ঋণ আদায় ও পরিশোধের দোয়া

1831

✳ হযরত আল্লামা তাবারসী(রহঃ) বলেছেন, হযরত হুসাইন ইবনে খালিদ বলেনঃ
*“আমি মানুষের কাছে তিন লক্ষ দেরহাম পাই এবং অনেকে মোট চার লক্ষ দেরহাম আমার কাছে পায়। ঋণী ব্যক্তিরা আমার অর্থ ফিরিয়ে দিচ্ছিল না। আর পাওনাদাররা আমার কাছ থেকে পাওনা আদায়ের জন্যে ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল। এভাবে কিছুদিন চলতে থাকে। পরে হজ্বের মৌসুমে আমি ইমাম আলী ইবনে মুসা আর রিদ্বা আলাইহিস সালামের কাছে আমার হাজত তুলে ধরার লক্ষ্যে গোপনে হজ্বে গমন করলাম। কিন্তু হজ্বের মধ্যে ইমামের কাছে পৌছুতে পারলাম না। তবে একটি চিঠির মাধ্যমে আমি ইমামের কাছে আমার অবস্থা তুলে ধরি। ইমাম আলাইহিস সালাম চিঠির উত্তরে লিখেন, প্রতি ফরজ নামাজের পর এ দোয়াটি তিনবার করে পড়বেঃ*
اللهُمَّ اِنّی اَسْئَلُکَ یا لا اِلهَ اِلّا اَنْتَ بِحَقِّ لا اِلهَ اِلّا اَنْتَ اَن تَرحَمَنی بِلا اِلهَ اِلّا اَنْتَ اللهُمَّ اِنّی اَسْئَلُکَ یا لا اِلهَ اِلّا اَنْتَ بِحَقِّ لا اِلهَ اِلّا اَنْتَ اَن تَرضِیَ عَنّی بِلا اِلهَ اِلّا اَنْتَ اللهُمَّ اِنّی اَسْئَلُکَ یا لا اِلهَ اِلّا اَنْتَ بِحَقِّ لا اِلهَ اِلّا اَنْتَ اَن تَغفِرَلی بِلا اِلهَ اِلّا اَنْتَ
🔊[উচ্চারণঃ
“আল্ল-হুম্মা ইন্নি আসআলুকা ইয়া লা ইলাহা ইল্লা আন্তা বি হাক্বক্বি লা ইলাহা ইল্লা আন্তা আন্ তারহামানি বিলা ইলাহা ইল্লা আন্তা। “আল্ল-হুম্মা ইন্নি আসআলুকা ইয়া লা ইলাহা ইল্লা আন্তা বি হাক্বক্বি লা ইলাহা ইল্লা আন্তা আন্ তারদ্বিয়া আন্নি বিলা ইলাহা ইল্লা আন্তা। “আল্ল-হুম্মা ইন্নি আসআলুকা ইয়া লা ইলাহা ইল্লা আন্তা বি হাক্বক্বি লা ইলাহা ইল্লা আন্তা আন্ তাগ্বফিরা লি বিলা ইলাহা ইল্লা আন্তা।”]
🔊 *অবশ্যই তোমার হাজত পূরণ হয়ে যাবে। হুসাইন ইবনে খালিদ বলেনঃ*
*আমি এই দোয়া নিয়মিত পড়তে থাকলাম। আল্লাহর কসম! চার মাস পার না হতেই আমি মানুষের কাছে যে অর্থ পেতাম তা ফিরে আসে এবং আমার ঋণও শোধ হয়ে যায়। আর বাড়তি এক লক্ষ দেরহামও আমার অতিরিক্ত সংরক্ষিত হয়।”*
📚মাকারিমুল আখলাক্ব, পৃঃ নং ৩৪৭

Related Post

সন্তান লাভের তদবির

Posted by - সেপ্টেম্বর ১৭, ২০১৯
✔”সূরা আলে ইমরান-এর ৩৭ নং আয়াত এবং ✔সূরা আল্ আন্বিয়া-এর ৮৯ নং আয়াত নামাজের সিজদাতে পাঠ করুন। 🤲আল্লাহ অতি দ্রুত…

গর্ভবতী মা-র প্রয়োজনীয় কিছু আমল

Posted by - আগস্ট ১০, ২০১৯
💊👳 সুস্থ ও ধার্মিক প্রজন্ম উপহার দেয়ার লক্ষ্যে একজন গর্ভবতী মা-র প্রয়োজনীয় কিছু 🤲আমল নিম্নে উল্লেখ করা হলোঃ 🌷১। প্রত্যহ…

কয়েকটি ফলপ্রসূ বিশেষ আমল

Posted by - আগস্ট ২০, ২০১৯
🔳বিশেষ🤲আমল ১ প্রাচুর্য ও আয় রোজগার বৃদ্ধির জন্যে নিচের আমলটি ফলপ্রসূঃ* দুই রাকাত নামাজ পড়বে। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর…

শুক্রবার দিনের বিশেষ আমল

Posted by - ফেব্রুয়ারি ২৮, ২০২০
আবারো ঘুরে এলো, আরেকটি শুক্রবার। দয়াল ইমামের আত্মপ্রকাশের পবিত্র দিন। ইমামের বিরহে ভক্তদের বেদনাসিক্ত মনের কথা ব্যক্ত করার দিন।  ❤ একদিকে…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »