এক নজরে ইমাম আলীর এ দুনিয়ার বাহ্যিক পরিচয়

735 0

🔸এক নজরে ইমাম আলীর এ দুনিয়ার বাহ্যিক পরিচয়ঃ🔻

 🌹নামঃ আলী (আঃ)।
🌹ডাক নামঃ আবুল হাসান।
🌹উপাধিঃ আমিরুল মু’মিনিন, মুরতাযা, হাইদার, আসাদুল্লাহ, আবু তুরাব, বাবুল ইলম।
🌹পিতার নামঃ আবু তালিব।
🌹মাতার নামঃ ফাতিমা বিনতে আসাদ।
🌹জন্ম তারিখঃ ১৩ই রজব, নবুয়্যাত পূর্ব দশম বৎসর।
🌹জন্ম স্থানঃ মক্কা নগরীতে অবস্থিত কা’বা গৃহে।
🌹ইমামতের সময়কালঃ ত্রিশ বৎসর।
😭শাহাদাতের তারিখঃ ২১শে রমজান ৪০ হিঃ।
😭শাহাদাতের স্থানঃ কুফা শহরের জামে মসজিদ।
😭রওজার স্থানঃ ইরাকের পবিত্র নাজাফ শহরে।
😭শাহাদাতের কারণঃ রমজান মাসে কুফার জামে মসজিদে ফজর নামাজে সেজদারত অবস্থায় অভিশপ্ত আব্দুর রাহমান ইবনে মুলজিম বিষাক্ত তরবারি দ্বারা আঘাত করে।
‎↯↻↯↻↯‎

Related Post

শোক ও সমবেদনা

Posted by - April 22, 2022 0
মহা মযলুম ইমাম, মাওলানা ও মাওলাল মুভাহ-হিদিন, আমিরুল মু’মিনিন, সাইয়্যিদুল আয়িম্মা, উরাফা ওয়া আউলিয়া, ক্বুত্-বুল আক্বত্বাব, ক্বাসিমুন নারি ওয়াল জান্নাহ,…

হযরত ফাতিমা আয্ যাহরা (আঃ)

Posted by - September 20, 2019 0
নাম: ফাতেমা, সিদ্দীকা, মুবারিকাহ্, তাহিরাহ্, যাকিয়্যাহ্, রাযিয়্যাহ্, মারযিয়্যাহ্, মুহাদ্দিসাহ্, এবং যাহরা।১   ডাক নাম: উম্মুল হাসান,উম্মুল হুসাইন,উম্মুল মুহ্সিন,উম্মুল আয়েম্মা এবং…

হাদীস শরীফে বার ইমাম

Posted by - April 5, 2020 0
ইতিপূর্বে উল্লেখিত হয়েছে যে, আল-কোরআনে আল্লাহ বলেন, ‘ক্বিয়ামতের ময়দানে প্রত্যেককে তার ইমামের সাথে পুনরুত্থিত করা হবে ।’ আর এটা নিঃসন্দেহে…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »