❖✨বিসমিল্লাহির রাহমানির রাহিম✨❖
🎈🎈ওয়েবসাইট শুভ উদ্বোধন🎈🎈
বাংলার জমিনে #আহলে_বাইতের প্রচার ও প্রসারে, সত্যানুসন্ধানী আহলে বাইত প্রেমীদের জ্ঞানের ক্ষুদা মিটাতে পবিত্র #ঈদুল_আযহার (১৪৪০হিঃ) খুশির দিনে, #ইমামিয়া_পাক_দরবার_শরীফের ওয়েবসাইটের “শুভ উদ্ভোধন” উপলক্ষে সকলকে আন্তরিক #শুভেচ্ছা ও #অভিনন্দন।
#আল্লাহর_হুকুমের কাছে আত্মসমর্পনকারী সকলের দোয়া, সমর্থন ও সুচিন্তিত মতামত প্রত্যাশা করি। অজানাকে জানতে হলে ও তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন, সাথে থাকুন। #আহলে_বাইতের প্রচার ও প্রসারে ও অন্যদের জানাতে নিয়মিত লাইক ও শেয়ার করুন। আপনার যে কোনো মূল্যবান মতামত দিতে ইনবক্স করুন।
বি.দ্রঃ সময়ের স্বল্পতায় ওয়েবসাইটের আংশিক কাজ সম্পন্ন হয়েছে। অতি শিগ্রী ডেভলাপমেন্টের কাজ শেষ করে সম্পূর্ণ কনটেন্ট আপলোড দেয়া হবে ইনশাআল্লাহ। পরিপূর্ণ কাজ শেষ হতে আরো কিছুদিন সময় লাগবে। ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপডেট পেতে নিয়মিত চোখ রাখুন।
আমাদের ওয়েবসাইটি ভিজিট করার জন্যে আপনাকে শুকরিয়া জানাই।