👆👆👆ঐতিহাসিক ইয়েমেন দেশটির সামাজিক ও মানবিক সকল অবকাঠামোর উপর আক্রমন চালাচ্ছে হিজাজ দখলকৃত অভিশপ্ত সোউদ পরিবারের শাসিত সরকার সৌদী আরব। ইয়েমেনে সামরিক আগ্রাসন ও আক্রমনের মাধ্যমে প্রতিনিয়ত সকল প্রকার মানবধিকার লংঘন করছে এই কুখ্যাত আলে সউদের সরকার।
👁👁 বাংলাদেশের কিছু মাওলানা বলেন, অ্যালকোহল যুক্ত বডি-স্প্রে বা পারফিউম ব্যবহার করা হারাম! অথচ অ্যালকোহল খাওয়া আর অ্যালকোহল ব্যবহার করা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। কোন খাদ্যের বৈশিষ্ট্যের মধ্যে যদি অ্যালকোহল থাকে তাহলেই যে সে খাবার হারাম হয়ে যাবে তা নয়। যেমন, পান্তাভাত, পাকা ফলমূল, আচার ও ভিনেগার ইত্যাদি। এগুলোতেও অ্যালকোহল আছে। তাই বলে কী পান্তাভাত, পাকা ফলমূল, আচার ও ভিনেগার খাওয়া হারাম হবে? একইভাবে তেল, ক্রিম, লোশন সহ সাজসজ্জার অধিকাংশ উপকরণের মধ্যে অ্যালকোহল বিদ্যমান। তাই বলে কী এগুলো ইসলাম হারাম করেছে? কক্ষনো না। আবার ঘরের দেয়াল, ফার্নিচারে বিদ্যমান রং, রঙিন পোষাক, রঙিন জায়নামাজ সহ অধিকাংশ ঔষধপত্রে অ্যালকোহল থাকে। তাছাড়াও প্রতিটা ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরীতে কোথাও না কোথাও অ্যালকোহলের ব্যবহার আছে। এমনকি পবিত্র কুরআনের কভারের রং প্রস্তুত করতেও অ্যালকোহল ব্যবহার করা হয়। তাই বলে কী এগুলোর ব্যবহার ইসলাম হারাম করেছে?