ক’ফোটা জল !!

853 0
বি‌কেল গ‌ড়ি‌য়ে সন্ধ্যা প্রায়।
কোথাও যেন খুঁজে পাওয়া যা‌চ্ছে না।
হন্য হ‌য়ে খুঁজ‌ছে সবাই।
নাহ… কোথাও নেই?
কিন্তু সংখ্যাটা যে মিল‌ছে না ?
খুঁ‌জে পে‌তে যে হ‌বেই ,,,
শুধু এক‌টি ই তো মাত্র !
 
বা‌কিগু‌লো তো মিল‌ছে !!
 
‌বিশাল ভূ‌মি !
এখা‌নে আর কোথায় পা‌বো সে এক‌টি‌কে !!
 
কি করা যায়,,,?
চল …দল‌বেঁধে নে‌মে প‌ড়ি !
সা‌রিবদ্ধভা‌বে নে‌মে পড়‌লো সবাই।
কিন্তু ‌কিভা‌বে ?
‌কিভা‌বে মা‌নে ?
‌কিছুক্ষণ আগেই তো হত্যা করলাম ,,,!!
যা‌বে কোথায় ?
মা‌টির নি‌চে পুঁতে ফেল‌ছে বোধ হয় !
‌তো ,
মা‌টির নি‌চে খুজ‌বো কিভা‌বে ?
গাধাঁর দল কোথাকার !
হা‌তের এই তীক্ষ্ণ বর্শা গু‌লো দি‌য়ে কি কর‌বি ?
উপর থে‌কে জো‌রে জো‌রে মা‌টি‌তে খোঁচা দি‌য়ে দ্যাখ !
চা‌লি‌য়ে যা এভা‌বে,‌পে‌য়ে যা‌বি !!
যেই কথা সেই কাজ !!
মা‌টি‌তে বর্শা দি‌য়ে খুঁচি‌য়ে খুঁচি‌য়ে যা‌চ্ছে !
‌কিন্তু পাওয়া তো যা‌চ্ছে না ?
 
চার‌দি‌কে মারমার কাটকাট শে‌ষে শুধু চল‌ছে লুণ্ঠন ও নিপীড়ন।
‌নেই কোন অবগুন্ঠন,
‌টে‌নে হেচ‌ড়ে ছি‌ড়ে ফেল‌ছে ছাউনী ।
আগুন জ্বা‌লি‌য়ে দি‌য়ে সব ছাড়খাড় ক‌রে দি‌য়ে‌ছে।
অব‌শিষ্ঠ কেবল একজনই রুগ্ন নর, বা‌কি শুধু নারী ও শিশু‌দের সে নির্যা‌তিত দল‌টি।
প্র‌তিপক্ষ তো হাজার তি‌রিশ।
হত্যাকা‌ন্ডের সব চে‌য়ে ‌নির্মম লোমহর্ষক কোন শব্দ ম‌নে হয় শব্দ‌কো‌ষে নেই যে তা ‌দি‌য়ে বর্ননা করা যা‌বে।
 
সুকরুন সু‌রে ভে‌সে আস‌ছে বেঁ‌চে থাকা গোটা ক‌য়েক নারীর কান্নার আওয়াজ!
মূর্ছা যাওয়া ও কিছু গোঙানী শব্দ।
 
কিছু তীব্র বিলাপ!!
হঠাৎ বর্শার আগাটা কেমন যেন ঈষৎ বাঁধাপ্রাপ্ত হ‌য়ে মা‌টি‌তে ভেদ কর‌লো !!
‌কেমন যেন অনুভূ‌তিটা !!
‌ঠিক যেন নতুন গজা‌নো কলা গা‌ছের ভিতর বর্শা বিদ্ধ হওয়ার সে কচকচ শ‌ব্দের অনুভূ‌তি !!
বর্শাটা টে‌নে তুল‌তেই যেন সহ‌জে উঠে আস‌ছে না !!
 
চম‌কি‌য়ে ব‌লে উঠ‌লো ,
 
এই তো পে‌য়ে গে‌ছি !!
 
ম‌া‌টি খুঁ‌ড়ে তুল‌তেই উঠে এলো সেই পিতার হাতে সদ্য সমা‌হিত ,
হায়না‌দের হা‌তে তীর‌ ও বর্শা‌বিদ্ধ ছোট্ট সে এক ক‌চি দেহ।
 
বয়স মাত্র ৬ মাস।
 
অপরাধ…….?
 
অপরাধ শুধু চে‌য়ে‌ছিল…
কেবলই,,,,
ক’‌ফোটা…
জল………!!!!
(মাসুদ রানা)

Related Post

লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল

Posted by - November 15, 2019 0
লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল। এই কালেমা পড়রে আমার পরান বুলবুল। বল আল্লাহ ছাড়া দোসরা আর মাবুদ…

ইয়াযিদের বাবার পরিচয়

Posted by - September 9, 2019 0
✍হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ “একবার আমি শিশুদের সাথে খেলছিলাম। এ সময় রাসুল (সা.)…

আযর কি হযরত ইবরাহীমের পিতা ছি‌লেন?

Posted by - September 6, 2019 0
বিসমিল্লা‌হির রাহমা‌নির রা‌হিম আল্লাহ তায়ালা সৃ‌ষ্টির এই দু‌নিয়া‌তে তাঁর প্র‌তি‌নি‌ধি স্বরুপ মানব জা‌তি‌কে সৃ‌ষ্টি ক‌রে‌ছেন আশরাফুল মাখলুকাত তথা সৃ‌ষ্টির সেরা জীব…

বিজয়ের চেতনায়

Posted by - August 29, 2020 0
আজ থেকে হাজার বছর পূর্বের ঘটনা। এক পিতার সম্মুখেই তাঁর যুবক পুত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিলো। সেখানে পিতা ছিলেন অসহায়।…

আশুরার বিপ্লবে নারীদের গৌরবজ্জ্বোল ভুমিকা

Posted by - August 25, 2020 0
ইসলাম নারী ও পুরুষের সন্মিলিত ইতিহাস। ইসলাম গ্রহণকারী প্রথম ব্যাক্তি ছিলেন একজন নারী তথা উন্মুল মুমিনিন হযরত খাদিজা (সা.আ.)। প্রায়…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »