ইমামিয়া তরিকার মিলাদ শরীফ

1264

🔻বিসমিল্লাহির রাহমানির রাহীম।🔻

✔️“লাক্বাদ জা-আকুম রাসুলুম মিন আনফুসিকুম আ’যীযুন আ’লাইহি মা আ’নিত্তুম হারিসুন আ’লাইকুম বিল মু’মিনীনা রউফুর রহীম।”
(সূরা তাওবা, আঃ নং ১২৮)।
✔️“মা কানা মুহাম্মাদুন আবা~ আহাদিম মির রিজালিকুম ওয়ালা-কির রাসূলাল্লাহি ওয়া খা-তামান নাবিয়্যিনা ওয়া কানাল্লাহু বি-কুল্লি শাইয়িন আ’লিমা।”
(সূরা আহযাব, আঃ নং ৪০)।
✔️“ইন্নাল্লহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আ’লান নাবী ইয়া আইয়্যুহাল্লাযিনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।”
(সূরা আহযাব, আ: নং ৫৬)।

🌺 আল্লাহুম্মা সাল্লি আ’লা সাইয়েদিনা মাওলানা মুহাম্মাদ
ওয়া আ’লা আলে সাইয়্যেদিনা মাওলানা মুহাম্মাদ।(১)
🌺১। দয়াল নবী শুয়ে আছেন ঐ যে সোনার মদিনায় (২)
মনে চায় উড়িয়া যাইতে নবীজির পাক রওজায়…
আল্লাহুম্মা সাল্লি আ’লা সাইয়েদিনা মাওলানা মুহাম্মাদ
ওয়া আ’লা আলে সাইয়্যেদিনা মাওলানা মুহাম্মাদ।(১)
 
🌺২। ফাতেমার ঘরে নবীর পাশে বসে আছেন পাঞ্জাতন(২)
হাসান হোসেন আলীর সাথে নবী তাদের প্রথম জন…
আল্লাহুম্মা সাল্লি আ’লা সাইয়েদিনা মাওলানা মুহাম্মাদ
ওয়া আ’লা আলে সাইয়্যেদিনা মাওলানা মুহাম্মাদ।(১)
 
🌺৩। আলী ইবনে আবি তালিব শুয়ে আছেন বিছানায়(২)
আমার নবী নিরাপদে হিজরত করলেন মদিনায়…
আল্লাহুম্মা সাল্লি আ’লা সাইয়েদিনা মাওলানা মুহাম্মাদ
ওয়া আ’লা আলে সাইয়্যেদিনা মাওলানা মুহাম্মাদ।(১)
 
🌺৪। খাইবার যুদ্ধে নবী ডাকেন ওগো আলী মুরতজা(২)
শেরে খোদা হলে তুমি বিজয় আনো ছিনিয়া…
আল্লাহুম্মা সাল্লি আ’লা সাইয়েদিনা মাওলানা মুহাম্মাদ
ওয়া আ’লা আলে সাইয়্যেদিনা মাওলানা মুহাম্মাদ।(১)
 
🌺 ৫। কবর দেশে যাবিরে মন ভেবে তুমি দেখ না
একবার গেলে ফিরে তুমি আর কোনদিন আসবে না…
আল্লাহুম্মা সাল্লি আ’লা সাইয়েদিনা মাওলানা মুহাম্মাদ
ওয়া আ’লা আলে সাইয়্যেদিনা মাওলানা মুহাম্মাদ।(১)
 
🌺৬। দুনিয়াদারী যতই করো মরণ তোমায় ছাড়বে না
মৃত্যুর পরে কবর ঘরে টাকা কড়ি যাবে না…
আল্লাহুম্মা সাল্লি আ’লা সাইয়েদিনা মাওলানা মুহাম্মাদ
ওয়া আ’লা আলে সাইয়্যেদিনা মাওলানা মুহাম্মাদ।(১)
 
🌺বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি
হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি।
 
🌺সাল্লিমু ইয়া ক্বয়িমিন
সল্লু আ’লা ছদরিল আমীন
মুস্তাফা মা জাআ ইল্লা
রাহমাতাল্লিল আ’লামীন।

🔊মহব্বতের সাথে ক্বিয়াম করে পড়ুনঃ

♥️ইয়া নাবী সালামুন আলাইকা
ইয়া রাসুল সালামুন আলাইকা
ইয়া হাবীব সালামুন আলাইকা
সালাওয়া-তুল্লাহি আলাইকা।
 
🌺১। ইয়া নাবী সালাম হাজার বার
মোরা তো সবাই গুনাহগার
কে আছে মোদের দেখাবার?
হাশরে শাফায়াত তোমার…
ইয়া নাবী সালামুন আলাইকা
ইয়া আলী সালামুন আলাইকা
ইয়া ফা-তেমা সালামুন আলাইকি
সালাওয়া-তুল্লাহি আলাইকি।
 
🌺২। তুমি যে প্রেমেরও নবী
নিখিলের ধ্যানেরও ছবি
তুমি না এলে ধরাতে
আঁধারে ডুবিত সবি…
ইয়া নাবী সালামুন আলাইকা
ইয়া হাসান সালামুন আলাইকা
ইয়া হুসাইন সালামুন আলাইকা
সালাওয়া-তুল্লাহি আলাইকা।
 
🌺৩। আরবের মরু প্রান্তরে
পাঠালেন প্রভু তোমারে
তুমি না এলে ধরাতে
থাকিত সবই বিপথে…
ইয়া নাবী সালামুন আলাইকা
ইয়া সাজ্জাদ সালামুন আলাইকা
ইয়া বাক্বির সালামুন আলাইকা
সালাওয়া-তুল্লাহি আলাইকা।
 
🌺৪। তোমারই নামের আলোকে
জাগরণ এলো ভূলোকে
জাগিয়া উঠিল বুলবুল
ডাকিল কুসুম ও লোকে…
ইয়া নাবী সালামুন আলাইকা
ইয়া সাদিক্ব সালামুন আলাইকা
ইয়া কাযিম সালামুন আলাইকা
সালাওয়া-তুল্লাহি আলাইকা।
 
🌺৫। নবীজি বলেন সবাইকে
জানোনি তোমার ইমাম কে?
ধরো মোর আহলে বাইতকে
আখেরে নাজাত পাবে…
ইয়া নাবী সালামুন আলাইকা
ইয়া রিদ্বা সালামুন আলাইকা
ইয়া জাওয়াদ সালামুন আলাইকা
সালাওয়া-তুল্লাহি আলাইকা।
 
🌺৬। নবীজি বলেন সবাইকে
জানোনি তোমার ইমাম কে?
ধরো মোর আহলে বাইতকে
আখেরে নাজাত পাবে…
ইয়া নাবী সালামুন আলাইকা
ইয়া হাদী সালামুন আলাইকা
ইয়া আসকারী সালামুন আলাইকা
সালাওয়া-তুল্লাহি আলাইকা।
 
🌺৭। নবীজি বলেন সবাইকে
জানোনি তোমার ইমাম কে?
ধরো মোর আহলে বাইতকে
আখেরে নাজাত পাবে…
ইয়া নাবী সালামুন আলাইকা
ইয়া মাহদি সালামুন আলাইকা
ইয়া ক্বায়িম সালামুন আলাইকা
সালাওয়া-তুল্লাহি আলাইকা।
 
🌺বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি
হাসুনাত জামিউ খিসালিহি
সল্লু আলাইহি ওয়া আলিহি।
 
🌺ইয়া রাব্বি ওয়া সাল্লিম দায়িমান আবাদান আ’লা নাবিয়্যিকা খাইরি খালক্বিহি মুহাম্মাদ, সল্লাল্লহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
  
🔶মুনাজাতঃ 
আল্লাহুম্মাআমিন…

Related Post

তিনটি মর্যাদাসম্পন্ন দরুদ

Posted by - সেপ্টেম্বর ২৫, ২০১৯
➊সকল গুনাহ থেকে পবিত্র হওয়ার দরুদঃ ❥✦হযরত ইমাম জাফার আস সাদিক্ব (আঃ):“আল্লাহ কসম! (নিচের) এই দরুদের মাধ্যমে একজন মানুষ সদ্য…

সূরা “আল কাফিরুন”-এর অনুবাদ ও সামগ্রিক কিছু তথ্য

Posted by - ফেব্রুয়ারি ২৫, ২০২০
 بِسْمِ الّٰلهِ الرَّحْمٰنِ الرَحِيْمِ   (বলো! আমি) আল্লাহর নামে (শুরু করছি), যিনি রহমান (পরম করুণাময় সকল সৃষ্টির জন্যে), যিনি রহিম (অসীম…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »