এক নজরে ইমাম আলীর এ দুনিয়ার বাহ্যিক পরিচয়

863

🔸এক নজরে ইমাম আলীর এ দুনিয়ার বাহ্যিক পরিচয়ঃ🔻

 🌹নামঃ আলী (আঃ)।
🌹ডাক নামঃ আবুল হাসান।
🌹উপাধিঃ আমিরুল মু’মিনিন, মুরতাযা, হাইদার, আসাদুল্লাহ, আবু তুরাব, বাবুল ইলম।
🌹পিতার নামঃ আবু তালিব।
🌹মাতার নামঃ ফাতিমা বিনতে আসাদ।
🌹জন্ম তারিখঃ ১৩ই রজব, নবুয়্যাত পূর্ব দশম বৎসর।
🌹জন্ম স্থানঃ মক্কা নগরীতে অবস্থিত কা’বা গৃহে।
🌹ইমামতের সময়কালঃ ত্রিশ বৎসর।
😭শাহাদাতের তারিখঃ ২১শে রমজান ৪০ হিঃ।
😭শাহাদাতের স্থানঃ কুফা শহরের জামে মসজিদ।
😭রওজার স্থানঃ ইরাকের পবিত্র নাজাফ শহরে।
😭শাহাদাতের কারণঃ রমজান মাসে কুফার জামে মসজিদে ফজর নামাজে সেজদারত অবস্থায় অভিশপ্ত আব্দুর রাহমান ইবনে মুলজিম বিষাক্ত তরবারি দ্বারা আঘাত করে।
‎↯↻↯↻↯‎

Related Post

সর্বগু‌ণে গুণান্বিতা!!

Posted by - জানুয়ারি ২৫, ২০২০
বয়স পাঁচ কি ছয়, হারা‌লেন জন্মদাত্রী মা কে! ক‌চি ম‌নে পু‌রো আকাশ ভে‌ঙ্গে পড়ার ম‌তো, সান্তনা প্রবোধ স্নেহ সবই পিতার…

নারীকুল শি‌রোম‌নি !!

Posted by - জানুয়ারি ২৫, ২০২০
ওহীর আ‌লোয় স্নাত হ‌য়ে তু‌মি এসে‌ছি‌লে ধরাত‌লে, প‌বিত্র নিঃশ্বা‌সে পে‌তে তু‌মি প‌বিত্রতার সব ঐশীমাখা! শ্রেষ্ঠত‌মের আদর ও পরশ তোমায় বু‌লি‌য়ে…

শোক ও সমবেদনা

Posted by - এপ্রিল ২২, ২০২২
মহা মযলুম ইমাম, মাওলানা ও মাওলাল মুভাহ-হিদিন, আমিরুল মু’মিনিন, সাইয়্যিদুল আয়িম্মা, উরাফা ওয়া আউলিয়া, ক্বুত্-বুল আক্বত্বাব, ক্বাসিমুন নারি ওয়াল জান্নাহ,…

আহলে বাইতের প্রতি আনুগত্যপূর্ণ ভালবাসা

Posted by - ফেব্রুয়ারি ১, ২০২২
আল্লামা যামাখশারী ও আল্লামা ফাখরে রাযী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রখ্যাত দু’ জন তাফসীরকারক ও বিজ্ঞ আলেম । তারা তাদের…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »