এক নজরে হযরত হাসান ইবনে আলী আল্ আসকারী (আঃ)

672

🔊এক নজরে হযরত হাসান ইবনে আলী আল্ আসকারী সালামুল্লাহি আলাইহিঃ📣
👇👇👇👇👇

নামঃ হাসান ইবনে আলী (আঃ)।
ডাক নামঃ আবু মুহাম্মাদ।
উপাধিঃ আসকারী ।
পিতার নামঃ আলী ইবনে মুহাম্মাদ (আঃ)।
মাতার নামঃ সালিল।
জন্ম তারিখঃ ৮ম রাবিউস্ সানি ২৩২ হিজরী।
জন্ম স্থানঃ মদিনা।
ইমামত কালঃ ছয় বৎসর।
শাহাদাতের তারিখঃ ৮ম রাবিউল আউয়াল হিজরী ২৬০ সন।
শাহাদাতের স্থানঃ বাগদাদের নিকটবর্তী সামেরাহ্ শহর।
মাযারঃ সামেরাহ্।
শাহাদাতের কারণঃ আব্বাসীয় খলিফা আহমাদ আল মু’তামিদ আলাল্লাহ ইমামকে বিষ প্রয়োগে হত্যা করে।😭😭

Related Post

হযরত ফাতিমাতুয্ যাহরা সালামুল্লাহি আলাইহা-র শাহাদাতের দিন তারিখ

Posted by - সেপ্টেম্বর ২, ২০১৯
🖤হযরত ফাতিমাতুয্ যাহরা সালামুল্লাহি আলাইহা-র শাহাদাতের দিন তারিখ-এর ব্যাপারে তিনটি বর্ণনা বিভিন্ন ইতিহাসের কিতাবে বর্ণিত হয়েছেঃ🖤   🖊১। আল্লাহর হাবীব…

ইমাম হাসান ইবনে আলী আল আসকারী (আঃ)-এর পবিত্র শাহাদাতঃ

Posted by - নভেম্বর ৬, ২০১৯
হযরত ইমাম হাসান ইবনে আলী আল আসকারী আলাইহিমাস সালামের পবিত্র শাহাদাতঃ আব্বাসীয় খলিফারা ও তাদের উচ্চ পদস্থ কর্মকর্তারা অবগত ছিল…

নারীকুল শি‌রোম‌নি !!

Posted by - জানুয়ারি ২৫, ২০২০
ওহীর আ‌লোয় স্নাত হ‌য়ে তু‌মি এসে‌ছি‌লে ধরাত‌লে, প‌বিত্র নিঃশ্বা‌সে পে‌তে তু‌মি প‌বিত্রতার সব ঐশীমাখা! শ্রেষ্ঠত‌মের আদর ও পরশ তোমায় বু‌লি‌য়ে…

কোরআন ও হাদিসে ইমাম মাহদীর সঙ্গীদের বিশেষ গুণাবলী

Posted by - মার্চ ৫, ২০২৩
কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যার মধ্যে বর্ণিত গুণাবলী হযরত মাহদী (আ.)-এর বিশেষ সাহাবীদের ওপর প্রয়োগ করা যেতে পারে এবং…

হযরত ফাতিমা আয্ যাহরা (আঃ)

Posted by - সেপ্টেম্বর ২০, ২০১৯
নাম: ফাতেমা, সিদ্দীকা, মুবারিকাহ্, তাহিরাহ্, যাকিয়্যাহ্, রাযিয়্যাহ্, মারযিয়্যাহ্, মুহাদ্দিসাহ্, এবং যাহরা।১   ডাক নাম: উম্মুল হাসান,উম্মুল হুসাইন,উম্মুল মুহ্সিন,উম্মুল আয়েম্মা এবং…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »