আলীর নাম যিকির করা ইবাদত

434 0

হাদিস ও তার উৎস কিতাবসমূহঃ

عن عایشة و ابن عباس: قال رسول الله صلی الله علیه وآله: ذِكْرُ عَلِيٍّ عِبَاْدَةٌ
অর্থাৎ “হযরত আয়েশা ও ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, আল্লাহর রাসূল (সা.) বলেছেন, “আলীর নাম যিকির করা ইবাদত।”

*উপরোক্ত হাদীসের কিছু কিতাবী উৎস উল্লেখ করা হলোঃ*
১. মানাক্বিবুল ইমাম আলী ইবনে আবি ত্বালিব, লেখক (সুন্নী): আবুল হাসান আলী ইবনে মুহাম্মাদ ইবনে তাইয়েব জুল্লাবী (প্রসিদ্ধি ইবনে মাগ্বাযিলী নামে) (মৃত্যুঃ ৪৮৩হিঃ), পৃঃ নং ২০৬, ২৪৩

২. মানাক্বিবুল ইমাম আমিরুল মুমিনীন, লেখক (সুন্নী): মুওয়াফফাক্ব ইবনে আহমাদ খরাযমী (প্রসিদ্ধি খরাযমী নামে) (মৃত্যুঃ ৫৬৮হিঃ), পৃঃ নং ২৫২

৩. তারিখু মাদিনাতি দামেশক, লেখক (সুন্নী): আবুল ক্বাসিম আলী ইবনিল হাসানইবনে হিবাতিল্লাহ শাফিয়ী দামেশক্বী (প্রসিদ্ধি ইবনে আসাকির নামে) (জন্মঃ ৪৯৯হিঃ, মৃত্যুঃ ৫৭১হিঃ), খণ্ড ২, পৃঃ নং ৩৫৬

৪. আত্ তাদভীন ফি আখবারিল্ ক্বাযভীন, লেখক (সুন্নী): আব্দুল কারিম ইবনে মুহাম্মাদ র-ফিই ক্বাযভীনী (প্রসিদ্ধি ইমাম র-ফিয়ী নামে) (জন্মঃ ৫৫৭হিঃ, মৃত্যুঃ ৬২৩হিঃ) , খণ্ড ৪, পৃঃ নং ৫৪

৫. আল বিদায়া ওয়ান নিহায়া, লেখক (সুন্নী ও ওয়াহাবীদের গুরু ইবনে তাইমিয়ার ছাত্র): ইসমাঈল ইবনে কাসির দামেশকী (প্রসিদ্ধি ইবনে কাসির নামে) (জন্মঃ ৭০১হিঃ, মৃত্যুঃ ৭৭৪হিঃ), খণ্ড ৭, পৃঃ নং ৩৫৭

৬. আল জামিউস্ সাগ্বির মিন আহাদিসিল বাশির আন্ নাযির, লেখক (সুন্নী): আল্লামা জালালুদ্দীন আবুল ফাদ্বল আব্দুর রহমানইবনে আবি বাকর ইবনে মুহাম্মাদ ইবনে সাবিক্ব আদ্ দ্বীন সুয়ুতী (প্রসিদ্ধি আল্লামা সুয়ুতী নামে) (জন্মঃ ৮৪৯হিঃ, মৃত্যুঃ ৯১১হিঃ), খণ্ড ১, পৃঃ নং ৫৮৩, ৬৬৫, হাদিস নং ৪৩৩২

৭. সুবুলুল হুদা ওয়ার রিশাদ ফি সিরাতি খাইরিল ই’বাদ, লেখক (সুন্নী): মুহাম্মাদ ইবনে ইউসুফ সালিহী শামী (মৃত্যুঃ ৯৪২হিঃ), খণ্ড ১১, পৃঃ নং ২৯৩

৮. কানযুল উম্মাল ফি সুনানিল আক্বওয়াল ওয়াল আফআ’ল, লেখকঃ আলাউদ্দীন আলী ইবনে হিসাম (প্রসিদ্ধি মুত্তাক্বী হিন্দী নামে) (মৃত্যুঃ ৯৭৭হিঃ), খণ্ড ১১, পৃঃ নং ৬০১, হাদিস নং ৩২৮৯৪

৯. কুনুযুল হাক্বায়িক্ব ফি হাদিসি খাইরিল খালায়িক্ব, লেখক (সুন্নী): আব্দুর রাউফ ইবনে তাজুল আরিফিন (প্রসিদ্ধি আল্লামা মানাভি নামে) (জন্মঃ ৯৫২হিঃ, মৃত্যুঃ ১০৩১হিঃ), পৃঃ নং ৭৮

১০. ইউনাবিউল মাওয়াদদা লি যাভিল ক্বুরবা (এক খণ্ডের), লেখক (সুন্নী): সুলাইমান ইবনে ইব্রাহীম ক্বানদুযী হানাফী (মৃত্যুঃ ১২৯৪হিঃ), পৃঃ নং ১৮০

Related Post

ইমাম আলী (আঃ) সম্পর্কে রাসূলুল্লাহ (সা.)-এর কতিপয় হাদীস

Posted by - February 16, 2022 0
ইমাম আলী(আঃ)সম্পর্কে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম)-এর কতিপয় হাদীসঃ عُنْوَانُ صَحِيفَةِ الْمُؤمِنِ حُبُّ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ. ১.…

দোয়া

Posted by - September 30, 2019 0
রাসূল (সাঃ) __ “সবচেয়ে অপারগ ব্যক্তি সে-ই, যে দোয়া করার ব্যাপারে অপারগতা পোষন করে।”আমালি আত্তুসি, খণ্ড ৮৯, পৃঃ নং ১৩৬।__…

দ্বীন হচ্ছে হুসাইন

Posted by - September 8, 2019 0
হযরত খাজা মঈনুদ্দিন চিশতি(রহঃ): شاه است حسین بادشاه است حسین دین است حسین دین پناه است حسین سر داد نداد…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »