ঈদে মুবাহেলার শুভেচ্ছা

273 0

💖 *ঈদে মুবাহিলা মোবারক হো* 💖

*মুবাহিলার আয়াত:*
*فَمَنْ حَاجَّكَ فِيهِ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنْفُسَنَا وَأَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَعْنَةَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ.*

*উচ্চারণঃ*
“ফামান্ হা-জ্ জ্বাকা ফীহি মিম্ বা’দি মা- জ্বা – আকা মিনাল্ ‘ইল্মি ফাক্বুল্তা আ’ -লাও নাদ্উ’ আব্ না- আনা ওয়া আব্ না- আকুম্ ওয়া নিসা- আনা- ওয়া নিসা- আকুম্ ওয়া
আন্ ফুসানা- ওয়া আন্ ফুসাকুম্ ছুম্মা নাব্ তাহিল্ ফানাজ্ব আ”ল্ লা’নাতাল্লা-হি
আ’লাল্ কা-যিবীন্।”

*বাংলা অনুবাদঃ*
“অতঃপর তোমার কাছে (ওহির মাধ্যমে) জ্ঞান আসার পর যারা [=নাজরানের খৃষ্টান পাদ্রীরা] তোমার সাথে তাঁর [=হযরত ঈসা (আ.)-এর] বিষয়ে বিতর্ক ও বিরোধ করবে (এবং শেষ নবী ও রাসূল হিসেবে তোমার প্রতি ঈমান না আনবে) তাদেরকে তুমি বলে দাওঃ “(তাহলে চুড়ান্ত সমাধান হিসেবে) এসো! আমরা আমাদের সন্তানদের [=ইমাম হাসান ও ইমাম হুসাইন]-কে ডেকে আনি আর তোমরাও তোমাদের সন্তানদেরকে ডেকে আনো। আমরা আমাদের মেয়েদের [=হযরত ফাতেমা]-কে ডেকে আনি আর তোমরাও তোমাদের মেয়েদেরকে ডেকে আনো এবং আমরা আমাদের আপন সত্ত্বা সমতুল্য ব্যক্তিদের [=ইমাম আলী]-কে ডেকে আনি আর তোমরাও তোমাদের আপন সত্ত্বা সমতুল্য ব্যক্তিদেরকে ডেকে আনো। অবশেষে (এসো!), (তাদেরকে নিয়ে) আমরা পরস্পর চ্যালেঞ্জের মুখোমুখী হই এবং মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত বর্ষন করি।” (সূরা আলে ইমরান, আ: নং ৬১)।

*…قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى*

🔻 *আরবি উচ্চারণ:*
“…ক্বুল্ লা- আস্ আলুকুম্ আ’লাইহি আজ্বরান্ ইল্লাল্
মাওয়াদ্দাতা ফিল্ ক্বুর্বা…”

🔻 *বাংলা অনুবাদ:*
“…(হে নবী!) তুমি (তোমার উম্মতকে) বলে দাও: “আমি তা [=রেসালতের পারিশ্রমিক] বাবদ তোমাদের কাছ থেকে (আমার) নিকটতমদের [=আমার আহলে বাইতের] প্রতি আনুগত্যপূর্ণ ভালবাসা ছাড়া অন্য কিছু চাই না…।” (সূরা আশ শুরা, আয়াত নং ২৩)।

Related Post

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

Posted by - July 10, 2022 0
আত্মত্যাগ ও আত্মবিসর্জনের ঈদ, সৃষ্টিকর্তার নির্দেশে অবনত মস্তিষ্কে আনুগত্যের ঈদ- ঈদুল আযহা, সকল মুসলমানদের জন্যে নিয়ে আসুক ভ্রাতৃত্ব, ভালবাসা, মমতা,…

ওয়েবসাইট শুভ উদ্বোধন

Posted by - August 1, 2019 0
❖✨বিসমিল্লাহির রাহমানির রাহিম✨❖ 🎈🎈ওয়েবসাইট শুভ উদ্বোধন🎈🎈 বাংলার জমিনে #আহলে_বাইতের প্রচার ও প্রসারে, সত্যানুসন্ধানী আহলে বাইত প্রেমীদের জ্ঞানের ক্ষুদা মিটাতে পবিত্র #ঈদুল_আযহার (১৪৪০হিঃ)…

ঈদুল গাদীরের শুভেচ্ছা

Posted by - July 18, 2022 0
بسم الله الرحمن الرحيم. إِنَّمَا وَلِيُّكُمُ اللّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُواْ الَّذِينَ يُقِيمُونَ الصَّلاَةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ. উচ্চারণ: “ইন্নামা- অলিয়্যুকুমুল্লা-হু…

শহীদ কাসেম সোলাইমানীর শোক সভা অনুষ্ঠান

Posted by - January 8, 2020 0
ইমাম খোমেনী(রঃ)’র বৈপ্লবিক চেতনার পতাকাবাহী শহীদ কাসেম সোলাইমানীর নির্মম শাহাদাত উপলক্ষে ইমামিয়া পাক দরবার শরীফ আগামী ১০/০১/২০২০ইং রোজ শুক্রবার সকাল…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *