দীর্ঘ পাঁচ বছর সৌদি-আমেরিকা জোটের চাপিয়ে দেয়া যুদ্ধ-অবরোধের কারণে সৃষ্ট ক্ষুধা-কষ্ট নবী প্রেমিক ইয়ামেনীদের দমাতে পারেনি। তাঁরা প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন শহরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলেহী ওয়া সাল্লাম উদযাপন করেছে। রাজধানী সা’নার সাবয়ীন চত্তরে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের সর্ববৃহৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলেহী ওয়া সাল্লামের অনুষ্ঠান। অনুষ্ঠান থেকে বারবার লাখো কন্ঠে ধ্বনিত হয়েছে, “লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ সা.”।
