‌নো কখ‌নো ইট পাট‌কেল ছোড়া হ‌য়ে‌ছে সে কা‌ফেলা‌দের উপর !
আর তা দে‌খে ইয়া‌জি‌দের বি‌জেতা বা‌হিনী আন‌ন্দে উল্লাস কর‌তো !

হঠাৎ বর্শার অগ্রভাগ থেকে এক‌টি মাথা‌ প‌ড়ে গেলো !
বার বার চেষ্টার পরও থাক‌ছে না বর্শায় ।
উপায় না দে‌খে ঝু‌লি‌য়ে দেওয়া হ‌লো ঘোড়ার গলায় !
এক অধিবা‌সি জি‌জ্ঞেস কর‌লেন
ঐ শিরটা ঝুলা‌নো কেন?

শত্রু‌দের কা‌ছে জবাব না পে‌য়ে ,
হাত বাধা ,পা‌য়ে বে‌ড়ি পড়া ইমাম  জয়নূল বল‌লেন ,
এই শির চাচা আব্বা‌সের !
কথা দি‌য়ে‌ছি‌লেন ,তাঁর জীবদ্দশায়
আহ‌লে বা‌য়ে‌তের নারী‌দের হিজাব রক্ষা কর‌বেন ।
তাঁর চো‌খের সাম‌নের নবীর বংশদের আব্রু নেই তাই ল‌জ্জ্বিত হ‌য়ে বর্শা থে‌কে প‌ড়ে যা‌চ্ছে !
লুকা‌তে চে‌য়ে‌ছেন মুখ‌টি !!

___মাসুদ রানা তরুন ।।

Related Post

পবিত্র কুরআনের পারা কী ৩০ নাকি ৪০ বিভ্রান্তির অবসান

Posted by - অক্টোবর ১৯, ২০২০
কুরআন এমন একটি মহা পবিত্র গ্রন্থ যে গ্রন্থের রচনা নিয়ে কোন সন্দেহ নেই এবং যার হিফাজতের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ…

হুসাইনী ইসলামের পক্ষে সমর্থন ও সোচ্চার হওয়ার আহ্বান

Posted by - সেপ্টেম্বর ১৬, ২০২২
গভীর শোকাবহ ও মর্ম বিদারক আশুরা আন্দোলনে ইমাম হুসাইন (আ.) ও তাঁর নিবেদিতপ্রাণ সঙ্গীদের ত্যাগ ও কুরবানীকে শ্রদ্ধার সাথে স্মরণ…

শোকাবহ ৯ই মহররম

Posted by - সেপ্টেম্বর ৯, ২০১৯
হুসাইন(আ:) কে? (পর্ব-৬) – নূরে আলম মুহাম্মাদী। হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন!!! শুনেছি ইউসুফ নবীর সৌন্দর্যের…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »