✔ যা জানা সবার জন্যে খুবি প্রয়োজনঃ👇
✍নাপাক অবস্থায় [=স্বামী-স্ত্রীর মিলনের পর গোসলের আগে, স্বপ্ন দোষের কারণে অথবা অন্য যে কোন কারণে বীর্য বের হলে গোসলের আগে, নারীদের মাসিক অবস্থায় গোসলের মাধ্যমে পবিত্র হওয়ার আগ পর্যন্ত, প্রসূত মায়ের জন্যে সন্তান প্রসবের পর দশ দিনের মধ্যে যতদিন নিফাসের রক্ত যাবে ততদিন এবং তা থেকে পবিত্র হবার জন্যে গোসলের আগে, মৃত ব্যক্তিকে গোসল দেয়ার আগে স্পর্শ করার কারণে অপবিত্রতা ও তা থেকে পবিত্র হবার নিয়তে গোসলের আগ পর্যন্ত] নিম্নের চারটি আয়াত তিলাওয়াত করা হারাম:
1⃣এক: সূরা নাজম (৫৩ নং সূরা)-এর ৬২ নম্বর আয়াত।
2⃣দই: সূরা আলাক্ব(৯৬ নং সূরা)-এর ১৯ নম্বর আয়াত।
3⃣তিন: সূরা সাজদা(৩২ নং সূরা)-এর ১৫ নম্বর আয়াত।
4⃣চার: সূরা ফুসসিলাত(৪১ নং সূরা)-এর ৩৭ নম্বর আয়াত