ইমামের আগমন সন্নিকটে❗জেগে ওঠো মুমিন মুসলমান…✊
⚠ কাফিররা যতই ইমামের আগমন ঠেকানোর চেষ্টা করুক না কেন, তিনি সকল অন্ধকারের পর্দা ভেদ করে বেরিয়ে আসবেন-ই। সত্যের এ আলো নিভাতে পারবে না কেউ, পৃথিবীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা বলে দিচ্ছে তাঁর আগমন অতি নিকটে….
আল্লাহর কালামঃ
يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
বঙ্গানুবাদঃ “তারা আল্লাহর নূর এক ফুৎকারে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর নূর পূর্ণরূপে উদ্ভাসিত করবেন-ই, যদিও কাফিররা তা অপছন্দ করে।”
📚 সূরা আস সাফ, আয়াত নং ৮।